![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশিরের সাদা রং
খালি গায়ে মেখে,
গড়াগড়ি খেয়েছিলাম
কোন এক সকালে।
ছুটে যেতাম বহুদূর
নীলিমার প্রান্তে,
কোথায় যেনো হারিয়ে যেতাম
নিজ মনের অজান্তে।
ঘুমের ঘোরে ভেসে যেতাম
স্বপ্নের ধরাতে,
সেই ঘোর কেটে যেতো
মিষ্টি প্রভাতে।
করেছি যে কত মজা,
ধরেছি যে বায়না,
গল্পে শুনতাম
অজগর আর হায়না।
অবুঝ হয়ে গুনতাম
আকাশের তারা,আহার গলায় নামতোনা
মায়ের হাত ছাড়া।
হাসি-কান্না মিশে ছিলো
আর কত খেলা,
এইভাবে কেটে ছিলো
আমার ছেলে বেলা।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
কল্লোল পথিক বলেছেন: বাহঃ দারুন কবিতা
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
প্রতিবাদী অবলা বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর ছন্দ ।
শুভ নববর্ষ
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছেলেবেলার ছড়িতা অসাধারণ লাগলো।
১ম +
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
আরণ্যক রাখাল বলেছেন: ব্লা ব্লা ব্লা!
সুন্দর ছড়া
৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা আপনার লেখায়।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
প্রতিবাদী অবলা বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ
১০| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫১
রুদ্র জাহেদ বলেছেন: দারুণভাবে চিত্রায়ন করলেন ছেলেবেলাকে
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
স্বপ্নবাজ তরী বলেছেন: অামার ছোটবেলার দৃশ্য গুলো ডেন ফুটে উঠেছে