![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ যেদিন বয়েস আটকে যাবে
চাইলেই আর হুট করে টিএসসিতে বসা যাবে না,
হুট করেই তোমার চুলের গন্ধে মাতম হয়ে
বলা হয়ে উঠবেনা
ইশ! বেলীর কি বিশ্রী গন্ধ।
হঠাৎ করে বয়েস আটকে যাবে,
৩২ এর আড্ডার আসরের ডাক
আর তোমার ডাকের টানাপোড়েনে
বন্ধুদের বলা হবে না-
একটা জরুরি কাজে আটকা পড়েছি,
কাল দেখা করি?
হঠাৎ যেদিন বয়েস আটকে যাবে,
সেদিন রাতের পর রাত
অন্যভস্ত ব্রেসিয়ারের নিচে কিংবা
ছাদের টপ কর্ণারে বসে আমাকে,
আর মুঠোফোনের শব্দ গুণতে দেখা যাবে না।
হঠাৎ যেদিন বয়েস আটকে যাবে,
সেদিন আমি এই রমনা,হাকিম চত্বর কিংবা
টিএসসিতে ঘুরোঘুরি করবো,
সারাদিন -সারারাত,
কিন্তু সেই অদৃশ্যমান আমাকে
দেখতে পাবে না কেউ।
হঠাৎ যেদিন বয়েস আটকে যাবে,
সেদিন তোমার হাত ধরে হাঁটার জন্য
তিপ্পান্ন সপ্তাহ অপেক্ষা করবে না কেউ,
তোমার মতে-অমতে হয়তো হাতটা টেনে নেবে কেউ।
হঠাৎ করেই বয়েস আটকে গেলে
ভালোবাসি ভালোবাসি বলে
তোমায় বিরক্ত করবে না কেউ।
হঠাৎ একদিন বয়েস আটকে গেলে,
ভুলে যাবে এই পৃথিবী চিরতরে আমায়,
ধোঁয়া উঠা কোনো ব্যস্ত চায়ের কাপে আমাকে ভেবে,
দু'ফোঁটা নোনা জল হয়তো গড়িয়ে পড়বে তোমার চিবুক ভাসিয়ে।
হঠাৎ করেই বয়েস আটকে গেলে,
আমাকে আর চোখের সামনে দেখতে হবে না,
অতি ভয়ংকর কলুষিত এক অস্তিত্ব থেকে
মুক্ত হবে এই পৃথিবী।
ফকিরাপুলের ব্রীজের নিচে
রফিক চাচা কেঁদে সারা হবে,
সাইন্সল্যাবের কাশেম মামা,মতিন মামা
হয়ত কাউকে জিগ্যেস করবে বন্ধুদের,
মামা হ্যাংলা মতন ছেলেটা কই?
হঠাৎ করে বয়েস আটকে গেলে
শত মানুষের হৃদয় ভাঙবে -
হয়ত সমবেদনা হবে কারো কারো মনে।
পাগলের মতো হয়ত কাঁদবে কিছু মানুষ।
হঠাৎ করে বয়েস আটকে গেলে
তোমায় দেখার সন্ধিক্ষণের জন্য
আমার আর ছাদে বসে তারা গুণবো না।
সেই তারা গোণার মাঝেই-
হঠাৎ একদিন সত্যি সত্যি বয়েস আটকে গেলো,
সেই বাঁধা তোমার চোখের দু ফোটা জলকে আটকে রাখতে পারলো না।
কারণ,ততদিনে জল অনেক দূর গড়িয়েছে !
স্কেচ ক্রেডিট - অর্পা
©somewhere in net ltd.