নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিবেদিত প্রাণ

Not to be a leader.. But make a real leader.

নিবেদিত প্রাণ

Not to be leader .. But make a real leader.

নিবেদিত প্রাণ › বিস্তারিত পোস্টঃ

::খাঁটি মধু চেনার উপায় !::

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:০০





খাঁটি মধু সম্পর্কে নিশ্চত হওয়ার সবচেয়ে ভাল উপায় যদি আপনি নিজে উপস্থিত থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে আনতে পারেন। কিন্তু সেই সুযোগ ক'জনেরই বা আছে।



তাই আসুন জেনে নিই কিছু সহজ পরীক্ষা যার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন মধুটি কি খাঁটি নাকি নকল।



১. এক টুকরা কাগজের মধ্যে কয়েক ফোঁটা মধু নিন। তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন। পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেসে তবে তা খাঁটি মধু। আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে মধুতে ভেজাল আছে।



২. মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন। খাঁটি মধু জমবে না। ভেজাল মধু পুরাপুরি না জমলেও জমাট তলানী পড়বে।



৩. এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মধু নিন। খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন। যদি মধু পানিতে পুরাপুরি দ্রবীভূত হয়ে যায় তবে তা ভেজাল মধু। আর মধু যদি পানিতে ছোট ছোট পিন্ডের আকারে থাকে তবে তা খাঁটি মধু।



৪. একটুকরা সাদা কাপড়ের উপর সামান্য পরিমাণ মধু নিন এবং এবং কিছুক্ষন পর কাপড়টি ধৌত করুন। ধোয়ার পর কাপড়টিতে যদি কোন দাগ থাকে তবে মধুতে ভেজাল আছে। আর যদি কোন দাগ না থাকে তবে মধু খাঁটি।



Anything else???

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

কাজী দিদার বলেছেন: তাই

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

ভিটামিন সি বলেছেন: নাথিং ইলস। বাট দিস প্রোডাক্ট ইজ রি-পাবলিসড বাই দিস পাবলিশার। বাই দ্যা ওয়ে, গুড থিংস মেনি টাইমস পাবলিশ অলসো নো কমেন্টস।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

ব্লকড বলেছেন: ও মধু ও মধু নামের কি জানি একটা গান শুনেছি পাশের বাসায় আপনারে উৎসর্গ করলাম । :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

বেকার সব ০০৭ বলেছেন: পুরাতন পোস্ট কার পরেও ++++++++++++++++++

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮

মুদ্‌দাকির বলেছেন: ভালো ++ আগেও পড়েছিলাম কিন্তু ভুলাগেছি

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ৫. সিগারেটের প্যাকেটের ভিতরের আন্তা (যেটা জিল জিল করে) সামান্য অংশ মধুতে ডোবান। এবার ঐ অংশ আগুনে পোড়ান। যদি পুড়ে যায় তবে খাটি মধূ।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

সুমন কর বলেছেন: আগের পোস্ট। মনে হয় পত্রিকায় ছেপেছিল। উৎস দিলে ভাল হতো।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:০১

জোৎস্নাআলো বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

খাঁটি মধু ডটকম বলেছেন: এই পরীক্ষা গুলো সঠিক নয়। বিস্তারিত জানতে মধু বিক্রেতা আলামিন এর ইউটিউব চানেল দেখতে পারেন ==< Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.