নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীহার দত্ত। নীহার শব্দের অর্থ শিশির। ঘনীভুত শিশির; হিম; বরফ।

নীহার দত্ত

একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো– দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জলনীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীলএকবার তুমি ভালোবাসতে চেষ্টা করো - শক্তি চট্টোপাধ্যায়

নীহার দত্ত › বিস্তারিত পোস্টঃ

জীবনবোধ

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭

আমার আছে, তোমার আছে, তারও আছে
গাড়িওয়ালা গাড়োয়ানের, ঘোড়ায় চড়া কোচওয়ানের তারও কিছু আছে
মন্ত্রীসভার মন্ত্রীর আছে, রাইফেল হাতে সান্ত্রীর আছে;
বিচারকাজের কাজীর আছে, বৃদ্ধ ও বৃদ্ধার আছে-
দুধের দাঁতের শিশুর আছে,
সব সময়ে সব বয়সে সবারই কিছু দু:খ আছে, কষ্ট আছে।

বোবা মেয়ের আবেগ আছে
রং-তুলিতে চিত্রকরের ক্যানভাস জুড়ে বৈচিত্র্যহীন চিত্র আছে;
খবর ঘরের খবরদাতার বিচিত্র সব সচিত্র প্রতিবেদন আছে।
খেলার মাঠে খেলোয়াড়ের ব্যাটে বলে ছন্দ আছে মনে মনে দ্বন্দ আছে,
রেসের মাঠে ঘোড়সওয়ারের হাতের মধ্যে ঘোড়ার মুখের লাগাম আছে।

এক জীবনে ভাঁজে ভাঁজে উত্থান এবং পতন আছে,
হতাশ হয়ে হেরে যাওয়ার নিরব নিথর গল্প আছে
সজল করুন চক্ষু আছে
বুকের উপর অহরহ নিশ্বাসভরা চাপা আর্তনাদ আছে,
কোমল নরম হাতের নিচে শক্ত কিছু চাপা আছে।
এক জীবনে হারিয়ে যেতে অল্প কিছু বাঁধা আছে
কেরোসিনের কুপি হাতে দাঁড়িয়ে থাকার কথা আছে।।



______________________________________

আজ নজরুলজয়ন্তী তে একটা খুব প্রিয় গান মনে পড়ছে--
আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:৪১

মিথী_মারজান বলেছেন: জীবনবোধে এমন অনেক কিছুই থাকার কথা আছে যা সবসময় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
কবিতা সুন্দর হয়েছে।
সেইসাথে আপনার প্রিয় গানটাও সুন্দর।
চিরতরে দূরে হারানোর দরকার নেই।
প্রিয়জনদের হৃদয়ে সবসময় সুন্দর থাকুন।

শুভ কামনা নীহার দাদা।
ভালো থাকবেন।:)

২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

নীহার দত্ত বলেছেন: ব্লগে এসে কবিতাটি পড়লেন এবং দারুন একটি মন্তব্য করলেন কি যে ভালো লাগলো।
ভালো থাকবেন, শুভেচ্ছা

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনবোেধর কবিতা একদম জীবনের নীরব কথাগুলো বলছে !!



ভালো লিখেছেন++

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হয়েছে, শিরোনামটাও যথার্থ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.