![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো– দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জলনীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীলএকবার তুমি ভালোবাসতে চেষ্টা করো - শক্তি চট্টোপাধ্যায়
বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না। এই গানের মত আমারও বলতে ইচ্ছে করছে, সামু তিনদিন তো হইয়া গেল ১ম পাতায় যাইতে পারলাম না।
আইতে যাইতে ১২ আনা উসুল হোক বা নাই হোক, সামুতে আমি বিন্দাস আছি। এখানে আমাকে কেউ না চিনে না, আমিও কাউকে চিনি না। চেনা না চেনা অচেনা অজানা সবার সাথে মন্তব্যের মাধ্যমে কথা বলার ব্যপারটা দারুণ। ঠিক যেন, টেলিফোনে কথা বলছি কিন্তু অপর প্রান্তে যে আছে তাকে চিনি না।
এখানে রয়েছে নানা রকমের ব্লগার। কারো কারো লেখা পড়ে মুগ্ধ হয়েছি, কারটা পড়ে আবার আশাহত হয়েছি।
আমার কথা বলতে গেলে আমি একটু কাঠখোট্টা ! শক্ত শক্ত কথা বলি না তবে যা বলি মাথা থেকে বলি মন থেকে নয়। কিছুটা তাই আমি রুক্ষ !
যাহোক, এটা ব্লগে আমার ১ম পোষ্ট, ১ম পাতায় যাবে না বলেই ধরে নিচ্ছি। তবুও যদি কেউ পড়ে থাকেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
হ্যাপি ব্লগিং টু মি।
০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
নীহার দত্ত বলেছেন: নীহার দত্তের ব্লগে এসেছেন; যাক অন্তত কেউ একজন পড়েছে এই পোস্টখানি !
আপনাকে অগণিত ধন্যবাদ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: এখানে প্রকাশিত আপনার প্রথম এবং একমাত্র পোস্টটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে যাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
আমার ব্লগে আপনি গিয়েছিলেন, কিন্তু কোন মন্তব্য রেখে আসেন নি। আশাকরি, এর পরে আসলে ভাল খারাপ যেমনই লাগুক, দুটো কথা রেখে আসবেন। আমি সমালোচনা বিমুখ নই।
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮
নীহার দত্ত বলেছেন:
আমি সমালোচনা বিমুখ নই। আপনার কিছু লেখা ও অন্যদের ব্লগে আপনার মন্তব্য পড়ার সুযীগ আমার হয়েছিল। আপনি যে কতটা আন্তরিক ব্লগার সেটা বলার অপেক্ষা রাখে না।
হ্যাঁ আপনার ব্লগে গিয়েছিলাম। কিছুটা জলদিতে ছিলাম তাই কিছুই লেখা হয় নি। আশা করি এবার থেকে লিখব। অনেক অনেক ধন্যবাদ
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২
তারেক_মাহমুদ বলেছেন: চলুক আনন্দময় ব্লগিং, আপনার মত আমিও নতুন, লিখুন পড়ুন মন্তব্য করুণ একসময় সেফ হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা এবং ভালবাসা।
১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৬
নীহার দত্ত বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ তারেক মাহমুদ ভাই।
আপনার সাপোর্ট পেয়ে ভালো লাগছে।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: শুরু করে দিন বিন্দাস লেখালিখি
প্রথম পাতা , নির্বাচিত পাতা ,স্টিকি পাতা সব ই ধরা দেবে সময় মত ।
মন্তব্য করেই তো আপনি বেশ পরিচিতি পেয়েছেন ; আশা করছি আপনার চমৎকার লেখায় ও আমাদের মুগ্ধ করবেন !
হ্যাপি লেখালিখি হ্যাপি ব্লগিং নীহার দত্ত
আপনার ব্লগ জীবন দীর্ঘ ও আনন্দময় হোক !!!