![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তি
নির্জন মন।
তুমি কাব্যের অনুরোধে হেসেছিলে
আমি কান্নার আলোরনে কেপেছিলাম
ব্যথ্যা বয়ে নিয়ে গেছি দূর-বহুদূর.........
একা হতে তবু চায়নি মন ।
যা কিছু হবার হয়ে গেলো
তবু বাতাসকে বলে দিয়ো -
আসবে সেও
আমি ঝড়ের আয়োজনে ব্যস্ত আজ
উত্তাল বেগে আজ ভেসে যাব
বুকে নিয়ে নীল সমুদ্র ঢেউ................
©somewhere in net ltd.