নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন মানুষ,সাহিত্যের প্রতি ঝোঁক বেশি,প্রতিভা আছে কিনা জানিনা,তবু লিখতে খুব পছন্দ করি,তাই লিখি

আয়মান আওসাফ নিঝুম

একজন সাধারন মানুষ,সাহিত্যের প্রতি ঝোঁক বেশি।প্রতিভা আছে কিনা জানিনা,তবু লিখতে খুব পছন্দ করি,তাই লিখি

আয়মান আওসাফ নিঝুম › বিস্তারিত পোস্টঃ

ভার্সিটির স্বপ্ন একটি অন্যরকম স্বপ্ন

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

আমরা সবাই-ই HSC পাস করে পাবলিক ভার্সিটির স্বপ্ন দেখি।এ স্বপ্ন জীবনের একটি বড় স্বপ্ন।তবে সবাই এ স্বপ্ন পূরণ করতে পারিনা।অনেকে পারি।এই স্বপ্ন যার পূরণ হয় তার সব স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায়।একসময় সে অনেক বড় স্বপ্ন পূরণের অধীকারি হতে পারে।এখন কথা হল যারা পারেনা তাদের নিয়ে।কখনও আপনারা এটা ভাববেন না যে আপনি হেরে গিয়েছেন।স্বপ্ন একটি নয়।একটিতে আপনি ব্যর্থ..তবে কি আরেকটাতে পারবেন না??যেরকম শ্রম একটিতে দিয়েছেন তার থেকে একটু বেশি শ্রম দিন আরেকটিতে..আপনি পারবেন!!আবার কখনও ভাগ্যের দোষ দিবেন না।সেটা হবে আপনার কু-সংস্কার।কারণ ভাগ্য আপনি নিজেই তৈরি করেন।এবং আপনি যেরকম শ্রম দিবেন আপনার ভাগ্য আপনাকে সেরকম ফলাফল দিবে।ভাগ্যের উপর বিশ্বাস করবেন না।নিজের উপর বিশ্বাস করুন..দেখবেন ভাগ্য আপনার সাথেই আছে।আর যখন দেখবেন যে আপনার বন্ধু সফল হয়েছে আর আপনি ব্যর্থ..তবে এটা ভাববেন না যে আপনার বন্ধুর ভাগ্য ভাল আর আপনার খারাপ।এটা ভাবলে আপনি সারাজীবন ব্যর্থ হয়েই থেকে যাবেন।ভাববেন আপনার বন্ধু আপনার থেকে বেশি শ্রম দিয়েছে..তাই চেষ্টা করবেন তার থেকেও ভাল কিছু করার..দেখবেন একবার আপনি সফল হবেনই!!
তাই সফলতার জন্য ভাগ্যনা!!আপনার হাত আপনার জ্ঞান আর আপনা মাথাই যথেষ্ট!!একে কাজে লাগান..সবই পাবেন..আর সকল শিক্ষার্থীদের জন্য আমার শুভকামনা রইল..
Best of luck for your exam!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

নেয়ামুল নাহিদ বলেছেন: আমার সেই অন্যরকম স্বপ্ন পূরণ হয়েছে কয়েক বছর আগেই :)

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

আয়মান আওসাফ নিঝুম বলেছেন: তাহলে আপনার পরিশ্রম সফল হয়েছ!!আর আপনার স্বপ্ন হয়তো এতদিনে প্রায় পূরণ হয়ে গিয়েছে!! :-)

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

আয়মান আওসাফ নিঝুম বলেছেন: তাহলে আপনার পরিশ্রম সফল হয়েছ!!আর আপনার স্বপ্ন হয়তো এতদিনে প্রায় পূরণ হয়ে গিয়েছে!! :-)

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: স্বপ্ন সত্যি করাটা পৃথিবীর ভয়ানক এক কঠিন কাজ। কারণ এর প্রতি পদে পদে থাকে স্বপ্ন ভঙ্গের ভয়। এটার জন্যই চলা আরো কঠিন হয়ে যায়।

বাংলাদেশে ভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্নটা তো আরো ভয়ংকর।

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

আয়মান আওসাফ নিঝুম বলেছেন: জগতের সবই কঠিন।আপনাকে তা সহজ ভাবে নিতে হবে!!আপনি যত কঠিনভাবে দেখবেন তা আপনার জন্য আরো কষ্টসাধ্য হয়ে পড়বে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.