নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ-নামিকা

অজান্তে কনকলতা

মোঃ মাসউদ িবন িসরাজ

ভুলিনি তোমায় ....

মোঃ মাসউদ িবন িসরাজ › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজার ঘটনা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

রানা প্লাজার ঘটনা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড।

১. সেনাবাহিনী জড়িত থাকলেই যেকোন কাজই সর্বোচ্চ সাধ্যমতো হচ্ছে বলেই বিশ্বাস করে সরলমনা বাঙালী। কিন্তু ১৫ঘন্টা পরেও যদি কংক্রীট কাটার আধুনিক প্রযুক্তি বা পর্যাপ্ত অক্সিজেন সেখানে না পৌছায়, সে ব্যর্থতা কার?

২. কোন প্রকার জ্বালানী বা কাচামালের মুল্যবৃদ্ধি হলে বি.জি.এম.ই.এ-র বোদ্ধার চাপাবাজি গলা ফাটায়। আগের দিন বিশেষজ্ঞ দল ভবনটি সিলগালা করার পরেও কেন কারখানা খোলা রইলো। বি.জি.এম.ই.এ-র বোদ্ধারা কোথায়।

৩. স্পেকট্রাম এবং তাজরীন ফ্যশনে অগ্নিকান্ডের মতো ঘটনার যথাযথ বিচার হলে রানা প্লাজার মালিক সোহেল রানার মতো রক্ত পিপাসুরা এভাবে খেলার সাহস পেতনা।

৪. যুবলীগের নেতা হওয়ার সুবাদে মাসুদ রানা পার পেয়ে যাবে, যেভাবে পার পেয়েছিল মির্জা আজমের ভায়রা তাজরীন ফ্যশনের মালিক দেলোয়ার। গার্মেন্টস মালিকরা পেয়ে যাবেন বীমার টাকা(যা তার ক্ষতির প্রায় তিনগুন)। শ্রমিক নেতৃত্বের দালাল সেলিনা খান এবং মোশরেফা মিশু-রা প্রভুদের থেকে মোটা অঙ্কের দালালী পাবেন কিন্তু ফুলী, হনুফা আর মফিজ-রা কি পায় মৃত্যু ছাড়া? কি পায় তাদের পরিবার?

৫. এই ধরনের হত্যাকান্ডের বিরূদ্ধে সোচ্চার হওয়ার এটাই সময়। নয়তো কাল আপনি বা আপনার কাছের কেউ হয়তোবা এই শুকরদের শিকারে পরিনত হবে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.