![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার সংজ্ঞায়ন কীভাবে করতে হয় আমার জানা নেই, কিন্তু প্রথম যেদিন ভালোবাসার মানুষটিকে দেখলাম,মন কেমন যেন নাড়া দিয়ে উঠলো? সুন্দর নাকি তার চেয়েও বেশি কিছু? ঠিক জানা নেই, কখনো জানার চেষ্টা করাও দুষ্কর, হয়তো সম্ভব নেই তার সীমানা জানার।যোগাযোগের কোনো মাধ্যম নেই, নেই মন আদান প্রদানের কোনো ঠিকানা।ঠিক সেই দোটানায় নিজের জীবনে লেগে থাকার পর ঠিক ২ বছর কেটে গেলো। কোথায় যেনো পড়েছিলাম ভালোবাসা সত্যি হলে তা খুঁজে পাওয়া যাবেই,কোনো এক উড়ো চিঠির মতো হঠাৎ খুঁজে পেলাম তাকে, শুরু হলো বাক্যালাপ। জীবনে এলো নতুন এক উঞ্চতা,খুব করে চাইলাম কাছে আসার অনুমতি, কিন্তু জীবন হয়তো যা কিছু অনুমেয় তা সহজে দেয় না, বিধিবাম, সর্বোচ্চ ৫০০ মিটার দূর থেকে ঠেলে নিলো ১০০০০ মাইল দূরে? কাছে টানার আগেই সে হারিয়ে গেলে ঠিক কতদূরে? কত কিলোমিটার,কত মাইল, কত হাজার হাজার মাইল দূরে? জানা অজানায়, টানা দোটানায় মুঠোবার্তা বিনিময়ে কাছে টানার চেষ্টা করলাম তাকে, হয়তো পেয়েছি, নয়তো পাইনি,
জীবনে প্রথম যখন তার উঞ্চ হাতের স্পর্শ পেলাম, সেদিন আমাদের ষষ্ঠ দেখা, সেদিন হাতটা ধরে শপথ করেছিলাম মনে মনে, এই হাত কখনো ছেড়ে দিবোনা,
মাঝে কাছে পাবার মুহূর্ত ছিলো মোটে ন'বার কিন্তু এই প্রতিটা মুহুর্তগুলো আমাকে বাঁচিয়ে রাখে, অপেক্ষা করতে শিখায়, মনের মধ্যে একটা টান নিয়ে আসে, কি যেন একটা টান অনুভব করায় বুকে, যেই টান ভালোবাসতে শিখায়,সারাজীবনের জন্য কাছে পাবার একটা প্রত্যাশার জন্ম দেয়,হাজার হাজার বাঁধা,দূরে কাছে যাবার মাঝে সময়টা যে তিন ছুঁই ছুঁই,তিনে দুই পাঁচ হবার এই দিনগুলো যেভাবে কেটে গেলো,বাকি জীবনটা যদি কেটে যায় এভাবে? তার হাতের ছোঁয়ায়,তার মিষ্টি গন্ধে,তার উঞ্চতায়?
নির্দ্বিধায় বলে দেয়া যায় -
মন্দ হয়না।
©somewhere in net ltd.