নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

একটি সুইসাইড নোট : ভালো থেকো !!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০




অতঃপর সময়ের জন্য আর অপেক্ষা না করে
ছাদ থেকে নেমে আসা মোটা দড়িটার কোলে
ঝুলিয়ে দিলাম আমার অবাঞ্চিত শরীরটিকে
তোমাদের সহস্র গ্লানি থেকে মুক্তি দেবার জন্য ।


শত শত প্রতিক্ষার রাত্রিকে ছুটি দিয়ে
নিয়তিকে আর তাগাদা না দিয়ে
এবং নিতান্ত ছাপোষা কিছু দগদগে প্রাপ্তি নিয়ে
মৃত্যুদূতের শ্রমকে লাঘব করে , আমি পাড়ি দিলাম অনন্ত বিবরে ।


চুকিয়ে দিলাম এই পৃথিবী ও প্রকৃতির সাথে সমস্ত লেনাদেনা ।

আর তাই জানিয়ে দিচ্ছি ,


ভালো থেকো
ভালো থেকো আমার ফেলে আসা সুন্দর ক্ষণ
অভিমানি মন
প্রিয় ও অপ্রিয় সকল জন
এবং সুসময়ের মলয় পবন ।


ভালো থেকো.

ভালো থেকো প্রেয়সি আমার
অন্য পুরুষের লোমশ বুকে সতী সহধর্মিনী হয়ে
ভালো থেকো আমার বন্ধুবর
অন্য কারও সুসময়ের সারথি হয়ে
ভালো থেকো ।


ভালো থেকো আমার সব প্রার্থনা
যা পৌঁছায়নি খোদার আরশে
ভালো থেকো আমার সব আশা
যা ঠিকানা খুঁজে পায়নি জীবন পথে ।

ভালো থেকো ।

ভালো থেকো ,
ভালো থেকো অনিবার্য নিয়তি
আশ্বাস নামক উপহাস
জীবন ও যৌবন
এবং আমার আত্মজ কবিতা ও বিশ্বাস !


আর ভালো থেকো
আমার পেন্ডুলাম শরীর
ও তোমাদের সকল মেকী ভালোবাসা ।


এতদিন ভালোবাসাতে যত কৃপণতা
আপাতত এখন আমাকে ঘৃণা করতে
কার্পণ্যে যেন ঢাকে না তা !!


রচনাকারীঃ নিবর্হণ নির্ঘোষ !

মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবা! সব মারাত্মক কথা বার্তা। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহা ।

আমি ভেবে রেখেছি ভাইজান যদি কখনও আত্মহত্যা করি তো এটাই হবে আমার সুইসাইড নোট !!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন:
যখন অনার্সে ছিলাম, আত্মহত্যার চিন্তাটা প্রকট ছিল। এরপর যত দিন গেল মন শক্ত হয়ে উঠল। মৃত্যুচিন্তাকে প্রশ্রয় দিই না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ আমারও তখন ছিল । মাঝে মাঝে এখন প্রকট হয় আবার হারিয়ে যায় !! মৃত্যুচিন্তাকে প্রশ্রয় না দিলেও মৃত্যু কিন্তু আমাদের প্রশ্রয় দেয় না !!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

মিরোরডডল বলেছেন:




নির্ব সামনে কখনও কাউকে আত্মহত্যা করতে দেখেছে?

যদি দেখতো, তবে জানতো how does it feel!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি জানি এর অনুভব কেমন ! কারণ আমি কয়েকবার এর সাক্ষী হয়েছি । এর সংখ্যা কম নয় । আমি জানি ঠিক মরবার আগে ওদের মনোঃজগতে কী চলে !!

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: অভিমানী ফেরারী মন। ভালো হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান ,

এক বসাতে লিখে ফেলেছি পুরোটাই ! একদম হরবর করে লিখেছি !!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মিরোরডডল বলেছেন:




কবিতাতো লিখেছে একটা সেইরকম সুন্দর!
পোষ্ট দিয়েই হাওয়া হয়ে গেলো যে!

তাহলে কি ধরে নিবো দড়ি খুঁজতে গেছে?
না পেলে জানাবে, পাঠানোর ব্যবস্থা করবো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা ,

যাক এই প্রথম তোমার কোন কবিতা ভালো লাগলো !!

