![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সবকিছু ধুলোয় মিশে যাবে,
তোমার আমার মাঝের যে আকাশটুকু
তা ভেঙ্গে যাবে দু মিনিটেই
আমাদের মাঝে থাকবেনা কোনো ব্যবধান,
একদিন হারিয়ে যাবে সব বাঁধা,
তোমাকে কষ্ট দিয়ে কোনো সুখ খুঁজে পাইনি তবু
প্রতিনিয়ত কষ্টের বেড়াজালে আটকা পড়বো আমরা।
একদিন সবকিছু বদলে যাবে,
মনের উপত্যকায় তখনও কি অন্য কেউ জায়গা পাবে?
কেউ কি আমার দেয়া ভালোবাসার স্পর্শ দিতে পারবে?
কোনোদিন?
একদিন সব কিছু ভেঙ্গে হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো
প্রথম যেদিন তোমাকে খুব কাছে পেতে চেয়েছি
সেদিন যে মুখের উপর হাত চেপে বলেছিলে
"খবরদার,পাপ হবে"
সেই কাছে পাওয়ার হিসেব চুকিয়ে
তোমাকে ছুঁতে কোনো দ্বিধা থাকবেনা
হাজারো সময়ের মাঝে তোমার জন্য সময়টা
লেখা থাকবে চির-অধরা হয়ে।
একদিন তুমি নিজ থেকে ভালোবাসা চাবে
কিন্তু ততদিনে?
ততদিনে আমরা দুটো ভিন্ন আকাশে চাপা পড়বো,
একদিন সবকিছু ছাপিয়ে আমরা এক হবো
জনম জনমের পরিচিত হয়েও
চিনেও না চেনার মতো ঘুরে বেড়াবো আমরা।
আর ভালোবাসা?
তাতো বিকিয়ে দিয়েছি কিছু সাময়িক সুখের বিনিময়ে।
©somewhere in net ltd.