নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

জীবন ১০১

২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৯

প্রেক্ষাপট ০১: এক বন্ধু ল্যাপটপ কিনছে। কম্পিউটারের কনফিগারেশন তেমন ভালো না,ওরে উর্কিস পচানি দিলাম, জিগ্যেস করলাম বাজেট কত? যে বাজেট বললো তাতে আরও অনেক ভালো ল্যাপটপ পাইতো বলে আবার পচানি দিলাম। মুখ কালো করে বললো "বাসায় কোনোদিন কারো কম্পিউটার ছিলোনা,আমি এসব কি বুঝি? "

শানে নুযূল : লাইফে যতটুকুন ফিন্যান্সিয়াল প্রিভিলেজ পাওয়া যায় ওইটাই আশীর্বাদ। আমাদের সোসাইটিতে আমরা শুধু সাকসেসফুল মানুষের কাহিনি শুনি,প্রচার করি।কখনো শুনবেন না লোয়ার ক্লাস বা মিডেল ক্লাস ১০০ টা ছেলে স্ট্রাগল করে হারতেছে সেটার গল্প কেউ শোনায়,ওই একটা মানুষ উঠে আসলে সেটার দামামা বাজে এটলিস্ট কতক বছর।মুদ্রার দুইপিঠের গল্প সামনে আসা দরকার।

প্রেক্ষাপট ০২ : এক জুনিয়রের প্রেমে সমস্যা। পসেসিভ রিলেশনশিপ আস্তে আস্তে পূর্ণ এবিউসিভ হইয়া গেলো, জিগ্যেস করলাম "ছাড়স না ক্যান? " বললো ভাই ব্ল্যাকমেইল করে, ডাবলিং করতেছে সেম টাইমে আমাকেও রাখতে চায়।ভয়েস রেকর্ড পাঠাইছিলো, উর্কিস গালি দিচ্ছে। পরেরদিন আবার গালি দেয়াকে জাস্টিফাই করতেছে বলতে গেলে গায়ের জোরে।

শানে নুযূল - একজন বলছিলো সেল্ফ অবসেসড মানুষ নিজে যাই করুক সেটাকেই জাস্টিফাইড মনে করে।জিনিস কিঞ্চিত বাদে পুরাটাই সত্যি। আর এ মানুষগুলা দেখবেন ঘুরায়ে পেচায়ে আপনাকেই কালপ্রিট বানাবে।সুস্থ মানসিকতা আর সুস্থ সম্পর্কের চর্চা করেন। নিজের কথা বাইরে অন্যের কথা চিন্তা না কইরেন, এটলিস্ট শুইনেন। কোথায় যেন শুনছিলাম " আমি আমার ইচ্ছা তোমার উপরে না চাপিয়ে, তোমার সম্মতি আমার ইচ্ছায় আনিবো" এটাই গেবন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.