আপা, মানুষকে সুদিনের দিকে টেরে ধরবার মত কোন দড়ি তোমার আছে ??

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৭

স্প্যানকড বলেছেন: কত ঝড়ঝাপটা গেল মরার ইচ্ছা জাগেনি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তবে আপনি অয়োময় !! ভালো থাকবেন বেরাদর !

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৭

ঢাবিয়ান বলেছেন: একদম ভাল লাগেনি। পোস্টে মাইনাস

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই যাহ্

এর আগে তো আপনার এমন একটা কবিতা খুব ভালো লেগেছিল । আজ একেবারে মাইনাস দিয়ে দিলেন ? হায়রে !!

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

শেরজা তপন বলেছেন: আবার ভ্যাজাল ট্যাজাল কইরেন না। সন্ধ্যের পর থেকে একটা লেখায় ব্যাস্ত ছিলাম পড়ার সময় পাচ্ছিলাম না।

@মিরোর আপু কি কাউকে সামনাসামনি আত্মহত্যা করতে দেখেছেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর ভেজাল ! আমি ঝুলে গেলে তো ভেজাল এমনিতেই শেষ । আর লেখাটা কবে পাবো । তাড়াতাড়ি শেষ করেন !!

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

মিরোরডডল বলেছেন:




ঝুলিয়ে দিলাম আমার অবাঞ্চিত শরীরটিকে
তোমাদের সহস্র গ্লানি থেকে মুক্তি দেবার জন্য ।


মনের স্বাভাবিক অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না।
মেন্টাল ডিপ্রেশন থেকে একটা অন্য লেভেলে চলে যায়।
সেই মুহূর্তে নিজের ওপর কোন কন্ট্রল থাকে না।

নিজেকে অবাঞ্চিত মনে করে। জীবনের কাছে আর চাওয়া পাওয়া নেই।
তার বেঁচে থাকা না থাকায় কারো কিছু যায় আসে না।
সো, কি হবে বেঁচে থেকে!

মনে করে এটাই একমাত্র মুক্তির পথ, যেটা খুবই ভুল ধারণা।
কিন্তু তার কাছে সেটাই তখন ঠিক মনে হয়।

একজন মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, ফ্যামিলি ফ্রেন্ডস সবার দায়িত্ব তাকে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনা।
প্রাইমারি স্টেইজ থেকে মনিটরিং করতে হবে যেনো সেটা এক্সট্রিম লেভেলে না যায়।


২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছো ।

তুমি কী এমন মানুষ দেখেছো যে ওসিডি কিংবা প্যারানইয়ায় আক্রান্ত কাউকে আত্মহত্যা করতে দেখেছো ? তাকে কীভাবে ফিরিয়ে আনবে ?

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

ডার্ক ম্যান বলেছেন: জীবনে কয়েকবার সুইসাইড নোট লিখেছিলাম। এমনকি এমন পদ্ধতিও বের করে ফেলেছিলাম যেভাবে সুইসাইড করলে কেউ কখনো সন্দেহ করবে না।
পরে সাহসে কুলায় না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এমনকি এমন পদ্ধতিও বের করে ফেলেছিলাম যেভাবে সুইসাইড করলে কেউ কখনো সন্দেহ করবে না।

কেন কেন ? সন্দেহ কেন ? বুঝলাম না ব্যাপারটা !!

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আলাই বালাই
ধইরা কিলাই ;)

ধুর মিয়া! আত্মহত্যা মহাপাপ জানেন না!
তায় আবার এত্ত সুন্দর কইরা নোট লিখার অনুপ্রেরণা দিলে
পুলাইপাইনতো নোটের চেতনায় না আবার আকাম কইরা বসে :P

হা হা হা

কোবতে ভালু হইছে।


২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই প্রথম আপনি আমার কবিতা পড়লেন । বাহ্ এটাও একটা পাওয়া । এটাই বা কম কিসের ।

পুলাইপাইনতো নোটের চেতনায় না আবার আকাম কইরা বসে

না না এমনটা হবে না নিশ্চিত । এই প্রজন্ম জীবন দেবার বেলায় কোন চেতনাতেই বিশ্বাস রাখে না ।

ধন্যবাদ অগ্রজ পড়বার জন্য । আপনি দয়া করে আপনার মেসেজ দেখবেন । আমি অধীর আগ্রহে আপনার রিপ্লাইয়ের জন্য বসে আছি !!

