![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়ম ভাঙার কারিগর একটা ভার্চুয়াল সত্তা। শুধুমাত্র ভার্চুয়াল জগতেই তার বিচরণ। বাস্তবে তার কোন অস্তিত্ব নাই। আসল ঘটনা হচ্ছে, এই ভার্চুয়াল সত্তাটার পেছনে যেই মানুষটা, বাস্তব জীবনে সে কোন নিয়মই ভাঙে নাই। আর আট-দশটা সাধারণ মানুষের মত সেও ঠিকমত বুঝ-জ্ঞান হওয়ার আগেই সমাজের প্রচলিত শৃংখলে আবদ্ধ হয়ে যায়। আর সেখান থেকে কখনও বেরও হতে পারে না। কিন্তু সে স্বপ্ন দেখে যায়, সব শৃংখল ভেঙে একদিন সামনে এগিয়ে যাওয়ার। নিজের সেই স্বপ্নকেই চরিতার্থ করার ক্ষুদ্র প্রয়াস তার এই ভার্চুয়াল সত্তা তৈরি। কারণ, বাস্তব জীবনে তার পক্ষে হয়ত এমন অনেক কিছুই করা/বলা সম্ভব হবে না, যা সে তার এই ভার্চুয়াল সত্তার মাধ্যমে করতে পারবে। সে আশায় আছে, হয়ত একদিন নিয়ম ভাঙার জন্য তার কোন ভার্চুয়াল সত্তার আশ্রয় নিতে হবে না। তার আগ পর্যন্ত চলুক তার এ স্বপ্নযাত্রা.......।
"ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস!
ইয়াক ইয়াক!"
'টেনিদা' সিরিজের বিখ্যাত এই ডায়ালগ আশা করি সবারই মনে আছে।
আসুন, এবার আমরাও নিজেদের ক্রিয়েটিভিটির প্রমাণ দেই!
দেখি কে কত ইন্টারেস্টিং অর্থহীন ডায়ালগ বানাতে পারে!
আমি একটা বানালাম।
"চিরা মাকারা উল্টা-পুল্টা কিরি কিরিক্কা!"
ফেসবুকে ঘণ্টাখানেক আগে আমার পেইজে এই স্ট্যাটাসটা দেয়ার পর দারুণ রেসপন্স পাই, আর কিছু বেশ ইন্টারেস্টিং অর্থহীন ডায়ালগও পেয়ে যাই।
তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটাঃ
● ইয়াগিস্টাকা খুড্ডান উদাম্পশ বাঙক্স!
● ইয়া আলি ভুজুম্বুরা!
● লুয়া লুয়া পারিপ্পে লালা!
● ফান্টাফিলিস কিবুন্টাস!
● চিবান্দামা গিলুস্কু হাউলাইত্তা ফালাফালা!
● এরিয়াক্কা বাতাইল্লা মোংশোক!
● আন্তানা তুকিতুকি, লেবুয়ানা বুকিবুকি!
● ইস্টিং বিস্টিং ব্লাবাস্টিকা ভুম ভুমিষ্টা!
● শিঞ্জাপ্পা কেকো শাম্পাপুরি!
এবার দেখি ব্লগের মানুষের ক্রিয়েটিভিটি কেমন!
জাঝাকাল্লাহু খায়রান/জাঝা এইগুলা তো বহুকাল ব্যবহার হইল! এইবার আসেন নতুন কোন কাবজাব ডায়ালগ বানাই!
টার্মসঃ
● ডায়ালগ অর্থহীন হইলেও উচ্চারণযোগ্য হইতে হবে।
পুনশ্চঃ
কেউ যদি পোস্টের বা কমেন্টের অর্থহীন কাবজাব ডায়ালগ গুলার সাথে আরও এক-দুই লাইন বাক্য বা শব্দ যোগ করে অর্থবোধক কোন কিছু দাঁড় করাতে পারেন তাহলে তার ক্রিয়েটিভিটির লেভেল দ্বিগুণ বলিয়া ধরিয়া লওয়া হইবে!
