নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

এ আর রহমানের ছ্যাবলামি নিয়ে একটি খেদোক্তি প্রকাশ !

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬



আজ থেকে প্রায় ৯ বছর আগে বাংলাদেশের জনপ্রিয় পগ্রেসিভ মেটাল ব্যান্ড আর্টসেল কাজী নজরুল ইসলামের “ কারা ঐ লৌহকপাট ” গানটি কভার করে । এর আগেও কাণ্ডারি হুশিয়ার তারা করেছিল । তারও আগে নজরুলের দ্রোহের গান সর্বপ্রথম মেটাল জনরায় পরিবেশন করে চট্টগ্রামের মেটাল ব্যান্ড ডিউ ড্রপ ১৯৯৮ সালে । এছাড়াও দৃক মেটাল জনরায় পরিবেশন করে “মোরা ঝরনার মত ” গানটি ।


মেটালে নজরুলকে খুব মানায় । কারণ মেটাল নিজেই একটা দ্রোহের প্রকাশ । আমরা যারা মেটাল ভক্ত ছিলাম তারা প্রায় সবাই হুমড়ি খেয়ে পড়ি আর্টসেলের কারা ঐ লৌহকপাট গানটি শুনতে । শুনেই দিলখুশ এতটা মেধার পরিচয় যে এই ব্যান্ড রাখবে তা ভাবিনি । জীবন থেকে নেয়া সিনেমায় সে সুর ও বিশাল স্নেয়ার এবং সেতারের সংগীতায়োজনে এই গানটি শুনেছিলাম ঠিক তাই ড্রাম ও গিটারে তুলে দেখিয়েছে ব্যান্ডটি । কোন দিক থেকে আবেদনে কোন ঘাটতি রাখেনি । শুনেই মনে হয়েছিল “ সাবাশ ব্যাটা আর কে ( রকার্সদের) ভুল ধরবে !”



পরশু এক অগ্রজের কাছ থেকে শুনলাম এ আর রহমান নাকি নতুন সংগীতায়োজনে এই গান আবার পরিবেশন করেছে এক ঝাঁক নবীন শিল্পী দিয়ে । অগ্রজের থেকে জেনে আজ গানটা শুনলাম । প্রথম শুরুতেই শুনে মনে হলো আসলেই আমি “কারা ঐ লৌহকপাট” গানটি শুনছি না । এতটাই জঘন্য পরিবর্তন কেউ করতে পারে ? কিন্তু পরক্ষণেই আবিষ্কার করলাম এই গানটা আসলে এই প্রথম এভাবে গাওয়া হয়নি । এর আগেও একইভাবে এই গান পরিবেশ করা হয়েছিল !


১৯৮০ সালে কলকাতায় বিপ্লবী সূর্য সেনকে নিয়ে একটা সিনেমা করা হয় “চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ” নামে । সেখানেও এইরকম এক অপভ্রংশের আয়োজন করা হয় এই গানকে ঘিরে । সম্ভবত এই গানের কোন স্বরলিপি নেই তারপরও একটা দ্রোহের গানকে এমনভাবে গাওয়ার কোন অর্থ থাকে না । সিনেমাতে গানের যে দৃশ্যায়ন তা কোন ভাবেই জীবন থেকে নেয়া সিনেমার চাইতে কোনমতেই উন্নত বলা যায় না । তা যে কেউ দুটো গানের ভিডিওকে পাশাপাশি দেখলেই বোঝা যাবে । আমাদের দেশে দ্রোহের গানকে যতটা যত্ন দিয়ে গাওয়া হয় ভারতে তা কিন্তু হয় না । নজরুলের গান নিয়ে তাদের অবহেলাটা সত্যিই বেশ হতাশাজনক ।


শ্রদ্ধেয় কমল দাশগুপ্তের সুরে গান “পৃথিবী আমারে চায়” গানটি একদম অবহেলা ভরে হেমন্ত মূখ্যোপাথ্যায়কে গাইতে শুনেছি । এছাড়াও বাংলাদেশের শিল্পীদের গানও ঠিক সেই অবহেলা ভরে গাইতে দেখা যায় ভারতীয় শিল্পীদের । এটা আসলেই মেনে নেয়া যায় না । ওনারা এক প্রকার অহমিকা সবসময় দেখিয়ে এসেছে । তার অন্যথা হয়নি এ আর রহমানের ক্ষেত্রেও । অবশ্য উনি সেই ১৯৮০ সালের গানটারই আধুনিক সংস্করণ করে পরিবেশন করেছেন একতারা ও বাঁশি প্রয়োগ করে । সেক্ষেত্রে ওনার দোষটা কমই বলা যায় !