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

শেরজা তপন বলেছেন: প্রত্যেক মানুষই জীবনে এক আধবার আত্মহত্যার চিন্তা করে রে ভাই!!! :(
আর ভেজাইল্যা লেখা দিমু না। এখন থেকে খালি খট মটা কট কটা লেখা

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা ঠিক বলেছেন । প্রত্যেক মানুষই চায় জীবনের কোন না কোন সময়ে ।

আপনি কোনদিন ভ্যাজাইল্লা লেখা দিছিলেন ? আপনার বেশিরভাগ লিখাই তো খটমট । আমিও একটা খটমট লেখায় মন দিছি দেখি কদ্দূর যায়

ভালো থাকবেন ভাইজান । লিখার অপেক্ষায় রৈলাম !!

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:




@মিরোর আপু কি কাউকে সামনাসামনি আত্মহত্যা করতে দেখেছেন?

My apology, I can't discuss in detail.

But yes, I am a witness. But luckily as I saw it on time, I gave my best.
Thank God the victim survived but you can tell I was traumatized.

It is not easy to handle.

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সে কী এখন স্বাভাবিক জীবনে ফিরেছে ?

আচ্ছা ধরো আপা কোনদিন শুনলে আমিও একই কাজ করেছি কী প্রতিক্রিয়া হবে তোমার ??

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

মিরোরডডল বলেছেন:

মারা গেছে।



২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমি না বললে সারভাইব করেছে !!

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৬

মিরোরডডল বলেছেন:




আই মিন তখন মারা যায়নি as I mentioned, পরে ইন ফিউ ইয়ারস টাইম ওপারে চলে গেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দুঃখজনক ।

জীবন আসলেই কত্ত নির্মম আর জটিল !!

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৯

ডার্ক ম্যান বলেছেন: এমনভাবে সুইসাইড করতাম, কেউ বুঝতো না ঐটা সুইসাইড ছিলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বলেন কী । ধুরো ভাই , এইসব চিন্তা বাদ দেন ।

আপনি ভাই ভয়ংকর জিনিয়াস !!

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:




ইটস ওকে, এটাই জীবন।
গল্প, উপন্যাস, নাটক, সিনেমা এগুলো জীবনেরই গল্প।
জীবন অনেক নাটকীয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ কিন্তু এই জীবনটা রূপকথার মত নাটকীয় না !!

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

ৎৎৎঘূৎৎ বলেছেন: যে সুইসাইড করে সে ছাড়া আর বাকী সবাই জিতে যায়। সুইসাইডাল থট আসে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে। আমার প্রথম যখন এসেছিলো (২০১৫ থেকেই আসছে) তখন একটু শান্তি শান্তি লাগছিলো। মনে হয়েছিলো আলটিমেট সলিউশন এটাই। এরপর কিছু খারাপ মানুষ সম্পর্কে জানতে পারি চলতে চলতে। তখন থেকে একটা অদ্ভুত চিন্তা মাথায় আসতে শুরু করলো। এরা বেচে থাকবে আমি যে খাবার খাবো না তাতে ভাগ পাবে, পোশাকে ভাগ বসাবে। অথচ আমি ভালো মানুষ হয়ে লটকে পড়বো। এইডা কিছু হইলো? যখনই আসবে পুশ আপ দেয়া শুরু করবেন। সে যেই হোন না কেন। জীবন কুতসিত আর আনফেয়ার। মেনে নিলে একটু সহজ লাগে। বাচ্চাদের সাথে থাকুন, কুকুরদের খাওয়ান আর পুশ আপ দিন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পুশ আপ দেয়া ডাক্তারের নিষেধ আছে । আর পশুদের থেকে আমি দূরে থাকি তবে বাচ্চাদের সাথে মেশা হয় বেশ অনেকটা !

