![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে যদি আমি সুইসাইড করি বা রাগের বসে গোঁ ধরে বাসা থেকে বের হয়ে যাই, আমার আম্মু বলবে 'আমি আমার ছেলেকে চাই,আমার বুয়েট লাগবে না।'ভাইয়া তখন আর প্রেডিকশন দিবে না যে কেমিক্যাল পড়ে কোনো চাকরি পাবো না।২য় তলার আন্টি যখন জিগ্যেস করছিলো কই ভর্তি হইছি, কুয়েট বলার পর যে নাক ছিঁটকানি দিছিল সেটাও হয়ত ভুলে সে আমি যেন বাসায় ফিরে আসি সে দু্আ করবে।ভাবটা এমন যে বুয়েট-মেডিকেল ছাড়া জীবন শেষ।এখানে আবার কথা আছে,সবাই দেখবেন বলে মেডিকেল-বুয়েট। বলে না যে মেডিকেল-ইঞ্জিনিয়ারিং বা ঢামেক-বুয়েট।কেন ভাই? ডাক্তারি এক জায়গায় পড়লেই যদি হয়,ইঞ্জিনিয়ারিং কেন নয়?
আজকে এরকম হাজারটা ছেলেমেয়েকে আমাদের সমাজ বেঁচে থাকতেও মেরে ফেলছে।তাহলে চিন্তা করুন যারা ভাগ্যদোষে কোথাও ভর্তির সুযোগ পায় নি, তাদের কি অবস্খা?
এবার ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ছেড়ে একটু সবার কথায় আসি,
যেদেশে ১৬ কোটি মানুষের সবাই ঠিকমত ভাত খাইতে পারে না,সেদেশে ১০০০ সিটের একটা ভার্সিটিতে চান্স না পাওয়া হয়ত ব্যর্থতা কিন্তু অক্ষমতা নয়,
এমনকি কেউ যদি কোথাও চান্স না পায়, সেটাও স্বাভাবিক।
আরেক ধরণের মানুষ আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিরোধী।কিন্তু এখানের মানুষগুলো তো আর ইচ্ছা করে যায় না,দেশে পর্যাপ্ত সরকারি বিশ্ববিদ্যালয় নেই,এটা অবশ্যই তাদের ব্যর্থতা নয়।
শেষমেশ একটা কথা,একটা ভার্সিটি ভর্তি পরীক্ষা কখনো কাউকে মূল্যায়ন করতে পারে না,ওহহো,ভুলেই গেছিলাম,আমরা তো দুর্নীতিতে সেরা।সেখানে আবার নীতি কথা আওড়ে কি হবে? বরং বিসিএসের প্রিলি টিকার জন্য একটু পড়াশোনা করা যাক।
©somewhere in net ltd.