নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

আমি ভালোবাসার সার্বজনীনতায় বিশ্বাসী

১২ ই জুলাই, ২০২০ ভোর ৪:৫১

আমি ভালোবাসার সর্বজনীনতায় বিশ্বাসী,আমার কাছে ভালোবাসা বিশ্বব্যাপী সকলের কাছে ছড়িয়ে দেবার এক শ্রেষ্ঠ উপহার!

কি বলছি যা তা! আমার প্রেমিকা নিতু,নিতু আর আমার রিলেশনের আজকে সাতদিন এনিভার্সেরী উৎযাপিত হলো,আমি নিতুকে অনেক ভালোবাসি আর সব ঠিক থাকলে আমি ওকে বিয়ে করবোই। কিন্তু আমি ভালোবাসার সর্বজনীনতায় বিশ্বাসী। প্রাপ্তি যখন আমার স্টোরির একটা মিষ্টি রিপ্লাই দেয়,তখন মন চায় আমি মন নিংড়ে সব ভালো লাগা ওর কাছে ঢেলে দেই,ওর দুষ্টু মিষ্টি ইশারা আমাকে পাগল করে তোলে,মন চায় ওর কপালে দুটো চুমু খেতে।কিন্তু সমস্যা একটাই, আমি নিতুকে অনেক বেশি ভালোবাসি। তবু আমি ভালোবাসার সর্বজনীনতায় বিশ্বাসী, ওইতো সেদিন চিটাগংয়ে গিয়ে একটা মেয়ের সাথে পরিচয়, ডাকনাম তুর্না! নাম যেমন মিষ্টি, ওর গড়ন ধরণ সবকিছুতেই সেই মিষ্টতা। প্রতিদিন রাতে নিতুর সাথে কথা শেষ করি তিনটে বেজে যাবার বিশ মিনিট আগে,বন্ধু মারফত তুর্ণার যে নাম্বারটা পেয়েছি তাতে রোজ ঘুমোনোর আগে কল না দিয়ে আমার ঘুম আসেনা, তুর্ণার কন্ঠ যেনো আমার ঘুমপাড়ানি গান! মাঝেমধ্যে গালি আর দুটো গালমন্দ শুনতে হয় কিন্তু আমি আমার সব ভালোবাসা বিলিয়ে দিতে চাই তুর্ণার কন্ঠের বিনিময়ে। হাজার হোক আমি ভালোবাসার সর্বজনীনতায় বিশ্বাসী। কিন্তু আমি যে নিতুকে অনেক ভালোবাসি, একটু পরেই আমাদের রিলেশনের এইটডে অ্যানিভার্সেরির সময় চলে আসলো! এই আটটা দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোনের স্ক্রিনে ওর ছবিতে চুমু না খেলে আমার দিন ভালো যায় না। এতো ভালোবাসি কিন্তু তবুও আমি ভালোবাসার সার্বজনীনতায় বিশ্বাসী।মারিয়ার সাথে কথা হয় আজ ছ'দিন, মেয়েটার চোখগুলো কি টানাটানা! রোজ সকালে ওর ডিপিতে ওর চোখের পানে কিছুক্ষণ চেয়ে সকালের শুভকামনা না জানাতে পারলে কেমন জানি লাগে! মারিয়ার মনে কি আমার জন্য কোনো ঢেউ বয়ে যায় নাকি? মেয়েটাকে গতকাল ট্রুথ এন্ড ডেয়ার খেলে একটা আবেগময়ী ছবি নিলাম! আহ চোখ ছাড়াও কতকিছুর ঝড় বয়ে যায় ওর মাঝে। আপাতত এখন কাজ দুটো।নিতুকে ভোরের অবশ্য কর্তব্য পালন করতে হবে "Good Morning my babe Nitu , Happy Eight Day Anniversary " আর মারিয়াকে "Good morning Maria" লিখতে হবে! ম্যাসেজের সাথে দুটো করে কিসিং ইমোজি পাঠিয়ে একটা আরামের ঘুম দিলাম,হুট করে ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে দেখি নিতুর মিসকল, নিতুর সাথে আমার দীর্ঘ আটদিনের ভালোবাসা,আজকেই প্রথম দেখা করে দুটো চুমু খেয়ে ভালোবাসার সত্যতা প্রমাণ করবো তাই ঠিক করে রেখেছি। নিতুর হয়তো আর দেরি সহ্য হচ্ছে না,জলদি কলব্যাক করলাম,ওপাশ থেকে চিৎকার ভেসে আসলো "মারিয়া কে কুত্তার বাচ্চা"। আজ সারাদিন মন খারাপ,নিতুকে অনেক কষ্টে রাজি করিয়ে দেখা করার সুযোগ হয়েছে,পা ধরে ক্ষমা চেয়ে বলেছি এই এতদিনের সম্পর্ক একটা মেয়ের জন্য নষ্ট হতে দিও না,কসম খেলাম আর কোনো মেয়ের সাথে কথা বলবো না জীবনে। নিতু বলেছে চিন্তা করে রাত ন'টায় কল দিবে ।বাইরে থেকে এসে গোসল করে এসে পিসি নিয়ে বসলাম,উদ্দেশ্য আমি নিতুকে আটদিনে কতটা ভালোবাসি তার জানান দিয়ে একটা স্ট্যাটাস পোস্ট করা, পোস্ট অর্ধেক লেখার পর ওয়াটসঅ্যাপে হঠাৎ মারিয়ার একটা ম্যাসেজ এলো। গতরাতের ডেয়ারের ফাঁদে ফেলে যে আবেদনময়ী মুহূর্তে দেখার জন্য মনটা ছটফট করছিলো ছবিটা অতিসংকোচে তুলে পাঠিয়েছে মনে হয়,আমি ভালোবাসার সার্বজনীনতায় বিশ্বাসী,রিপ্লাই দিলাম " You're damn hot " কিন্তু আমি নিতুকে সবথেকে ভালোবাসি।
পুনশ্চঃ ১ - আমি গল্পকাহিনী লিখতে এখনো অনেক অপরিপক্ক।
পুনশ্চঃ ২ - আমি ভালোবাসার সার্বজনীনতায় বিশ্বাসী না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.