আপনার অনুভূতিটা অনবদ্য । কথাটা ঠিক , নচ্ছাড়ের দল এমনি এমনি সব লুটে যাবে তা হবে নাকি । কিন্তু আপনার কী মনে হয় না ঐ খারাপ মানুষগুলো আপনার অধিকার এমনিতেই নিয়ে নেবে তা সে আপনি থাকুন বা না থাকুন তখন কী করবেন ? আসলে তখন কী করবার থাকে ? আমরা যখন সবাই নির্বাক আর লস্কররা সবাক এবং আপনি একা , তখন আসলে কোন অনুপ্রেরণা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা যায় ?

আপনাকে ধন্যবাদ । এই অনবদ্য মন্তব্যের জন্য !!!

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি এসব কি কথা বলছেন বলুন দেখি। একদমই ভালো লাগছে না।
আপনার উদ্দেশ্য এই কবিতাটি শেয়ার করলাম। অনুরোধ রইলো ভাবনাটা একটূ নিচের কবিতাটির মতো করতে...


আর কোনোদিন হইনি এমন মর্মাহত – মহাদেব সাহা

এর আগে আর কোনোদিন আমি
হইনি এমন মর্মাহত
যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল,
অকস্মাৎ মনে হলো নিভে গেলো সব পৃথিবীর আলো
গোলাপবাগান সব হয়ে গেলো রুক্ষ কাঁটাবন।
সত্যি এর আগে আর কোনোদিন আমি
মর্মাহত হইনি এমন
যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক
ক্ষুধায় কাতর কেঁদে মরে,
তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও
তেমন আর সুখ কিছু নেই
ফুলের দোকানগুলি হয়ে গেছে অস্ত্রের গুদাম।

আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন
যেদিন প্রথম দেখি
ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে,
যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম
সেখানে লুকিয়ে আছে বিষধর সাপ, নদীর গভীরে
চোখ ফেলে দেখি এই জলে দূষণের বিষ, হাঙর-কুমির
তখনই দুহাতে ঢেকে মুখ বুঝলাম কতোখানি দুঃখী
এই কাছের পৃথিবী।
যেদিন প্রথম আমি আকাশেল দিকে চেয়ে দেখলাম
মেঘে বজ্র, ক্রূর ঘূর্ণিঝড়
অরণ্যে ভীষণ সব পশু, লোকালয়ে খুনী আততায়ী
তখনই আমার মনে হলো পৃথিবীর আলো অস্তমিত।
এর আগে আমি আর কোেেনাদিন মর্মাহত হইনি এমন
যেদিন প্রথম শুনি প্রেমিক অক্লেশে বসিয়েছে ছুরি প্রেমিকার বুকে
তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষবাস হবে না কিছুই।
এর আগে কোনোদিন এমন হইনি মর্মাহত
যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ঝরে বৃক্ষের শরীরে
নদীর নিকটে গিয়ে দেখি নেই তার বুকে এতোটুকু তৃষ্ণারও জল
তখনই বুঝেছি কতোটা নির্দয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী।
সত্যি এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত
যেদিন দেখেও তুমি চোখ তুলে ফিরে তাকালে না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ আপনি এত বিচলিত হচ্ছেন কেন ?

আজকে বিকেলে হাঁটাহাঁটি করবার সময় এই চিন্তাটা মাথায় এলো । আমি এমনিতেই নৈরাশ্যবাদী মানুষ । তাই এমন একটা কিছু লিখবার ইচ্ছা হলো । সাথে ভেবে দেখলাম এক কাজে দুই কাজ হলো এই আরকি !! আসলে আর কিছুই নয় !!

মহাদেব সাহার মত এমন চিন্তার কবিতা আমি লিখেছি বটে । তবে কেন যেন শেষমেশ আমার কবিতা আমার মতই হয়ে যায় ।

কবিতাটা পড়তে দেবার জন্য ধন্যবাদ ভাইজান । আমার খুব ভালো লেগেছে । ভালো থাকবেন সবসময় !!

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা হিসাবে ৪.৫/১০।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক টেনেটুনে পাশ করলাম ।

কিন্তু যদি ব্যাখ্যা করতেন কেন এত কম নাম্বার পেলাম !!

