![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার যদি পেশীর জোর থাকে,
নারীর স্তনের আভাস দেখে যদি তোমার ইন্দ্রীয় জাগ্রত হয়,
যদি ভীড়ের মাঝে ছুঁয়ে দিতে ইচ্ছে করে অবলা দেহ,
বাস ট্রামে যদি তোমার লিঙ্গকে স্পর্শ করাতে চাও নারীর শরীর,
রাস্তায় একলা কোনো মেয়ের পিছু নিতে মন চায়,
মুখ চেপে যদি তাকে ভোগ করার ইচ্ছা জাগে,
যদি সুযোগের সন্ধানে থাকো তুমি,
যদি তোমার ভেতর প্রেম ভালোবাসার সঞ্চার না হয়,
যদি তুমি নারীর দুর্বলতার সুযোগ নিতে চাও,
যদি নির্জন জায়গায় তুমি মাতৃসম জননী,
কিংবা পূর্নিমার মত ৯ বছরের কিশোরীকে কষ্ট দিয়ে শান্তি পাও
তবে তোমাকেই খুঁজছি,
তোমার কামনার সন্ধানেই আছি আমরা,
ধিক্কার হে মানব সন্তান,
তোমার কামনায় তোমার মা আজ বেশ্যা
হানাদারের গর্বিত উত্তরসূরী তোমরা
মনুষ্য হয়েও রয়ে গেলে সেই আদিম বর্বর।
মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো সকল বীরাঙ্গনাদের অন্তরের অন্তঃস্থ হতে সম্মান জানাচ্ছি। আজ স্বাধীনতার ৪৭ বছর পর নতুন করে কোনো মা বোনকে বীরাঙ্গনার খাতায় নাম লেখাতে না হোক বিজয়ের মাসে এতটুকুই কাম্য।
©somewhere in net ltd.