![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যত ক্ষতির কারণ হলে আবেগ আবেগ কিন্তু অনুভূতির বহিঃপ্রকাশ নয়,সফল কোনো অভিব্যক্তিও নয়।কিন্তু এই আবেগ ঠিকমতোন না থাকলে মানুষ হয়ে উঠে পিশাচের মতন।আবার এই আবেগ সঠিকভাবে কাজে লাগাতে হয়,হুদাই আবেগ পিঠাপিঠি করলে কপালে দুঃখ আছে।এই ধরেন,আমি প্রতিদিন ভাবি যে, আম্মা আমাকে কত কষ্ট কইরা পড়াইতেছে,কিছু একটা তো করতেই হবে,ভেবে গিয়ে পড়তে বসি,আবেগ শেষ,পড়ার ইন্সপিরেশন নিরুদ্দেশ। কিন্তু এই আবেগটারে যদি ঠিকমতন কাজে লাগানো যায়,কেন জানি মনে হয়,অনেক ভালো কিছু করা সম্ভব।সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বাবা মার কষ্টের কথা ভেবে আবেগতাড়িত হয়ে ঠিকমতো ভালো কাজে লেগে থাকার তৌফিক দান করুক।নয় তো অনুশোচনার আর শেষ থাকবে না।
©somewhere in net ltd.