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

মিরোরডডল বলেছেন:




কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা হিসাবে ৪.৫/১০।

হা হা হা

নির্ব, you are disqualified to be suicidal.
So, no more try, okay?
Same goes to you ডার্ক ম্যান।

ফান করে বললেও, বিষয়টি ফান না।

ফ্যান্টাসি করার অনেক কিছু আছে।
সুইসাইড নিয়ে ফ্যান্টাসি না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা ,

না তো আমি টেনেটুনে পাশ করলাম । তবে হ্যাঁ মনে হচ্ছে ওনার এই নাম্বারিংয়ের জন্য মরতে হবে । উনি মানুষের অনুভূতিই বোঝে না এইভাবে নাম্বারিং করার লাগে এত সুন্দর কবিতাকে ? হাহাহাহাহাহাহাহা যাইহোক এটা মজা করেই বলা । তবে আমি সত্যিই উপকৃত হতাম ভুলটা জানতে পারলে । নিজেকে উন্নত করতে পারতাম !!


তুমি ডেথ মেটাল শোনো ? জানো আমরা যারা এইসবের ফ্যান তাদের কাছে এইসব কতটা জনপ্রিয় ?

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
প্রিয়/অপ্রিয় কাউকে সুইসাইড নোট এ ভাল থাকতে বললে সে কি এই দায় নিয়ে ভাল থাকতে পারে???

কবিতা হিসেবে বেশ ভাল, কিন্তু বিষয়বস্তু ভীতিকর।
প্লাস!

টিকে থাকুন,
অসামান্য ভাল থাকুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যে অনন্ত বিবরে হারিয়ে যাচ্ছে তার কাছে যে প্রিয় সে যদি তাকেও প্রিয় ভাবতো তবে তো আর এই নোটগুলোর জন্ম হতো না । আমরা আসলে প্রিয় বলে মানি কাউকে নিজের চেতনার গণ্ডি থেকে । আফসোস , আমাদের এই প্রিয় ভাবাটা তাদের কাছে অনেক সময় বিরক্তির উদ্রেককারী !


কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । প্লাসের জন্য ধন্যবাদ !

আপনিও নিজের সৃজনী দিয়ে সমৃদ্ধ করুন ব্লগকে ও এই পৃথিবীকে । ভালো থাকবেন সবসময় !!

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৮

অধীতি বলেছেন: বাহ্ সুন্দর কবিতা। সকাল সকাল মনটা ভাল হয়ে গেল। পেন্ডুলামটা নিয়ে একটু ঘুরে যান।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি নিশ্চিত পড়েছেন তো ?

এই কবিতায় মন ভালো হয়ে যায় ?

বলেন কী !

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহজ করে বলি, কবিতাটা পাঠ করে আনন্দ পাই নি। মনে হয়েছে লেখকের আবেগ অনুভূতিগুলো অতি মাত্রায় আরোপিত বা মেকি। কবিতা একটি উপলব্ধির বিষয় - সেই উপলব্ধির অভাব বোধ করেছি।

বিষয়বস্তু নির্বাচন করা একজন কবির স্বাধীনতা, সেই হিসাবে বিষয়বস্তু নিয়ে কোন বক্তব্য নেই। কবিতাটিকে চিড়িয়াখানায় বন্দী কোন বিষণ্ণ প্রাণীর মত লাগছে। কবিতার প্রেজেন্টেশনটা ভালো লাগে নি।

কলেজের দ্বিতীয় বর্ষে যে সকল ছেলেপেলে প্রেমে পড়ে ছ্যাকা খায়, তারা মাঝে মাঝে এক ধরনের আবেগ তাড়িত হয়ে কাঁচা হাতের কিছু কবিতা চর্চা করে, যার কিছু অংশ বা দুই একটা লাইন বেশ গভীর থাকলেও বাকি অংশ খুব একটা সুবিধার থাকে না। তরুণ হৃদয়ের হাহাকার বা অভিমান কে পাঠক কিছুটা সমবেদনার চোখে দেখে, ভালো বলে চালিয়ে দেয়, আপনার কবিতাটি হয়েছে অনেকটা তেমন।

তবে, আপনার কবিতার যে অংশটা ভালো লেগেছে, যার জন্য আপনি মার্ক পেয়েছেন সেটা হচ্ছে -

ভালো থেকো ,
ভালো থেকো অনিবার্য নিয়তি
আশ্বাস নামক উপহাস
জীবন ও যৌবন
এবং আমার আত্মজ কবিতা ও বিশ্বাস !