০২ রা জুলাই, ২০১১ রাত ১১:৪০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: ভাল হইছে।
যদিও ডায়ালগটার মধ্যে সূক্ষ্ণ কোন অন্তর্নিহিত অর্থের গন্ধ পাইতেছি!
২| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:০৪
শশী হিমু বলেছেন: ● চিবান্দামা গিলুস্কু হাউলাইত্তা ফালাফালা!
এইডা আমি দিসিলাম
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:০৮
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: অয়!
দেখছিলাম!
চ্রম হইছে!
দেখেন, মাথার তে আরও কিছু ডায়ালগ বাইর করতে পারেন কি না!
৩| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:০৯
ত্রিনিত্রি বলেছেন: আমি একটা শব্দ প্রচলন করে মোটামোটি হিট খাইছি। শব্দটা হচ্ছে চ্যাও ম্যাঁও আর ম্যাঁও। অবশ্য দুইটার অর্থ ভিন্ন।
২০০৭ সালে ম্যাঁও এর মিনিং নিয়ে আমার ক্লাসে ব্যাপক হাউকাউ হওয়ায় বাধ্য হয়ে ম্যাঁও এর সংজ্ঞা প্রদান করতে হয় আমাকে। সংজ্ঞা নিম্নরূপঃ
"when ur out of word, and cant find something to describe properly in a negative way, then u can use MAO as the substitute word. but use it with caution, as it will always represent negative meaning".
আমি ডি লা গ্রান্ডি তেই আছি!!! নতুন কিছু নাইক্কা!
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:২৪
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: চ্যাও ম্যাঁও- সেইরকম ডায়ালগ! যদিও ডায়ালগটা আগে কোথাও শুনসি বলে মনে হইতেসে!
কে জানে, হয়ত আপনার কোন ক্লাসমেট বা পরিচিত কারও মুখেই শুনসিলাম!
ডায়ালগটা থেকে এর সংজ্ঞাটা বেশি জোস্!
কলেজে থাকতে আমরা বন্ধুরা মিলেও একটা বের করসিলাম। যেটা পরবর্তীতে আমাদের কলেজের এক প্রকার অ্যান্থেমেই পরিণত হয়!
ডায়ালগটা হলঃ
ঊঈঈঈঈঈঈঈঈঈ!
ক্লাসরুমে স্যার ক্লাস নিতেসেন। এমন সময় হঠাৎ করে পুরা ক্লাসের ১৮০টা ছেলে সমস্বরে ঊঈঈঈঈঈঈঈঈঈ! করে চিৎকার দিয়ে উঠল!
স্যারের অবস্থাটা একবার কল্পনা করে দেখেন!
৪| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:১৪
লাবণ্য ও মেঘমালা বলেছেন:
এইসব আমার মাথায় তেমন আসে না.
দেখি অন্যরা কি বলে. সেগুলোই পড়ে যাব
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:২৮
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: মাথায় আসতে হবে না!
মুখে যা আসে, মানে লিখার সময় হাতে যা আসে লিখে ফেলেন!
৫| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:১৯
শশী হিমু বলেছেন: খায়াতুল পিনিক্কো ডিস্টার্বোইনা হেডোকোয়াতারো ঊলফুতুল ঢেকজ্জজ!!
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৪৫
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: অতিমাত্রায় জটিল!
ইস্কুলের পুলাপানরে এইরাম কুন লাইন মুখস্থ করতে দিলে সব কাইন্দা পালাবে!
৬| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৩৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৪৮
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: খালি হাসলে হপে নাকো মিস্টার ডাচম্যান!
কুন ডায়ালগও দিতে হপে!
৭| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৩৯
চশমখোর বলেছেন: আলা চুকা
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৫০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: অ্যালা মিড্যা!
৮| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৪৬
শশী হিমু বলেছেন: ভাই এইডার কিন্তু একটা মানে আছে!!
