নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীহার দত্ত। নীহার শব্দের অর্থ শিশির। ঘনীভুত শিশির; হিম; বরফ।

নীহার দত্ত

একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো– দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জলনীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীলএকবার তুমি ভালোবাসতে চেষ্টা করো - শক্তি চট্টোপাধ্যায়

নীহার দত্ত › বিস্তারিত পোস্টঃ

অনাহূত

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯


সব সময়ে কেন অসময়েই আসে ভালোবাসা
আমি হয়ত গুছিয়ে নিয়েছি নিজের মত করে
হয়ত চলে যাব দূরে- অনেক দূরে ;
হঠাত দুয়ারে এসে দাঁড়াবে ভালোবাসা-
কোথা যাও পথিক ! আমায় নেবে না সঙ্গে?

ভালোবাসায় সিক্ত আমি পারি না তারে দিতে ফিরায়ে
না পারি চলে যেতে অজানা পথে।
ভালোবাসা সঙ্গে করে সঙ্গী হই পরিচিত লোকালয়ে
ভরে ওঠে ঘর প্রেমের মোহে।

বর্ষা মৌসুম চলে গেলে
আবার আমার খরা চলে-
কেন যেন, জানিনা ভালোবাসা থাকে না ।
মৌসুমী আবহাওয়ার মত ঠিক রোদ জল পেরিয়ে চলে যায়!
আবার আমার জীবনে নেমে আসে অবিন্যস্ততা !
আবার আমি একলা হয়ে হয়ে যাই বাউণ্ডুলে
আবার আমি ছেড়ে যেতে চাই ঘর
আবার কোন পর এসে গল্প শুনায় অবাক ভালোবাসায়;
আবার আমি ভালোবেসেফেলি; আবার আমি হেরে গিয়ে বেসেফেলি ভালো।

এই যে বেঁচে আছি; কিসের জন্য ?
মনে হয় বেঁচে থাকার একটা মোহে আছি; যা রয়ে যাবে আমৃত্যু
যারা বলে মোহ মোহ ভালো নয়;
তারা জেনে নিক, মোহ ছাড়া প্রেম হয়না, ভালোলাগা এমনকি ভালোবাসা হয়না;
শুধু প্রয়োজন দরকারে কিংবা অদরকারে ধরে রাখা মোহটাকে।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০৯

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন আমাদের বেচে থাকা যেন কিছুর মোহেই বেচে থাকা। অনেক ভালোলাগলো আপনার অর্থপূর্ণ কবিতাটি নীহার দত্ত।
সাথে থাকবো আপনার আগামী লেখায় :)
+

১৮ ই মে, ২০১৮ রাত ৯:১৬

নীহার দত্ত বলেছেন: অনেক ধন্যবাদ দিদি। এই ব্লগে আমি প্রায় নতুন।
আপনাদের লেখা পড়ি অফ-লাইনে।
কবিতাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৪

মিথী_মারজান বলেছেন: বাহ্!
খুব সুন্দর লিখেছেন।
গোছানো সময়টাকে এলোমেলো করে দিতে ভালোবাসার জুড়ি নাই!
আর মোহ বা আবেগ না হলেও জন্ম নেয়না প্রেম।

কবিতায় ভালোলাগা।
হ্যাপী ব্লগিং।:)

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪২

নীহার দত্ত বলেছেন:

এই ব্লগে আমি প্রায় নতুনই বলা যায়।
আপনাদের লেখা পড়ে মুগ্ধ হই। মাঝেমধ্যে ইচ্ছে হয় নিজেও কিছু লিখি। তখন কয়েকটা লাইন লিখে ফেলি।
আপনারা পড়েন এই আমার পরম পাওয়া।
ভালো থাকবেন মিথী মারজান

৩| ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:২৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন। লাইক

২৫ শে মে, ২০১৮ ভোর ৪:৫১

নীহার দত্ত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link এই পোষ্টে কমেন্ট করে মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

২৫ শে মে, ২০১৮ ভোর ৪:৫২

নীহার দত্ত বলেছেন: কৃতজ্ঞতা। এখানে অনেক আগে একবার জানিয়েছিলাম।দেখি আজ না হয় আরেকবার

৫| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

খায়রুল আহসান বলেছেন: "মোহ ছাড়া প্রেম হয়না, ভালোলাগা এমনকি ভালোবাসা হয়না" - কথাটা ভাববার মত।
কবিতা ভাল লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.