আর ভালো থেকো
আমার পেন্ডুলাম শরীর
ও তোমাদের সকল মেকী ভালোবাসা ।

- এই অংশটুকুই সুইসাইড নোট কবিতার মুল অংশ। বাকি সব অপ্রয়োজনীয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ ও সাধুবাদ যে আপনি অকপটে সবটাই বললেন বলে । এমন সমালোচনা দরকার অন্তত লিখালিখির প্রয়োজনে ও সাহিত্যের অগ্রগতির জন্য ।


এবার বলি , মানুষ যখন অভিযোগ অনুযোগ কিংবা নিজের ত্যক্ততা উগরে দেয় তখন সেটাকে তো কিশোর সুলভ বলেই মনে হয় । আমার কবিতাটাও হয়তো তাই বলে আপনার মনে হয়েছে ।

এই কবিতাটা আসলে আনন্দের জন্য না তবে এটাও স্বীকার করি এটা অত্যুচ্চ বোধের কবিতা নয় , তাই উপলব্ধি জাগানোর জায়গায় আমার ঘাটতি থাকতেই পারে । আর হ্যাঁ কবিতার প্রেজেন্টেশন হয় আবৃত্তিতে । আমি তো আবৃত্তি করিনি । আর যদি কবিতার আনুষঙ্গিক উপস্থাপনের কথা বলেন তো বলি আমি আসলে গতানুগতিক ধারা অবলম্বন করিনি । আমি তা করিও না তাই এমন হওয়াটা স্বাভাবিক।


পরিশেষে ধন্যবাদ যে সার অংশটুকু ধরে আপনি রেটিং দিলেন । তবে বলতেই হচ্ছে , আপনি যে অংশটুকুকে ঘিরে রেটিং দিলেন তা কিন্তু আর বাকী কবিতার পুরো অংশের সাথে আবহগত, বোধগত,বিষয়ীগত ও বস্তুগত সম্পূর্ণ মিল আছে । তাই আসলে ঐ অংশটুকুকেও আলাদাভাবে গুরুত্ব দিলে আপনি বাকী কবিতার বিপক্ষে যা বললেন তা কিছুটা ম্লান হয়ে যায় ।

ভালো থাকবেন আর কৃতজ্ঞতা জানবেন এই মন্তব্যের জন্য !!

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

করুণাধারা বলেছেন: Be positive!

নিজেকে হত্যার সাথে সাথে আরও অনেকগুলো মানুষের জীবনের শান্তি নষ্ট করে দেয়া হয়। যারা এই কাজ করে তাদের আমার মহা কাপুরুষ বলে মনে হয়। কবিতা হিসেবে এটাকে ভালো বলতে পারি, কিন্তু এর বক্তব্য ভালো লাগেনি। :(

এমন লেখায় লাইক দেবার প্রশ্নই আসেনা!! X(

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এমন লেখায় লাইক দেবার প্রশ্নই আসেনা!! X(

কিন্তু আপনি লাইক দিয়ে দিয়েছেন /:)


ধন্যবাদ আপা ,

আচ্ছা আপা কাপুরুষের সংজ্ঞায়ন কী হবে ? আমরা যদি বেঁচে থাকবার তাগিদে অন্যায় করি কিংবা হত্যাও করে বসি তাকে আমরা কাপুরুষ বলি না । কিন্তু এই একটি ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি । অদ্ভূত না ?

আমরা আত্মহত্যা প্রতিরোধে সোচ্চার অথচ যা কিছু মানুষকে এই পথে চালিত করে তার প্রতিকার , প্রতিরোধ কিংবা নূন্যতম প্রতিবাদ করতেও আমরা সোচ্চার নই । যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ হলে আমরা কী অমানুষ নই ? আমরাই কী তিলে তিলে অবহেলা করে করে এইসব বাড়াচ্ছি না ? প্রশ্নটা আপনার কাছেই রইল আপা ।

আমার এই বক্তব্যকে ঔদ্ধত্যতা বলে মনে করে তো আমাকে ক্ষমা করবেন ।

ভালো থাকবেন আপা । মন্তব্যের জন্য ধন্যবাদ , আমার লিখাটিকে কবিতা বলেছেন বলে এরজন্য আমার কৃতজ্ঞতা জানবেন !!

