![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা খুব অচেনা লাগছে,
খুব কে দূরে সরে গেছি আমরা,
মনে পড়ে তোমার? শেষ যখন আমাদের দেখা হয়েছিল,
আমাদের সেই পছন্দের সেই প্রিয় কফিশপে,
দুটো চুমুক দিতে না দিতেই তোমার ডাক পড়লো,
সেই চুমুক আর চুমু হয়ে পড়লো না আমার ঠোঁটে...
আচ্ছা তোমার কি আমাদের সেই মেকি স্বপ্নের কথা মনে পড়ে,
মনে পড়ে সেই পুরোনো সময়টুক?
স্বপ্নগুলো জানি মেকি ছিল নয়,
কিন্তু অভাব ছিল সন্ধিতে,
কার্পণ্য ছিল ভালোবাসায়,
আর তাই শেষটা যেদিন চলে গেলে,
তারপর থেকে তুমি বড্ড বেশি পর।
আর আমি?
হারাতে গিয়েও কোনো এক ঠুনকো আলোতে
তোমাকেই খুঁজে ফিরি।।
©somewhere in net ltd.