আসলে এটা ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির কাজ । অনেক আগে থেকেই এ চলে আসছে । এটাকে রোধ করা সম্ভব নয় কারণ আজকাল যেকোন গানের ধারাতে আমরা ভারতীয় সংস্করণকে অনুসরণ করছি । এমনকি আজকাল দেখছি রক গান মানেই হলো “অনুপমের” মত ঘুমন্ত আবহ নিয়ে করা ! এইসব শুনলে ভাবতে অবাক লাগে এক সময়ের বর্ণিল বাংলার রক কালচার কোথায় গিয়ে থেমেছে । আপাতত এখানেই থামছি !


১৯৮০ সালের সিনেমার গানটি



জীবন থেকে নেয়া সিনেমার গানটি


এবং আর্টসেলের মেটাল সংস্করণ

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গান অপভ্রংশে এখানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অবদান আছে কি?

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কম বেশি সবার আছে ভাই !

আমাদের দেশের ইসলামি শিল্পগোষ্ঠীগুলোর কয়েকটি এইসব মেনে চললেও অনেকে আজকাল অটো টিউনে একই অপরাধ করে যাচ্ছে !!

২| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: দারুণ পর্যবেক্ষণ করেছেন। এইভাবে খুব কম মানুষ ই ভেবে দেখেন এবং অন্যের সামনে উপস্থাপন করেন। আপনার পোস্টটি ভালো হয়েছে।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ বিপাশা ,

আসলে যেভাবে বললেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু বলতেই হয় অত ভালো বিশ্লেষক আমি নই । এটাও একটা প্রচেষ্টা মাত্র !
আসলে এই গানগুলো আমার খুব প্রিয় । আমরা যারা মেটাল কালচারে কিশোর জীবন পাড় করেছি তাদের কাছে এই গানগুলোর আবেদন একদম ফিকে হয় না । আর এসবের অপমানও আমাদের সহ্য হয় না ! তাই আরকি একটা খেদোক্তি প্রকাশ !!

ভালো থাকবেন । শুভ কামনা রৈল !!

৩| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

মিরোরডডল বলেছেন:




প্রথমে পরশু এক অগ্রজের কাছ থেকে শুনলাম

পরে অনুজের থেকে জেনে আজ গানটা শুনলাম

আসলে কার কাছ থেকে শুনেছে?


১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ ভুল করেছি !

এর জন্য আমি দুঃখিত !

বিক্ষিপ্ত মেজাজ নিয়ে লিখেছিলাম তাই ভুল হয়েছে ! যদিও এই ভুলটা অবশ্যই দৃষ্টিকটু !

ঠিক করে নিচ্ছি !!

৪| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

মিরোরডডল বলেছেন:




আর্টসেল ভালো গেয়েছে।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ ।

ওদের এই গান আর কান্ডারি হুঁশিয়ার গান দুটি আসলেই ভালো হয়েছে ।

যদিও লিংকন এখন আর সেভাবে গায় না !!

৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১

শেরজা তপন বলেছেন: এখানে 'এ আর রহমানে'র দোষ তেমন নেই- তার কাছে পরিচালক যে ভাবে যেই পরইবেশে যেই ধারার সুর চেয়েছে তাই তিনি দিয়েছেন। এ আর রহমান বাংলা তো দূর হিন্দিই বোঝেন না- তার কারার ঐ লৌহ কপাটের মত কঠিন বাংলার শব্দার্থ বোঝার প্রশ্নই আসে না কেউ যদি বুঝিয়ে না দেয়। আর তাকে যদি মুল টিউনের গানটা না শোনান হয় তবে তিনি ভুল করতেই পারেন। আপনার কথামত তাকে কেউ যদি চট্রগাম অস্ত্রগার লুন্ঠন এর গান শোনান হয়( এই দায় মুলত বাঙ্গালীর) তবে ভুল হতেই পারে।
এ আর রহমানের মত এমন উঁচুদরের একজন মিউজিসিয়ান জেনে শুনে আমন ভুল কখনোই করবেন না।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ বড় ভাই আমি বলেছি শেষে এটা ঐ ইন্ডাস্ট্রির কাজ !

