![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনগুলো ছিল তেমনি আনন্দময়
বেলা ফুরালে জাবর কাটি পুরনো সময়
স্মৃতিরা বুঝি এমনি হয়!
আজ জ্যৈষ্ঠের খরা লেগেছে হৃদয়ের গভিরে,
সব আবেগ নিয়ে গেছে রৌদ্র তাপস
উঠোনে পড়ে থাকে চেনা সকাল
একলা কেটে যায় দুপুর-বিকাল।
নিরবতা আকড়ে ধরে আলোহীন সন্ধ্যা;
কিছু চেনা পাখি ফেরে নীড়ে
কিছু স্বপ্ন হারায় কোলাহলের ভিড়ে
নিরুপম বয়ে চলে নদি অলকানন্দা।
অবশেষে বাড়ে যদি রাত
কি যেন হাতড়ে বেড়ায় দু’টি হাত
তারপর মনে পড়ে পুরনো সময়
স্মৃতিরা বুঝি এমনি হয়!
©somewhere in net ltd.