নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

কাকতাল: ঢাকার কেন্দ্রীয় কারাগারে জন্ম নেয়া একটি ব্যান্ড !

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫৪



মে মাসের ১৫ কী ১৬ তারিখের এক রাত ।

মনটা প্রচণ্ড খারাপ হয়েছিল । যদিও কোন কালেই আমার মন ভালো থাকে না , সবসময় বিষণ্ণতা আর বিমর্ষতা আমাকে তাড়া করে বেরায় । তো সেদিনও আমি বিপর্যস্ত এমন নেতিবাচক আবেগ নিয়ে । সেসময় ইউটিউবে স্ক্রল করতে গিয়ে একটা নতুন ব্যন্ডের গানের সাথে পরিচিত হই । গানের নাম হলো “আবার দেখা হলে” । প্রথম সুর শুনেই গানটা বেশ মনে ধরলো । সাইকেডেলিক একটা সুর , যা সবসময় আমার পছন্দের । তো শুনে ভালো লাগাতে আমি এদের আরও গানের খোঁজ করলাম আর পেয়ে গেলাম “কাতর” নামের তাঁদের আরেকটি গান । খুব কম গান আছে যেসব গানে আমি কেঁদেছি , সম্ভবত একমাত্র এই কাতর গানটি শুনে আমি অঝরে কেঁদেছি !


যে ব্যান্ডের নাম বলছি তা হলো কাকতাল আর শুনে অবাক হবেন এই ব্যান্ডের জন্ম ঢাকার কেন্দ্রিয় কারাগারে !


২০১৮ সালে মিথ্যা মামলায় ৭ বছরের সাজা পাওয়া এক যুবকের মাধ্যমে আরও কিছু কারাবন্দীকে নিয়ে গঠিত হয় কাকতাল নামের এই ব্যান্ডটি । সেই সময় কারাগার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে কারাবন্দীদের মধ্যে সৃজনশীল কাজের মধ্যে নিয়োজিত করা । সে সময় কিছু বাদ্যযন্ত্র কারাগারে আনা হয় । ধীরে ধীরে বাদ্যযন্ত্রের পরিমাণ বৃদ্ধি পায় । এই সময় আসিফ কারাগারেই তৈরী করে “মননচর্চা” নামের একটি সংগঠন । যাদের কাজ হলো কারাবন্দীদের মধ্যে বেশি করে সৃজনশীল কাজের প্রচার ও কারাবন্দীদের সুষ্ঠু মননচর্চার ভেতর দিয়ে সংশোধানয়ন করা । আর এরই ফলপ্রসূতে জন্ম নেয় কাকতাল ।


আসিফ

আসিফ ২০২১ সালে কারামুক্তি পায় । এরপর স্বাধীনভাবে যাত্রা শুরু করে কাকতাল । তবে মজার ব্যাপার হলো আসলে এই ব্যান্ডের কোন লাইন আপ নেই । কারণ কারাগারে যারা ছিল তারা হয় কেউ সাজামুক্তি পেয়েছে কেউ পায়নি । তাই এই ব্যান্ডে স্থায়ী সদস্য একজন আর সে হলো আসিফ !

এই ব্যান্ডের গানগুলো শুনলেই বোঝা যায় যে গানের কথাগুলো হলো ছিটকে পড়া মানুষদের আবার ফিরে আসবার গান । কিংবা বলা যায় আবার ঘুরে দাঁড়ানোর গান । যা গেছে তাকে আর না জড়িয়ে যা আছে তাকে জড়িয়ে ধরে বাঁচবার গান । কাকতালের অনেক গানকে স্বাভাবিকভাবেই প্রেমের গান বলে মনে করা হয় আসলে তা নয় । এই যেমন ধরা যাক আবার দেখা হলে গানটি । এই গানটি আসিফ লিখেছে আবার যদি প্রিয় মানুষদের সাথে যারা জেল খানার বাইরে আছে কিংবা ভেতরে আছে তাদের সাথে দেখা হয় তবে যেন সেই আগের মতই টানটা থাকে । অনবদ্য এক গান । এছাড়াও তাদের কাতর গানটিও ছিটকে পড়া মানুষের আবার ফিরে আসা , আবার নিজের সৃজনী শক্তি দিয়ে ঘুরে দাঁড়ানো ও এগিয়ে যাবার কথা বলা আছে ।


