![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মানুষ বিভিন্ন কাজের জন্য বিদেশে গমন করতে চায় । কিন্তু তার প্রথম পদক্ষেপ পাসপোর্ট । সেই পাসপোর্ট তৈরি করতে যে অর্থ বা ফি লাগে তা কি যথার্থ হয়েছে । দেশের লক্ষ লক্ষ মানুষ কর্মের সন্ধানে কিংবা চিকিৎসার জন্য বিদেশে যাবে বা কাজ করতে যাবে । সেখানে ফি যতো কম নেওয়া যায় ততই ভালো । কারন আমরা বিদেশে কর্মের জন্য যেতে পারলে বৈদেশিক মুদ্রা আয়ের হার বাড়বে । তেমনি আমাদের পরিবার হতে পারে অর্থনৈতিকভাবে সাবলীল । তাহলে রাষ্ট্রের দুদিকে লাভ ,। তাহলে ফি কেনও এতো বেশী ? ১০/১২ পাতার পাসপোর্ট বই ছাপাতে কতো টাকা লাগে ? যার জন্য এতো ফি হবে । শুনেছি এই বেশী ফি নির্ধারণের কারনে পাসপোর্ট অধিদপ্তরের আয় শত শত কোটি টাকা প্রতিবসর । তার অনেক টাকাই ব্যাংকে এফ ডি আর হিসাবে জমা করা হয় । কর্মকর্তা / কর্মচারী / গাড়ীর তেল / বিবিধ ব্যয়ের জন্য কত টাকা খরচ হয় । এইসব খরচ করেও অধিদপ্তরের অনেক টাকা প্রতিবসর জমে থাকে বলে সুনেছি । মানুষ তার প্রয়োজনেই নির্ধারিত ফি বাধ্য হয়েই জমা দেয় । তার মানে এই নয় যে সবার জন্য এটা সহজলভ্য হয়েছে । আবার এটাও বলা যায় অধিদপ্তরে বেশী বেশী টাকা জমা হলে তা অপচয়ও হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে । তবে এই বাড়তি টাকা যদি সরকারি কোষাগারে জমা হয় তাহলেও সারাদেশের উন্নয়নে কাজে লাগতে পারে । তা ছাড়া পাসপোর্ট করলেই যে সে বা তারা বিদেশে কর্ম বা চিকিৎসার জন্য যেতে পারে বা পারবে তার ঠিক নেই । কারন পরে অনেকেই অর্থের অভাবে বা নানা কারনে আর বিদেশ যাওয়া হয় না । তাহলে পাসপোর্টটি অনর্থক হয়ে গেলো যা আমাদের অনেকের কাছেই কয়েকটি সাদা কাগজ হয়ে গেলো । সুতারাং সরকার বিষয়টি নিয়ে পুনঃ বিবেচনা করবেন আশা করি ।
©somewhere in net ltd.