![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব অন্নের উৎসবে আজ বেহাগের সুর
অগ্রাহায়ণের শেষ বিকেলে পাতাদের সাথে ঝরে মানবিক সুখ,
কে মনে রাখে অহিদুল কিংবা গীতার পোড়া মুখ !
ঝরা পাতায় বাজে বার্ন ইউনিটের কান্না
অভাবের সংসারে উনুনে চড়েনা রান্না।
ভিডিও বার্তায় ক্রমাগত বাড়ে অবরোধ
ক্ষমতার লোভে হারিয়ে যায় বিবেকবোধ ।
হে ক্ষমতা, তুমি ক্ষমা কর এই নিরীহজনে
তোমার উদারতা দেখাও দয়িতা আর দুহিতার জন্যে।
তারপরেও যদি না জাগে বিবেকবোধ
আমি জনগণ, আমারও নেবার আছে প্রতিশোধ।
সময় যদি হারিয়ে যায় অসময়ে;
জানি আমি জানি—দায়ী কে!
আরও রক্ত বয়ে গেলে হেমন্তের শেষ বিকেলে ,
মেখে দেব সব রঙ দয়িতা আর দুহিতার চুলে।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
আহমাদ ইবনে আরিফ বলেছেন: খুব সুন্দর। লিখতে থাক