নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীহার দত্ত। নীহার শব্দের অর্থ শিশির। ঘনীভুত শিশির; হিম; বরফ।

নীহার দত্ত

একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো– দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জলনীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীলএকবার তুমি ভালোবাসতে চেষ্টা করো - শক্তি চট্টোপাধ্যায়

নীহার দত্ত › বিস্তারিত পোস্টঃ

দুরাশা

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩

পত্রিকার পাতা ভর্তি উঠতি যত রক্তের খবর
নাগরিক জীবনে বিস্তার করা হতাশার মাকড়সা জাল;
যে দেখেছে জীবনের মানে
অর্থ বুঝেছে বেঁচে থাকার; সে রইবে বেঁচে
ব্যভিচারী সমাজ আর মুখথুবড়ে পড়া ব্যস্ততা;
তোমাদের প্রাণের উচ্ছ্বাসে মলীন হয়ে যাবে সব সংকীর্ণতা-
এসব ভেবে এইভাবে আমিও তুমি সবাই মিলে যাবো এক মিলন মেলায়।

নিশুতি রাতে অথবা ব্যস্ত দুপুরে ঝিমিয়ে পড়া রক্তে
আবার ঘটবে প্রাণের সঞ্চালন
আবার জেগে উঠবে সময়ের জাগরণ ;
আবার আমি ফিরে ফিরে আসবো ক্ষণে ক্ষণে
ঈশান কোনে আবার দেখবে রক্তিম অরুণ সূর্য।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় মেসেজ আছে.... কিন্তু কী আর করার আছে!


কবিতা ভালো লিখেছেন।

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

নীহার দত্ত বলেছেন:

অনেক ধন্যবাদ কবি ভাই

২| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:২৫

জুন বলেছেন: ভালোলাগলো সমাজের অবক্ষয় নিয়ে লেখা কবিতা।
+

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৯

নীহার দত্ত বলেছেন:

ঠিক ধরেছেন দিদি,
কবিতা পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা রলো।

৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: আপনার আশাগুলো দুরাশা থেকে বাস্তবতায় পরিণত হোক, এই কামনা করি। কবিতা ভাল হয়েছে, কিন্তু শিরোনামেই ভুল বানান কবিতার সৌন্দর্য ম্লান করে দিয়েছে।
"দূরাশা" এর সঠিক বানান দুরাশা

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৮

নীহার দত্ত বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয়।
বানান ভুলটা ধরিয়ে দেয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.