![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্লিপ্ততায় কি যেন এক স্নিগ্ধতা থাকে,
চাইতে কি না চাইতে ছড়িয়ে পড়ে স্তব্ধতায়,
কতকাল,কত সহস্রাব্দের পর বুঝতে পারলাম,
এই মানুষটা সেই মানুষ নয় যাকে আমি ভালোবাসি!
কিন্তু এইতো সেই মানুষ যাকে ধরো কত স্বপ্ন দেখেছি,
রাত পোহালেই কলেজ স্ট্রিট থেকে ধানমন্ডি
ছুটে গিয়েছি এক নজর দেখার জন্য,
কত কথা,কত হাসির ঝলমলে রোদ্দুর
সরল অংকে তা ভালোবাসা বলে মনে হলেও
বাস্তবে কি তাই?না কি ভালোবাসা মানে অন্য কিছু।
নির্লিপ্ততায় কি যেন এক স্নিগ্ধতা থাকে,
তা না হলে আজ বিচ্ছেদের এতদিন পর,
যে নীরবতা আমাকে পেয়ে বসেনি কোনোদিন,
ব্যস্ততাকে বিদায় জানিয়ে,সে বলে বসলো
"ঠিক কতদিন!হয়তো কোনোদিন আমাদের মাঝে
কারফিউ ভেঙে প্রেম আসেনি। "
©somewhere in net ltd.