এটা সত্যিই প্রশংসনীয় কাজ যে, আসিফের মত এক যুবক যে মিথ্যা মামলার আসামি আবার একই সাথে দণ্ডপ্রাপ্ত । কিন্তু দমে না গিয়ে বরং কারাবন্দী অপরাধী যারা আছেন তাদের কীভাবে আবার তথাকথিত সমাজচ্যুত থেকে আবার সমাজাধীনে নিয়ে আসা যায় এবং কীভাবে আবার তাদের সামাজিক মানুষ করা যায় ও অপরাধ জগত থেকে ফিরিয়ে আনা যায় তাই নিয়ে কাজ করে গেছেন । কারাবন্দীদের নিয়ে গান করেছেন , তাদের ভাবনা প্রকাশের সুন্দর মাধ্যম শিখিয়েছেন , নিজেকে প্রকাশ করবার ও ভাববার জন্য তিনি সুন্দর উপায়টাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছেন । এই পথ ধরে হয়তো বিরাট কিছু হবে না । কিন্তু আইনি শাস্তি পাওয়া মানুষগুলো নেতিবাচক চিন্তা নিয়ে বখে না গিয়ে বরং আবার বাঁচবার ও একই সাথে সুন্দরের পথে আসবার চেষ্টা করবে, এটা কী কম ?


কাকতালের কোন অ্যালবাম নেই তবে ইউটিউবে এদের অনেক গান আছে সেসব থেকে কয়েকটি এই পোস্টে যুক্ত করে দেয়া হলো । আমন্ত্রণ রৈল আপনাদের তাদের গান শুনবার !


কাকতালের জন্য শুভকামনা রৈল । আমি আশাবাদী একদিন তারা পাথরের বুকে মৃদু স্পন্দন তারা খুঁজে পাবেই পাবে আর সেটা গানের মধ্য দিয়ে !!



বিশেষ কৃতজ্ঞতা: সহব্লগার ও বন্ধু অধীতিকে , তার থেকেই আমি কাকতালের এই কারাগারের ঘটনাটি জানতে পাই !!






মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৭

হাসান মাহবুব বলেছেন: এদের একজনকে আমি চিনি। আমার একজন ছোটভাই।

আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীরঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
‘বাড়তে দাও বুনোঝোঁপের মত করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আবার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে”
সকালের আলোতে ঘাসভরা সবুজে
হামাগুড়ি, গুড়োগুড়ি, গরাগরি খেতে দাও
কুয়াশার ধোঁয়াশায়, ভয় পেয়ে হারালে
খুঁজে নিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খাও

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এদের একজনকে আমি চিনি। আমার একজন ছোটভাই।

এদের ব্যান্ডে তো কেউই তেমন স্থায়ী না । তবে এটা ঠিক কাকতালের পরিসর ব্যাপক । আর একদম অন্যরকম একটি ব্যান্ড !!

আর যে গানটি দিলেন ওটার নাম চরকি এটাও কারাগারে বসে লিখা !!

ধন্যবাদ, আমার পোস্টে প্রথম মন্তব্য করবার জন্য !!

২| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৯

শেরজা তপন বলেছেন: তিনটা গানই শুনলাম চমৎকার গেয়েছে কাকতাল। তবে খানিকটা অঞ্জন দত্তের ঢঙ্গে তাদের গাওয়া গান।
এই প্রথম এদের নাম শুনলাম শেয়ার করার জন্য ধন্যবাদ

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ কাতর গানটা অঞ্জনের ধাঁচে করা । আসলে অঞ্জন লিরিক্যাল ভিত্তিতে গল্প বলার ঢংয়ে গান করতো যা এরাও করে । এই ধাঁচের কাজ এখন বাংলাদেশে বেশ করে হচ্ছে । আর এই সব গানে বাজনার প্রভাব কম থাকে !! তাই জনপ্রিয়তা বেশি !!


ধন্যবাদ ভাইজান শুনবার ও মন্তব্য করবার জন্য ! কাকতালের গোলকধাঁধাঁ নামের আরেকটি গান আছে চাইলে শুনতে পারেন !!