তবে এ আর রহমান এর দায় এড়াতে পারেন না । কারণ তার মত একজন সুরকার কীভাবে না জেনে এইসব করলো ? তিনি বাংলা না বুঝুক এই নিয়ে পড়াশোনা করতে পারতেন নজরুল তো সর্বজন বিদিত ! রবীন্দ্রনাথের গানের বেলায় তো এমন ভুল হয় না ! নজরুলের বেলায় হলো কেবল ?

৬| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

কামাল১৮ বলেছেন: জীবন থেকে নেয়া চলচিত্রে গাওয়া, কারার ঐ লোহ কপাট গানটা দৃশ্যপট সহ আমার মনে গেথে আছে।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গাঁথার মতই একটা গান ও দৃশ্যায়ন ছিল সেটা !

নিগড়ে বাঁধা পা , গরাদে হাতকড়া দিয়ে আঘাত করা আর কিছু চিত্র , সবকিছু কেমন যেন নেশাময় দ্রোহকে উসকে দেয় !!

ধন্যবাদ জানবেন !

৭| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:




শেরজার সাথে আমিও একমত।



১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বেশ !

কিন্তু এটা ঠিক একজন উঁচুমানের মানুষকে সবসময় তার কাজে সতর্ক থাকতেই হয় । এটাও এড়ানো যায় না ।

৮| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১০

মিরোরডডল বলেছেন:




জহির রায়হানের জীবন থেকে নেয়া আমার প্রিয় মুভির একটি।



১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ ,

বাংলা সিনেমার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ঘুড্ডি !! কমিউনিস্ট ইউটোপিয়ার দারুণ উপস্থাপন ছিল সেখানে !! একটা মাইল ফলক হয়ে থাকবে এই সিনেমাটি !

৯| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২২

মিরোরডডল বলেছেন:




রবীন্দ্রনাথের গানের বেলায় তো এমন ভুল হয় না !

কে বলেছে হয় না!

আমার প্রিয় শিল্পী মাকসুদ। আমার অনেক প্রিয় রবিবাবুর এই গানটা গেয়েছে না চাহিলে যারে পাওয়া যায়।
পরিবর্তন করে এমন অবস্থা করেছে, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমি নিশ্চিত এই গান শুনলে মারা যেতেন।
হৃদয়বিদারক মৃত্যু হতো।





১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হ্যাঁ শুধু মাকসুদ না সুমনও এমনটা করেছে !

কিন্তু ভারতে কয়টি হয়েছে ? ভারতে রবীন্দ্রনাথকে নিয়ে যে আহ্লাদ নজরুলকে নিয়ে তা নেই । আমি তাই বোঝাতে চেয়েছি !

১০| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

মিরোরডডল বলেছেন:




বাংলা সিনেমার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ঘুড্ডি !!

আমি কনফিউজড হয়ে যাই, পিচ্চু ২৫ অনলি?
ঘুড্ডি মুভি দেখেছে এবং পছন্দ করে ২৫ বছরের কেউ, এটা খুব রেয়ার ঘটনা।

ঘুড্ডি মুভি দেখেছি, সবগুলো গান পছন্দ।

এটা সবচেয়ে প্রিয়।






১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি কনফিউজড হয়ে যাই, পিচ্চু ২৫ অনলি?

কেন, ২২৫ মনে হয় ?

হাহাহাহাহা ।

আমি আঠারো বছর বয়সে এই সিনেমা দেখেছিলাম । আর প্রেমে পড়ে যাই অভিনেতা নূপুরের সংলাপে !!

১১| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪১

মিরোরডডল বলেছেন:






১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমারও সব গানগুলো পছন্দ ।

বিশেষ করে চলনা ঘুরে আসি গানটা । এই গানটা আমার সেই ১০ বছর বয়স থেকে প্রিয় !

আর প্রিয় এই গানটা ! যেটা শিমুল ইউসুফ গেয়েছিল !

গানটা দিলাম , ঘুমিয়ে পড়ো আপা । রাতের বয়স বেড়ে গেছে !!



১২| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

কামাল১৮ বলেছেন: ঘুড্ডি দেখা হয় নাই। সময় করে দেখে নেবো ।আলাপ শুনে দেখার আগ্রহ জাগলা।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেখে ফেলুন ।

দেখে একটা রিভিউ দেবেন ! আপনার এই সিনেমা দেখবার অভিজ্ঞতা জানবার ইচ্ছাও আছে !

