নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুলতঃ পাঠক , দুয়েকটি পোস্ট করারও ইচ্ছা আছে ।

নিশাত সুলতানা

নিশাত সুলতানা › বিস্তারিত পোস্টঃ

কিভাবে সামুতে এলাম । কেন এলাম ।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

ব্লগ সম্পর্কে আমার তেমন কোন ধারনা ছিল না । পত্র পত্রিকায় শাহবাগ , থাবা বাবা , অভিজিৎ সাহা সংক্রান্ত সংবাদ পড়ে সামান্য যেটুকু ধারনা হয়েছে , এতে বুঝলাম , ব্লগ খুব একটা সুবিধার জায়গা না । ব্লগার রা নাস্তিক । এরা ধর্মকে কটাক্ষ করে ।
কয়েকদিন আগে জানলাম আমার পরিচিত একজন ব্লগ লিখে । মনটা খারাপ হয়ে গেল । লোকটার মুখে প্রায়ই , আল্লাহ , নবি , রাসুলের কথা শুনি । তাহলে তলে তলে ইনিও এই ?
টি ভি স্ক্রলে সংবাদ দেখাচ্ছে , ওয়াশিকুর রহমান বাবু নামে এক ব্লগারকে নির্মম ভাবে খুন করা হয়েছে । সংবাদ টা উনাকে জানালাম । সাথে আমার আশংকার কথাও ।
উনি আমাকে ব্লগ আর ব্লগার সম্পর্কে চমৎকার ধারনা দিলেন । সামহয়্যারইন ব্লগের সন্ধান দিলেন । আমার ধারনা পাল্টে গেল , আমি চমৎকৃত হলাম ।
সহজ কয়েকটা ধাপ পেরিয়ে খুলে ফেললাম নিজের আইডি ।
মূলত শিখার জন্যই সামহয়্যারইন এ আসা । অপেক্ষায় আছি ''নিরাপদ ব্লগার'' হিসাবে স্বীকৃতি পাওয়ার ।
আল্লাহ হাফেজ ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

নেক্সাস বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয়। সুন্দর কে যারা বুক পেতে গ্রহন করে তারাই ব্লগার। বাকিটা আপনার আমার মতই সবাই মানুষ। কেউ কেউ হয়তো নাস্তিকতার নামে ঘৃণা ছড়ায় আবার কেউ কেউ আস্তিকতার নামে গোঁড়ামি ছড়ায়। কিন্তু এদের সংখ্যা খুব নগন্য।

সামুতে আপনাকে স্বাগতম।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

নিশাত সুলতানা বলেছেন: আপনি আমার ব্লগের প্রথম মন্তব্যকারি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিশাত সুলতানা আপনাকে অভিনন্দন ! লিখে যান অবিরাম ।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৭

নিশাত সুলতানা বলেছেন: আসলে পড়ার জন্য ,জানার জন্য ব্লগে এসেছি , আপনাকে ধন্যবাদ ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:২৭

কুপস্‌ গ্রুপ বলেছেন: সুগুতম।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৮

নিশাত সুলতানা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:০৫

মমতাজ চট্রগ্রাম বলেছেন: শুভকামনা রইল। আশায় আছি কিছু শিখবো আপনার হাতের লেখার মাধ্যমে।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫০

নিশাত সুলতানা বলেছেন: না আপু , আপনাদের লিখা পড়ে আমরা শিখবো ।
আপনাকে ধন্যবাদ ।

৬| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই তাই, আমার পরিচিত খুব কমজনই জানে আমি ব্লগে লিখে। আমি সামু ব্লগে লেখা শুরু করি শাহবাগ আন্দোলনের মাসখানেক আগ থেকে। ওমা, নিক খুলতে না খুলতেই কি সব শুরু হয়ে গেল। এখনো পরিচিত কেউ শুনলেই বলবে, কেন ব্লগ লেখ, এসব লিখে ঝামেলায় পড়বে। কি আর করার।

যাই হোক, আপনাকে স্বাগতম সামু ব্লগের আঙ্গিনায়। যদিও আপনার দ্বিতীয় পোস্টটি প্রথমে নজরে পড়েছিল, তাই আপনার পোস্টে প্রথম মন্তব্য সেই পোস্টেই করা হয়েছে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা। হ্যাপী ব্লগিং।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫১

নিশাত সুলতানা বলেছেন: আপনি খুব ভাল লিখেন ভাইয়া , আপনার জন্যও শুভ কামনা ।

৭| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

মুরাদ খান বলেছেন: আমারো অনেক টা আপনার মতই। ব্লগে স্বাগতম।

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

নিশাত সুলতানা বলেছেন: আপনাকে ধন্যবাদ

৮| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন: আসলে সবাই এক সময় বোকা থাকে।
আর সেই বোকামি এক দিন বোকাকে চালাক বানিয়ে দেয়।

ক্ষমা করবেন কথা গুলি অন্য রকম করে বলার জন্য।
আমাদের মাঝে আপনাকে স্বাগতম
শুভ ব্লগিং...............

ভালো থাকুন সর্বদা।

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

নিশাত সুলতানা বলেছেন: ''তবু আমি বোকাই রব ,
এটাই আমার এম্বিশান।''

৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১১

রুদ্র জাহেদ বলেছেন: নেক্সাস বলেছেন: ব্লগার
মানেই নাস্তিক নয়। সুন্দর কে
যারা বুক পেতে গ্রহন করে
তারাই ব্লগার। বাকিটা আপনার
আমার মতই সবাই মানুষ। কেউ
কেউ হয়তো নাস্তিকতার নামে
ঘৃণা ছড়ায় আবার কেউ কেউ
আস্তিকতার নামে গোঁড়ামি ছড়ায়। কিন্তু
এদের সংখ্যা খুব নগন্য।
সামুতে আপনাকে স্বাগতম।

মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমাদেরকেই সক্রিয় হতে হবে।তাদেরকে সঠিক সৃজনশীল ব্যাপারগুলো জানাতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.