অতিরিক্ত পিনিক খাওয়াতে ঢেকুর ফলে মাথা খারাপ হইছে, ডিস্টার্ব কইরেন না!!
উনু বুঝুতুং হামা ডাইলোগ্গা কাবাজাবা??
০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৫৪
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: মাঝখানে ডিস্টার্ব ওয়ার্ডটা দেইখা আমিও ধারণা করছিলাম এইটা ইঙ্গিতপূর্ণ কুন ডায়ালগ!
উনু বুঝুতুং হামা ডাইলোগ্গা কাবাজাবা!
এইটার মানে কী?
আমার লগে কাবজাব করলে আমি তুমারে ডাইল খাওয়ায় দিমু! এইরাম কিছু?
৯| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৫৬
বাংলার আগন্তুক বলেছেন: # দুইন্যাডা লারেলাপ্পা কুক্কুরুকুক - আমার এই ডায়লগটা ভার্সিটি লাইফে চ্রম হিট খাইসিলো।
# ডিংগা চিকা ডিংগা চিকা রে এহ এহ এহ - এইডা কুনু ডায়লগ না। একটা হিন্দী গান। সাল্লু ভাইয়ের ছুপাড় হিট। এইটা দিয়ার মানে হইলো, আমরা ডায়লগ বানাই, আর দাদারা গান বানাইয়া ফেলে। আজিব দুনিয়া।
০৩ রা জুলাই, ২০১১ রাত ১:০১
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: দুইন্যাডা লারেলাপ্পা কুক্কুরুকুক
লাস্টের কুক্কুরুকুকটা ব্যাপক মজার!
ভবিষ্যতে এই পুস্টের কুন ডায়ালগও দাদাদের ছিনেমাতে গান হিসেবে ব্যবহার হইতে দেখলে অবাক হইয়েন না!
১০| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:০০
শশী হিমু বলেছেন:
আপনার তরজমা পইড়া হাসতে হাসতে আমার পেটে খিল ধরসে।
উনু বুঝুতুং হামা ডাইলোগ্গা কাবাজাবা!
এইটার মানে হইল, আপনি কি আমার কাবজাব ডাইলগ বুঝছেন!
০৩ রা জুলাই, ২০১১ রাত ১:০৫
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: খ্রাপ না! কাছাকাছি গেছিলাম!
খালি ডায়ালগরে ডাইল মনে কইরা ফেলছি!
১১| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:০৫
শশী হিমু বলেছেন: হিড়কিড়ি মিড়মিড় লিককিড়ি চিড়চিড়!!
০৩ রা জুলাই, ২০১১ রাত ১:১০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: আপনের মাথা তো দেখি তুফানের গতিতে কাম করা শুরু করছে!
হিড়কিড়ি মিড়মিড় লিককিড়ি চিড়চিড়!
এইটার মানে কি শীতে আমার লিকলিকে হাড় কিড়মিড় করে চিড়চিড় আওয়াজ করছে! টাইপের কিছু?!
১২| ০৩ রা জুলাই, ২০১১ রাত ১:১৭
শশী হিমু বলেছেন: জানিনা, মাথায় খালি কাবজাব ডাইলগ ঘুরতাছে!!
সব আফনের দুষ, কি যে ঢুকাইলেন মাথায়!!
হিড়কিড়ি মিড়মিড় লিককিড়ি চিড়চিড়!
এইটা রাগ সুচক কাবজাব হিসেবে গণ্য করা যায়!
০৩ রা জুলাই, ২০১১ রাত ১:৩১
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: উস্কানি পায়া দীর্ঘদিনের সুপ্ত পোরতিভা আজকা আপনার সব বাইর হয়া আসতেছে!
১৩| ০৩ রা জুলাই, ২০১১ রাত ২:৩৪
মুহাম্মাদ মাসুম বিল্লাহ বলেছেন: তুড়িক্কা পুড়িক্কা তুড়ি বুড়ি খিরি খিরি খার
ছুড়িক্কা মুড়িক্কা কুড়ি কুড়ি ছারি ছারি মার
০৩ রা জুলাই, ২০১১ দুপুর ২:৪৮
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: বেশী বড় হয়া গেছে।
এই ডায়ালগ একবার বলার পর আপনি নিজেই দ্বিতীয়বার বলতে পারবেন না!
