![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুতুম প্যাঁচার কটা টিকি ছিলো?
জোড়া শালিক দেখলে আদতে কি মঙ্গল হয়?
কি যেন রোজকার ট্র্যাফিকে বসে,
জীবন থেকে তোকে হারানোর ভয়!
দক্ষিণমুখী রাস্তাটা কি চোরাগলি?
তোকে নিয়ে ঢুকে পড়তাম হুট করে,
চাঁদ চেনাতো আলোর নিশাবলী
না পেতাম দিশা হাঁটতাম হাত ধরে!
এ যুগের সব খুব বেশি মর্ডান,
প্রেমগুলোতো মোটে ক্ল্যাসিক নয়,
সংকট আর দোটানায় পস্তায়ে
জীবন থেকে তোকে হারানোর ভয়।
ক্ল্যাসিক না হয়ে যদি মধ্যযুগ,
দেবদাস হয়ে নাকি স্বর্গসুখ?
পার্বতী তবু একটুকু কেঁদে মরে,
তুই কি আমার সবটা দুঃখ হবি!
মাথার হয়েছে বড্ড ভীষণ ব্যামো
রোজ রাতে স্বপ্ন, দেখায় তোকে নিয়ে-
বলে ব্যাটা জীবন তো একটাই
বামন হয়ে চাঁদকে করবি বিয়ে!
মোটে ওসব শুনে আমি দিশাহীন
হুট করে দেখি বিজয় সরণির জ্যামে
বাসে বসে চোখ লেগে এলো যেই
জীবনযুদ্ধ গেলো অনেকটা থেমে।
ক্ল্যাসিক প্রেমে দুঃখ আসবেই
চোখ মুছে ঠিক হেসে তাকাবো দু'চোখে,
ক্রাইসিস আর দুঃশ্চিন্তা পড়ে রয়-
তবু এই দ্বিধাগ্রস্ত সারা শহরে -
জীবন থেকে তোকে হারানোর ভয়।
ভয়টা ভীষণ আঁকড়ে ধরে রোজ
আকাঙ্খা আর প্রাপ্তির বেশ অমিলে,
চোখ বুজলেই আসমান ভেঙে পড়ে,
অচেনা শহরে করি বসে তোর খোঁজ!
বিধাতার মন বোঝাটা কি অসম্ভব!
তোকে কাছে পাওয়া যদি আদতেও হয়,
জীবনের এই সাদাকালো পর্দায় -
চোখ মেললেই তোকে হারানোর ভয়।
জীবন থেকে তোকে হারানোর ভয়
রাত ১১ঃ৫৩
১৫ মার্চ, ২০২১.
©somewhere in net ltd.