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫

শাওন আহমাদ বলেছেন: লিখেছেন ঢের ভালো, তবে আমি চাইনা কারো এমন মৃত্যু হোক।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক ধন্যবাদ শাওন ভাই । শুধু আপনি নন এমন মৃত্যু কেউই চায় না !! ভালো থাকবেন সব সময় !!

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

ডার্ক ম্যান বলেছেন: এখন আর সুইসাইড করার ইচ্ছে বা চিন্তা কোনটাই নেই

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না থাকাই ভালো বড় ভাই । আনন্দে বাঁচুন সব সময় !!!

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

আমি সাজিদ বলেছেন: বিষন্নতার গল্প ভালো লাগে না নির্ব।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বুঝতে পারছি ভাইয়া , কিন্তু এই পৃথিবীতে একদম সস্তায় পাওয়া যায় এই বিষণ্নতা । মানুষকে খুব আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে এই বিষণ্নতা , এমন কোন সময় বা স্থান নেই যেখানে এর ছায়া না পাওয়া যায় ।

২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান । ভালো থাকবেন সবসময় !!

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবি বা লেখকরা মানুষকে বাঁচতে শেখায়। হাজারো দুঃখ কষ্ট আর হতাশার মধ্যে থেকেও যে জীবনের তিক্ত স্বাদ নেয়া যায় সেটা তারা শেখায় তাদের লেখনীর মাধ্যমে। তাই লেখার মধ্যে হতাশার বদলে আশা কামনা করে পাঠকেরা।

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা। শোককে শক্তিতে রুপান্তর করতে শিখতে হবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ বলেছেন সাচু ভাই ।

তবে সব সাহিত্যিক আসলে তা শেখায় না । জীবনের খুব নির্মম দিকগুলো অনেকে টেনে আনে কিন্তু আশা জাগাতে পারে না এমন অনেকেই আছেন । আবার দেখুন আর্নেস্ট হেমিংওয়ে , যিনি কিনা ওল্ডম্যান এন্ড দ্যা সী - এর মত উপন্যাসের লেখক তিনি নিজেও হতাশ হয়ে চলে গেলেন । তাই আশা অনেক ক্ষেত্রে প্রবঞ্চনা । একজন সাহিত্যিককে কিন্তু নৈতিকতার ব্যাপারটাও ভাবতে হয় । যে নৈতিকতা মানুষ ও সাহিত্য কেন্দ্রিক !

আপনার বক্তব্যের শেষ কথাগুলোর সাথে আমি একমত ! তবে কেন যেন করা হয়ে উঠে না ।

পড়বার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন সবসময় !!

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৯

মিরোরডডল বলেছেন:




তুমি ডেথ মেটাল শোনো ?

একদমই না।

লেখক বলেছেন: পুশ আপ দেয়া ডাক্তারের নিষেধ আছে ।

কেনো?

লেখক বলেছেন: হ্যাঁ কিন্তু এই জীবনটা রূপকথার মত নাটকীয় না !!

রূপকথা সেতো শুধুই কল্পনায়।
বাস্তবতা নেই বলেই এটা রূপকথা।

জীবন আসলেই কত্ত নির্মম আর জটিল !!

জীবন আমার কাছে একটা বিস্ময়!!!!

আচ্ছা ধরো আপা কোনদিন শুনলে আমিও একই কাজ করেছি কী প্রতিক্রিয়া হবে তোমার ??

এরকম নেগেটিভ কিছু করাতো দুরের কথা, চিন্তায়ও আনা ঠিক না।

যখনই নেগেটিভ এলোমেলো চিন্তা মাথায় আসবে, মায়ের মুখটা মনে করবে।

মা নাহ সবচেয়ে ভালো বন্ধু?
মা কষ্ট পায় এমন কিছু কি করবে????




২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পুশ আপ দেয়া কেন নিষেধ আপাতত বলা যাবে না !!