১৩| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রবীন্দ্রনাথ আর নজুরুলের কাছে এই সব এ আর রহমান কিছুই না। তার তো উচিত ছিল গানটা বোঝার চেষ্টা করা। আমি অবশ্য শুনি নাই। তবে নিবর্হণ যখন বলেছে তখন নিশ্চয়ই কোন সমস্যা আছে।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেষ কথাতে একটা আছোঁলার আভাস পেলাম বড় ভাই, হাহাহা !!

তবে বাকী সব কথার সাথে একমত । একদম আসল জায়গায় হাত দিয়েছেন !

ধন্যবাদ বড় ভাই পড়বার ও মন্তব্য করবার জন্য !

১৪| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এতো সন্দেহ করেন কেন? :)

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই তো ভয় পায় !

কম তো খোঁচা খাইলাম না হেহেহেহেহেহ !!

১৫| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৪১

স্প্যানকড বলেছেন: নচিকেতা করছে রবীন্দ্রনাথ সংগীত পাগলা হাওয়ার বাদল দিনে তাতে উ লা লা হে হে এমন কিছু যোগ করেছেন বং কানেকশন মুভিতে। শুনে দেখিছ। ভালো থাকিছ।

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওটা তো ফিউশন বড় ভাই । ফিউশনের কাজই তো মৌলিকতা বজায় রেখে ভাংচুর করা !!

১৬| ১২ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৫১

সোহানী বলেছেন: আমি এ আর রহমানের ভক্ত। কিন্তু গানটা শোনার পর হতাশই হলাম।। পুরো গানটির যে একটা আবহ সেটার কিছুই খুঁজে পেলাম না।

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা আমার পোস্টে দেয়া ১৯৮০ সালের সিনেমার গানটা একবার শুনে দেখুন । সেই আবহ পাবেন না যেটা আমরা এতকাল পেয়ে এসেছি !!

১৭| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


নজরুলের প্রতি ভালোবাসার কারণে মানুষ রহমানের প্রতি একটুখানি বিরক্ত হয়েছে; রহমান কি আমার আপনার থেকেও নজরুলকে কম বুঝেছে?

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন:

আর এ আর রহমান কী বুঝেছে তা কী তার কাজের থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে না ? তিনি যে নজরুলকে বোঝেনইনি তা তার গানের সুর থেকে বোঝা যায় ! বুঝলে অন্তত অনুভব করতে পারতো নজরুল কেমন দ্রোহের কথা বলে গেছেন গেয়ে গেছেন !!

১৮| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

শেরজা তপন বলেছেন: নজরুলকে ওরা বড় অবহেলা করে - বিশেষ করে তাকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়টা ওপারের মানুষ মেনে নিতেই পারে নি!
কিন্তু মোঃ রফি, অনুপ জলোটা ( যদিও উনি মুলত বাংলা গান গাইতেন) থেকে শুরু করে অনেক শিল্পী অন্য ভাষাভাষি হওয়া সত্ত্বেও ভীষন চেষ্টা করেছেন সঠিক সুরে উনার গান গাওয়ার!
তার 'আলগা করো গো খোঁপার বাঁধন- দিল উহী মেরা ফাঁস গ্যায়ী' গেয়ে অনেক শিল্পী হিট হয়ে গেছেন কিন্তু এই গানে দু'ধারের শিল্পীরাই হরহামেশাই ভুল করেন। বাঙ্গলাভাষী শিল্পীরা ভুল করেন উর্দু ভাষায় আর উর্দু ভাষীরা বাংলায়। ওদিকে হিন্দী ভাষীরা দু ভাষাতেই লাট্টু গুট্টু পাকিয়ে ফেলেছে।
নজরুল ফার্সি, আরবীয়, তুর্কী দেশীয় সুর ব্যবহার করেছেন তার বিভিন্ন গানে। কোথাও কোথাও মুল সুর ঠিক থাকলেও কথা ও গানের ভাবধারা আমুল পাল্টে গেছে। ধরুন তুর্কীয় কাতিবিম গানের যেখানে এক কেরানীকে নিয়ে তার গিন্নীর আক্ষেপের কথা আছে সেই গানের সুর এনে বসালেন নজরুল 'ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ' নামে এক বিখ্যাত গজলে ( আরো দুটো গানে একই সুর আছে 'শুকনো পাতায় নুপুর বাজে';)। সেখানে তারাও তো নজরুলের বিরুদ্ধে এমন বিখ্যাত গানের সুর এমন ধর্মীয় ট্যাগ দেবার জন্য। শুধু রহমানকে দোষ দিলেই হবে না। নজরুল রবীন্দ্রনাথ কেউই একেবারে ধোঁয়া তুলসী পাতা ছিলেন না। আজকে তারা বেঁচে থাকলে এমন বহুত ফ্যাকড়ায় পড়তেন।

