![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টে জিতলেই তিনি বা সে যোগ্য তা বিবেচনা করা বোধ হয় সঠিক নয় । কারন ভোটের হার / জিত হয় গনজোয়ারের সমর্থনে । প্রশ্ন উঠতে পারে গনজোয়ারই সমর্থন । না আমাদের দেশের ভাগ জনগণ বেশীর ভাগ মানুষই হুজুকে চলে ভোটের সময় । কিংবা প্রতিহংসা চরিতার্থ করার জন্য কিংবা অতি লোভের কারনে কখনো কখনো ভোটের মাঠে জোয়ার আসে ।অনেক সময় দল নয় প্রাত্থিকেও গুরুত্ত দেওয়া হয় বেশী আবার কখনো দলকেও অগ্রাধিকার দেওয়া হয় । তবে দলের সার্বিক কর্মকাণ্ডের দায়ও ভালো প্রাত্থির ঘাড়েও বর্তায় বা পড়ে । একজন ভালো প্রাত্থি বলতে আমরা যা বুঝি তা হোলও , তার ভালো ব্যবহার / আচরন এবং সৎ ও নির্ভীক । পাশাপাশি জনগণ ও এলাকার সমস্যার সব কিছুরই ওয়াকিবহাল যিনি । তাছাড়াও ভালো / মন্দ প্রাত্থির সংজ্ঞা আরও অনেক কিছুর উপর নির্ভর করে। জনগনের চাওয়া / পাওয়ার শেষ নেই । কিন্তু সরকার বা নেতাদের রয়েছে সীমাবদ্ধতা , পাশাপাশি রয়েছে নিয়ম / নীতি । এসব পালন করেই একজন নেতা / নেত্রীকে এলাকার মানুষের সব চাওয়া / পাওয়া পুরন করতে কাজ করতে হয় । অনেক সময় প্রাত্থির কথামালার শুরে বা নানা কিছুর আশ্বাসে ভুলে কিংবা কিছু নগদ প্রাপ্তির কারনে আমরা ভোট প্রয়োগ করে থাকি কখনো কখনো ।ভোটে ব্যক্তিগত আক্রোশ / স্বার্থ / অতীত /কথা / ওয়াদা / অপকর্ম / হিংসা / ব্যবহার / বিপদের দিন / পাওয়া না পাওয়া / শাসন / ন্যায় / অনন্যায় / চলার পথের সহ নানা কথার সমস্যায় পড়তে হয় । তবে এসবের অনেক কিছুরই সমাধান নির্ভর করে প্রশাসন এর উপর অনেক সময় । কারন প্রশাসনে যারা নিয়োজিত তারা সকলেই দেশের উন্নয়নের জন্য খুব একটা দায় বদ্ধ বলে মনে হয় না বা নিজেকে দায় বদ্ধ বলে মনে করে বলে মনে হয় না । অথচ আমার বিজয় কালের কর্মকাণ্ডের উপর নানা অজুহাত বা নানা প্রভাব বিস্তার করতে থাকে বা চায় বোধ হয় তারা । যে জন্য প্রশাসনের সর্ব স্তরে থাকা দরকার জবাবদিহিতা । অন্যদিকে প্রশাসনের সাথে জনগনের বন্ধুত্তের সম্পর্ক গড়ে উঠেনি এখনো বলে মনে হয় । অথচ প্রশাসনের কোনও ব্যক্তির কোনও সমস্যা হলে বা পড়লে । তারা অতি সহজেই ব্যবহার করছে বা করতে পারছে জনগণের অতি কষ্টে বানানো নেতাদের । কিন্তু আমরা জনগন যখন তাদের কাছে যাচ্ছি সমস্যা নিয়ে , তারা তখন অতি সহজেই আমাদের কাজ করছে না বলে দেখা যায় অনেক সময় । যে জবাবদিহিতা রয়েছে রাজনীতিবিদদের সর্বসময়ে সকল স্তরে জনগনের কাছে ।এই সব নানা কারনে অতি জনপ্রিয় বিজয়ী নেতা / জনপ্রতিনিধি বিজয়ের পরে অল্প সময়ের মধ্যেই অপ্রিয় হয়ে উঠে জনগনের কাছে । যে জন্য রাজনৈতিক নেতা বা সরকারের আশে / পাশে থাকা উচিত রাজনৈতিক ব্যাক্তিদেরই । আর তা না হলে ভুল হওয়ারই কথা বা ভুল পথে ধাবিত হবেই নেতা / নেত্রী গন । কারন একজন আমলা আর একজন রাজনীতির ব্যাক্তি একই পাল্লায় ওজন করলে হবেনা । আবার একটি এলাকায় জনগন যদি কোনও দলের লোককে নির্বাচিত করে । তাকে জনগন ক্ষমতাবান দেখতে চায় নতুবা পরবর্তীতে ভোটের মাঠে সমস্যার সৃষ্টি হয় । যে কারনে অপপ্রচারে বিরোধী পক্ষ বা বিরোধী দল অনেক সুবিধাই নিয়ে থাকে । তাই ভোটে হার / জিত জনরাজনিতির প্রাধান্যই বেশী বলে মনে করি । তাই রাজনীতির লোকদের অতীতের ভুলের কথা মনে করে চলাই ভালো নতুবা একই পথের পথিক হিসাবে সকলকেই পালাবদলের হার / জিতের পালায় পড়তে হয় বা হবে ।
©somewhere in net ltd.