৩| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যতিক্রমী এবং খুব ভালো একটা উদ্যোগ জেল কর্তৃপক্ষের।

গানগুলি শোনার পরে আবার মন্তব্য করবো।

প্রেমে পড়লে মন ভালো থাকে। কোন ওষুধ ছাড়াই মনে আনন্দ বিরাজ করে সর্বদা।

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ আসলেই খুব ভালো একটি উদ্যোগ !

আর হ্যাঁ সৃজনশীলতার প্রেমে পড়লে মন আলাদা এক আকার পায় !!

৪| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সৃজনশীলতার প্রেমে পড়তে বলি নাই। অনেকের কাছে নগ্ন নারীর ছবি আকাও সৃজনশীলতা। এগুলি মানুষকে বিপথে নিয়ে যায়। আপনার চেয়ে কম বয়সী কোন মেয়ের প্রেমে পড়তে বলেছি। তবে বেশী বয়সী হলেও সমস্যা নাই। :) আপনাকে পেলে পুষে মানুষ করতে পারলেই হোল।

বেহেশতে হজরত আদম (আঃ) নিসঙ্গ থাকতে থাকতে আপনার মত অবস্থা হয়েছিল। মাওলানা রুমির কবিতা পড়ার পরেও ওনার মনে শান্তি আসছিল না। তখন উনি আল্লাহর দরবারে একজন সঙ্গী চান। আল্লাহ বুঝতে পারেন যে আসল রোগ কোথায়। তাই একজন নারীকে ওনার প্রশান্তির জন্য তৈরি করে দেন।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
হাহাহাহাহাহা ,

প্রেমে পড়লেই তো বিষন্নতা বাড়ে । প্রেম আর ওসিডিকে এক মনে করেন অনেকে । কী দরকার ঝামেলায় যাওয়া ? আর প্রেমে পড়লে তো তা এক পাক্ষিক !! প্রেম তো আর করা হবে না । তাই যেমন আছি তেমনই ভালো , না হলে আবার আদমের মত বিপদে পড়তে হবে !

৫| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: কালচারাল থেরাপী বলে একটা জিনিস আছে যা অপরাধীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে অনেক অপরাধী অপরাধ থেকে ফিরে আসে।

নাইজেল আক্কারাও তেমনই একজন।

কাকতাল এর নাম কখনও শুনিনি তবে একটু পরে গানগুলো শুনবো। কাকতাল নামটা খুব প্রাসঙ্গিক হয়েছে। কাকতালীয়ভাবেই দেখা হয়ে গিয়েছিলো তাদের।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ , এই পদ্ধতিটির নাম আগে শুনেছি । আর এখন ব্যবহারিক দিক দেখলাম !!

নাইজেলের সিনেমা দেখেছি । তবে সে যে আলোকিত মানুষ এইটা জানতাম না !!

ধন্যবাদ তোমাকে আপা !!

৬| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: Click This Link target='_blank' >তুমি আমাকে একজন গায়কের গল্প শুনালে এইবার একজন নায়কের গল্প শোনো-

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা !!

৭| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০

শায়মা বলেছেন: Click This Link

এটা লিঙ্ক

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপা !

তবে তোমার পোস্টে আমি লাইক দেবো না আমার পোস্টে দাওনি তো তাই হাহাহাহাহাহাহাহাহা !!

৮| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
গানের কথা ও সুর মনোরম।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ , এইজন্যই তো এরা দিন দিন জনপ্রিয় হচ্ছে !!

৯| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৬

বাকপ্রবাস বলেছেন: অপিষ শেষে শুনব, ভাল পোষ্ট

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সন্ধ্যায় শুনিয়েন , মন ভালো হয়ে যাবে !! ধন্যবাদ বদ্দা !!

১০| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২২

ডার্ক ম্যান বলেছেন: বলিউডে একটা সিনেমা আছে। লক্ষ্ণৌ সেন্ট্রাল

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি আসলে বলিউড মুভি দেখি না । তেমন একটা ভালো লাগে না ! জানানোর জন্য ধন্যবাদ দেখি দেখা যায় কিনা !!

আপনার দেখা নেই বেশ কদিন ধরে , আছেন কেমন ??

১১| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪০

ইসিয়াক বলেছেন: গানগুলো ভালো লাগলো।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ , একটা আলাদা আবেগ আছে ওদের গানে ।

মাঝে মাঝে মনে হয় ওরা আপনার মতই অভিমানি !

