![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশনি লেগেছে পিছু.............
________নির্জন মন
কোন এক ফাল্গুনে, পাপিয়ার গুঞ্জনে
বাতাসের মিহি সুরে ,নদীটির কলতানে
আমি এসেছি এ পৃথিবীতে ,
যখন চারপাশ ভরা ছিল নবান্নেতে ।
আমার চারপাশে ছিল উপচে পড়া সুখ,
দুঃখ ছিল না,ছিল না অসুখ-
এই আমি-আমিই তো
দুঃস্বপ্ন দেখিনি কখনো তো.........
স্বপ্নময় জীবন
এবং চোখে রঙ্গিন স্বপ্নাঞ্জন-
এ যেন পূর্ণতা..................
আর এখানেই আমার ব্যর্থতা !
স্বপ্ন গুলো পূর্ণ করবার সামর্থ্য নেই
তাই অগ্নি গর্ভে ঝাপ দিয়েছি আমি যেচেই,
মুখোশে ঢাকা মানুষগুলো বড় অসহায়
বাহিরে জীবন-ভিতরে ক্রন্দন শুধু হায় হায় ।
দুপায়ে লেগেছে শিকলবেড়ি-
জবানে লেগেছে তালা ,
কি করে শুনাব পরিবর্তনের প্রভাত পংক্তিমালা...........
তাবলে কি ধ্বংস মেনে নেব?
অবসান পথে হব অনিশ্চিত ?
গ্রহনে বিলিন হবার জন্ম আমার নয়
জানি ঠিক অসময়ে-কি সুসময় আনতে হয় ।
বসে থাকত আর নই রাজি
ঐ শুনি দরজায় উঠিয়াছে কড়া বাজি ।
সময় এসেছে-
যতটুকু পারো তাই নিয়ে লড়ো
করতেই হবে কিছু,
অশনি লেগেছে পিছু............................
©somewhere in net ltd.