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তালাত মাহমুদও এক সময় বাংলা ভালো না জানলেও জান প্রাণ দিয়ে চেষ্টা করে গেছেন ! সেগুলোর দিকে তাকালে এ আর রহমানের দায় আরও বেড়ে যায় কমে না !


গানে ভুল করা একটা স্বাভাবিক ব্যাপার । প্রচেষ্টা থাকা সত্ত্বেও যথন কেউ ভুল করে সেটা স্বাভাবিক । কিন্তু অবহেলা ভরে যে ভুল করে সেটা স্বাভাবিক নয় উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে ।

নজরুলের যে দুটো গানের কথা তুললেন এর সুর আবার আরবে একেক গানে একেক সময় ব্যবহার করা হয়েছে । আরবে এক গানের সুর সেটা প্রেমের হলেও সেটা আবার অন্য ধাঁচের গানেও ব্যবহার করা হয়েছে । অরিয়েন্টাল মিউজিকে এমন উদাহরণ ভুড়ি ভুড়ি পাবেন । নজরুল ও রবীন্দ্রনাথ দুজনেই সুর নকলে পারদর্শী ছিলেন । এটা অবশ্যই এড়ানো যায় না । নজরুলের আগেই এই গানের সুর অনেকেই নিজেদের গানে ব্যবহার করেছে । এ আর রহমান এমন অনেক সুর মেরে দিয়েছেন । শুধূ তাই না রাহুল দেব বর্মণ তার বাবা, সলীল সেন সবাই সুর নকল করেছেন তা নিয়ে তো বলছি না । একটা প্রতিষ্ঠিত সুরকে একদম বিকৃত করে দেয়াটা অপরাধ এটাকে আগের শিল্পীরা নকল করেছে বলে এই বিকৃতকার্যকে স্বাভাবিক ধরাটা তো অন্তত আমাদের সুদৃষ্টির পরিচয় দেয় না । ব্যাপারটা এমন হয়ে গেল না " আমগো পূর্বপুরুষরা লেঠেল আছিল তাই আমার এই খুন কোন অপরাধ না!"

একটা কথা বলে রাখি ভাই শৈলী পরিবর্তন এক বিষয় আর পুরো সুর পরিবর্তন আরেক বিষয় । দুটোকে এক করে ভাবলে তো চলবে না ।

১৯| ১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

আমি নই বলেছেন: আমরা হিরো আলম বা মাহফুঝ স্যার কে দিয়ে বানদে মাহতরম টা করাতে পারি। তাইলে হয়ত ওদের হুস হবে।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা ,

গতকালও একজন একই কথা বলল । হ্যাঁঁ তা করলে মন্দ হয় না । তখন আবার দেখবেন অন্য এক যুদ্ধ বেঁধে গেছে এই অঞ্চলে সেটা হলো "সাংস্কৃতিক স্নায়ু যুদ্ধ" !!

২০| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: তুচ্ছ বিষয় নিয়ে আমরা বেশি লাফালাফি করি।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটাকে আপনি তুচ্ছ ধরে থাকলে সেটা আপনার অবিমৃষ্যতা !!

২১| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩১

জটিল ভাই বলেছেন:
এই আদমির সাথে নিজের কোনো মিল পান না??? :P

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নিজের পাই না তবে এক শিষ্যের পাই ।

আছেন কেমন আপনি ?

২২| ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

রানার ব্লগ বলেছেন: হিরো আলম প্রতিবাদের প্রথম পাট গেয়ে ফেলেছে। জায় হো গানের আঠারো টা বাজিয়ে।

১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এক বছর আগে তো সে মোস্তফা গানটা গেয়েছিল । সেই অপমানের প্রতিশোধ এ আর রহমান নিলো কিনা কে জানে ।

তবে এই প্রথম হিরো আলমকে হিরো বলে মনে হচ্ছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.