ভালো থাকবেন ভাইজান সবসময় !!

১২| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৪

এইযেদুনিয়া বলেছেন: ইনফরমেটিভ পোস্ট। পোস্টে +++ ।তিনটা গানই দারুণ লাগলো। একতু অঞ্জন দত্ত প্রভাব আছে মনে হচ্ছে।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা ,

হ্যাঁ অঞ্জনদত্তের ভাব আছে সেটাও আবার মনে হয় কেবল কাতর গানটিতে !

১৩| ১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তো কী দেখলেন আর জানলেন , সেটাও জানিয়ে যান !

১৪| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে ব্যতিক্রমী ক্রিয়েটিভিটি।

১৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেমন আছেন ভাইজান ?

হ্যাঁ তাই , এটাকে বলা যায় নিজেকে আবার ফিরে পাবার উপায় !!

১৫| ১৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানগুলি ভালো লাগলো। নতুন ধরণের গান।

১৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একেবারেই নতুন এটা বলা যাবে না ।

অঞ্জনদত্তের একটা গান আছে " আকাশ ভরা সূর্য তারা " নামে এছাড়াও আছে "বন্যার জলে বহরমপুর ভাসছে" এগুলও এমন ধাঁচের গান । আর অ্যাবস্ট্রাক্ট লিরিক্স এই দেশে অনেক আগে থেকে ব্যবহার করা হয়েছে । আর্টসেল মাত্রাতিরিক্ত ব্যবহার করেছে । সে যাক আসলে গানগুলোতে বাজনার প্রভাব একেবারেই কম যাও বা আছে তাতে আহামরি কিছু নেই এটাই হলো এদের বিশেষত্ব !!

ধন্যবাদ গানগুলো শুনবার জন্য । আচ্ছা আপনার ছেলে তো বেশি ছোট নয় আমি ভেবেছিলাম বেশ ছোট , নাহ্ আপনাকে অসুরমার্কা শ্বশুর বানাতেই হবে দেখছি !!

১৬| ১৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৭

রানার ব্লগ বলেছেন: বাহ !!!!!

১৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহ্ , এক শব্দেই অনুভূতি প্রকাশ !!

ধন্যবাদ অগ্রজ । গানগুলো শুনে দেখবেন !! ভালো গানগুলো !!

১৭| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১১

মিরোরডডল বলেছেন:




সত্যিই নির্ব গান শুনে কান্না করে?

কারাগারে এতো চমৎকার একটা ব্যান্ডের জন্ম ভাবতেও ভালো লাগে।
পেছনের গল্পটা শেয়ার করার জন্য থ্যাংকস।
যে কয়টা গান শুনেছি, এদের গানের কথা, স্মুদনেস, ভোকাল সবকিছুই ভালো লেগেছে।

মিথ্যা মামলায় একজন মানুষের জীবনের মূল্যবান সময় জেলে কেটে গেলো।
যাদের জন্য তার জীবন থেকে সাতটি বছর নষ্ট হয়েছে, তাদের কোন সাজা হবে না?




১২ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ আপা এই গানটা শুনে কেঁদেছি আমি । আমি অঞ্জনের আরেকটি গান " আকাশ ভর সূর্যতারা " এই গানটা যে কীভাবে বুকে লাগে বলে বোঝাতে পারবো না । আবার ইরানি আরেকটি মেটাল গান "ফারিয়াদ কোন" নামে এটা শুনেও কেঁদেছি ।


ধন্যবাদ আপা, এই ব্যন্ডটার জন্মকথা জেনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম , কী সুন্দর করে হতাশার মধ্যে আরেকটি সুন্দরের জন্ম হলো ।

না আপা হয়তো হয়েছে অথবা হয়নি । হয়তো সে ক্ষমা করে দিয়েছে হয়তো না । জানা যায়নি এসব । তবে এই সাত বছরে সে কিন্তু সহস্র সুন্দরের জন্ম দিল আপাতত নাহয় এই নিয়েই আমরা ভাবি , যদিও এটা অন্যায় আমি জানি ।

তোমার দেশে কী বৃষ্টি হচ্ছে ? বৃষ্টির শব্দ তোমার ওখানে কেমন শোনায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.