![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকশির অবস্থান পাবনা জেলার ঈশরদি উপজেলার আওতায় , পদ্মা নদীর পাঁড়ে , দেখতে চমৎকার স্থানটী , পার্শেই নদীর ওপারে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জি কে প্রোজেক্ট , এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক সহ , আসছে দর্শনার্থী, সেই সাথে পিকনিক দল । এখানে আরও যা দেখা যাবে , তা হোলও , লালন শাহ্ সেতু , রেলওয়ের বিভাগীয় অফিস , উত্তর বংগ কাগজ কল , রুপপুর আনবিক শক্তি কমিশন প্রকল্প এলাকা , ইপি জেড এলাকা । আসার পথ , সড়ক পথ , রেল পথ , বিমান পথ । পাশ দিয়ে চলছে , খুলনা –কুষ্টিয়া –যশোর পথের যানবাহন , অন্যদিকে চলছে বাস রেল , পঞ্ছগড় , রংপুর , বগুড়া , রাজশাহী , দিনাজপুর গামী পথের যানবাহন । যে পথে আসবেন , তা হোলও , ঢাকা থেকে বাসে , গাবতলি থেকে সরাসরি কোচ ঈশরদী , বিমানে ঢাকা থেকে ঈশরদী , রেলপথে , কমলাপুর থেকে চিত্রা , সিল্ক সিটি , সুন্দরবন সহ নানা নামের রেলগাড়ি । আসতে সময় লাগে বাসে ৪/৫ ঘণ্টা , রেলে ৫/৬ ঘণ্টা , বিমানে ৩০/৪০ মিনিট । ঈশরদী থেকে পাকশির দুরত্ত ৫/৬ কিলোমিটার । অবস্থান করতে পারেন ঈশরদী হোটেলে অথবা ইক্ষু গবেষণা কেদ্রের রেস্ট হাউসে অথবা পাকশি পেপার মিলের রেস্ট হাউসে । ঈশরদী থেকে পাকশির পথে চলে সবসময় , সি এন জি , অটো , প্রাইভেট কার বা রেন্ট এ কার , রিকশা , করিমন , নসিমন নামক যান । ভাড়া ঢাকা থেকে কোচে ৩০০ থেকে ৩৪০ টাকা , রেলে কেবিনে ৬২০ টাকা , স্নিগ্ধায় ৫২০ টাকা , শোভনে ২৪০ টাকা , বিমানে ৩০০০ টাকা । আবার মানিকগঞ্জ আরিচা / নগরবাড়ি হয়ে বাসে আসলে ১৫০ টাকা লাগতে পারে । তাই চলে আসুন বেঢ়াতে , মজা পাবেন অনেক , ঢাকা থেকে গাড়ী নিয়ে কয়েকজন বন্ধু সহ সকালে রওনা দিয়ে সন্ধ্যার পর ফিরে যেতে পারবেন , তবে ছুটির দিনে আসলে ভালো জমবে । ফেরার পথে তাজা মাছও কইনে নিয়ে যেতে পারবেন , লিচুর সময় আসলে , অসংখ্য লিচু বাগান দেখে যেতে পারবেন এবং গাছ পাকা লিচু খেয়ে যেতে পারবেন , সেই সাথে লিচুর ঝুড়ি নিয়ে যাবেন বাসায় ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১
নিলু বলেছেন: কিছু নিজের , কিছু সংগ্রহ করা , ভালো থাকবেন , লিখছেন না কেনও ?
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো পোষ্ট। ছবি গুলো কি আপনার তোলা??