নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

তিতির

০১ লা জুলাই, ২০২০ রাত ৩:৫২

তিতির!

প্রিয় তিতির! ঠিক কতটা দিন পড়ে এলে তুমি?
এলে তুমি স্মৃতির দোলনা দুলিয়ে!
তিতির বলো তো খুব কি দূরে সরে গেছি আমরা?
সরে গেছি শত জনম জনম দূরে?
নাকি কখনো কাছেই ছিলাম না আমরা?
দু'শো সত্তর মাইল পার হয়েও হয়তো পারিনি,
পারিনি নিজের একটু অস্তিত্ব কিংবা স্খান করে নিতে।
হয়তো এই দূরত্ব,কাছে আসা সবই ছিলো,
এক চিলতে গোলকধাঁধা।
যেই পর্দা টেনে রেখেছিলে চিরকাল আমাদের মাঝে,
বুঝেও হয়ে উঠেছিলে কঠিন দুর্বোধ্য!
তার কতটুকুই বা কাছে যেতে পেরেছি আমি?

যেদিন প্রগাঢ় হৃৎস্পন্দনে উদ্বেলিত হলাম,
টেনে হিঁচড়ে সরিয়ে দিতে নিলাম সব দূরত্ব,
খুব কাছে যেয়েও হারিয়ে মুহূর্তে ফেললাম তোমায় ,
এক কঠিন সত্য এসে দুমড়ে মুচড়ে দিলো জীবনের সত্যকে,
চোরাবালির ওপারে জীবনবাজি নিয়ে গিয়ে দেখলাম,
অস্তিত্বহীন তুমিহীনতায় ভুগছে এক ধুসর মরুভূমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.