১৪| ০৩ রা জুলাই, ২০১১ রাত ২:৪৬
ত্রিনিত্রি বলেছেন: এত্তু কঠিন কঠিন কাবজাব দিলে হবে ??
মুখস্ত করতে লাগবে তিন দিন! ২/৩ শব্দের মাঝে বানাতে হবে!! আমারটা কি ইজি দেখো!
০৩ রা জুলাই, ২০১১ রাত ৮:৫০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: চ্যাও ম্যাঁও
বলতেও দারুণ মজা লাগে!
যান, আমারটাও ছোট করে দিলাম!
জাস্ট কিরি কিরিক্কা!
১৫| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ২:০৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: হুজুগুজু মুজুম্বুরা
০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:১৬
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: হুজুগুজু মুজুম্বুরা!
ভাল হইছে!
বিশেষ কইরা হুজুগুজু অংশটা বেশি জোস্!
১৬| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ২:০৭
কাকঁন বলেছেন: ইটিন বিটিন টিটিন...
আমি বোঝিনা ওই সব।
ইটিন বিটিন টিটিন...হি হি হি।
০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:১৯
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: আপনি কী বুঝাইলেন সেইটা আবার আমিই বুঝলাম না!
আমি বোঝিনা ওই সব।
কোন সব বুঝেন না আপনি?
নাকি ইটিন বিটিন টিটিন এটার মানেই আমি বোঝিনা ওই সব।
১৭| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১০:৫৬
বাদ দেন বলেছেন: পস্তভালহিচেভাল্কিচুদায়ল্গসিকছি
০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১০:৫৯
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: টার্মসঃ
● ডায়ালগ অর্থহীন হইলেও উচ্চারণযোগ্য হইতে হবে।
এইরাম ডায়ালগ দিলে হইব না!
১৮| ০৫ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৫
বাদ দেন বলেছেন: ডায়ালগ অর্থহীন???????????????
০৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:০১
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: ইঙ্গিতপূর্ণ ডায়ালগ এইটা বুঝছিলাম!
কিন্তু আসল অর্থ বুঝি নাইক্কা!
১৯| ০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩১
নৈঃশব্দের হাহাকার বলেছেন: উতুথু বেস্কু ফু______
০৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৫
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: খ্রাপ না!
২০| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪৩
ডেজা-ভু বলেছেন: বাদ দেন বলেছেন: পস্তভালহিচেভাল্কিচুদায়ল্গসিকছি।
এর মাইনে হইলো- পোস্ট ভালো হইছে, ভালো কিছু ডায়লগ শিখছি।
--------------------------------------------------------
ক্যাপ কোপা ক্যাপ।
০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৭
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: খাইছে!
আপনের মাথাত তো দেখি দুনিয়ার বুদ্ধি!
এই ভেজাইল্লা ডায়ালগের মানেও বুইঝা ফালাইছেন!
ক্যাপ কোপা ক্যাপ।
ডায়ালগটা ব্যাপক ভাল লাগল!
২১| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৭
শব্দহীন জোছনা বলেছেন: আন্তানা তুকিতুকি, লেবুয়ানা বুকিবুকি! সামুয়ানা উঁকিঝুঁকি...
হাহ ! হাহ! বড়ই জশিলা হইসে পোষ্টা... উত্তম অতি উত্তম এই
কাবজাব ডায়ালগ গুলা...
২২| ০৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৮
ডেজা-ভু বলেছেন: লাইশ্টু পাইশ্টু কাইশ
আমার পছন্দের ডায়লগ, মনে হয় কোনো ছিনেমার ডায়লগ ছিলো।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১১ রাত ১১:৩২
মাহমুদডবি বলেছেন: হিট নট খিমিটেড ডান্ডিপটাশ , আই নট চাজ ।