রূপকথা সেতো শুধুই কল্পনায়।
বাস্তবতা নেই বলেই এটা রূপকথা।


তা ঠিক , গল্প উপন্যাসও কিন্তু কল্পনা । বাস্তবতার সামান্য প্রকাশ সেখানে থাকে !!

জীবন আমার কাছে একটা বিস্ময়!!!!

আমার কাছেও বিস্ময়ের আর রহস্যময় !


আরেহ না না আপাতত এইসব নিয়ে ভাবছি না , তবে কী জানো ! ভবিষ্যত এমন এক সময় যেখানে আমাদের কোন নিয়ন্ত্রণ থাকে না । আর হ্যাঁ মা'কে খুব ভালোবাসি , বাবাকেও !!

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরর - নিবর্হণের পুশ আপ নিষেধ কারণ পুশ আপ দিতে গেলে আগেই পেট মাটিতে ঠেকে যায় (পেট বেশী মোটা তো) :) । পেটের সুরক্ষার জন্য ডাক্তার নিষেধ করেছেন। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা ,

আমিও কিন্তু শারীরিক দিক থেকে আপনার দলে । এটা আপনি ঠিক ধরেছেন !!

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

মিরোরডডল বলেছেন:




সাচু, আই মিন আমাদের অজিত একটা পাগল কিন্তু মজার পাগল, ওর কমেন্ট অনেক আনন্দ দেয় :)

আমিও কিন্তু শারীরিক দিক থেকে আপনার দলে

নির্ব এই বাচ্চা বয়সে সাচুর দলে হলে হবে!!!
তিন বাচ্চার বাবা
কিছুদিন পর হবে দাদা :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি তো এমনিতেই ইঁচড়েপাকা , অল্প বয়সে পেকে গেছি ।

তাই আমি এই বয়সে তিন বাচ্চার বাবা সাচুর মত হয়ে গেছি (-_-) !

আর আপা সাচু কিন্তু অজিত নয় , অপু অজিত , তুমি এখানে অবিচার করছো অপুকে অজিত না ডেকে ।

সাচু ভাই তো চিরকুমার না , আর হবেই বা কী করে উনি তো তিনবাচ্চার বাবা !!

৩৪| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১:১৩

অধীতি বলেছেন: কবিতা খানি পাঠ করে মন ভালই হয়েছে আমার। একজন হতাশাগ্রস্ত কথকের প্রতিবিম্ব ফুটে উঠেছে। এই নাগরিক কোলাহলে ঘটে যাওয় কতগুলো মৃত্যু ফুঁটে উঠেছে। ভালবার পূর্ণাঙ্গ একটি আবদার ফুঁটে ওঠেছে।

০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহহাহাহাহাহাহাহা ,

গ্রামসি পাঠ দেখছি আপনাকে অনেক বেশি বোধগামী করে তুলেছে , হাহাহাহাহাহা ।

নাহ্ , অবশ্য এটা ঠিক আপনি গ্রামসি পাঠের আগের থেকেই অনেক গভীর বোধধারী মানুষ । তাইতো দারুণ সব কবিতা লেখেন ।

আপনার নতুন কবিতার আশায় রৈলাম । ভালো থাকবেন !

৩৫| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: এই গানটা কাল থেকে তোমাকে দেবো ভাবছিলাম। গানটা তোমার জন্য। আমার জন্যও বটে হা হা


এবং তাহার জন্যও বটে...... :P

১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহাহা ।

আপা আমি অভিনয় করিনি । সত্যি বলছি । তবে আপা তুমি ঠিক কী যেন এক মায়া আছে এই ব্লগে । কী আমি জানি না ! সত্যিই না !!

৩৬| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: তুমি করোনি।

আমি করেছি! হা হা


তাই তোমার জন্য আর আমার জন্য আর তাহার জন্যও বটে! হা হা ....


ব্লগে ছাই আছে। ব্লগের মায়া আসলে নিজের জন্যই মায়া। মানে লিখে লিখে আনন্দ পায় যারা তারা সহজে ব্লগ ছাড়ে না।

১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মানে লিখে লিখে আনন্দ পায় যারা তারা সহজে ব্লগ ছাড়ে না।

যেমন তুমি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.