![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা ছিল মধ্যরাতের ঠিক শেষপ্রান্তে
দুটো হৃদয় আকুল হয়ে চাইতো এক হতে,
সোডিয়াম বাতির আলোয় ছুটে যেতে ইচ্ছে করতো
হঠাৎ করে কারো বাসার নিচে?
হাতটা ছুঁবে?
কতদিন ওই হাতগুলো ধরি না।
এক আকাশের নিচের সেরা সুখি মানুষ হতে
খুব বেশি কি লাগে?
লাগে একটু ভালোবাসা আর স্বাধীনতা।
কিন্ত? খোদার খাজানায় সব তো সবাই পায় না,
এক আকাশের নিচে থেকেও হাজার মাইল দূরত্ব
সময়টা এক না হলেও
ভালোবাসাটাও কি এক না?
দূরত্ব কখনোই গুরুত্বের সমানুপাতিক নয়।
তবে তাই হোক।
তবে তাই হোক।
তবে তাই হোক।
ছিন্ন এই হৃদয়ে আশার আলো যতটুকুন আছে
তা থাকবে চিরদিন ।
©somewhere in net ltd.