নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদী অবলা

এক প্রতিবাদী তরুণী

প্রতিবাদী অবলা › বিস্তারিত পোস্টঃ

আমাদের দিনকাল

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

আমরা যা ধারন করি তাই আমাদের সংস্কৃতি(Culture).এখ­ন প্রশ্ন হচ্ছে আমরা কি ধারন করি? বর্তমানে আমরা এমন একটা সময়ে এস পৌঁছেছি, না আমরা ষোলআনা বাঙ্গালী,না আমরা ষোলআনা ওয়েস্টার্ন। আমরা একটি অন্ধ অনুকরণের ভেতর দিয়ে যাচ্ছি।যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই শেষ করছে/করবে।
.
নিজের কিছু অভিজ্ঞতার কথাই বলি।সেদিন বাসায় টিভি দেখছিলাম।আমার ছোট বোনও বাসায় টিভি দেখছে।টিভিতে এমন একটি দৃশ্য হঠাৎ এলো যা আমার জন্য আপত্তিকর ছিলো।আর আমরা যখন ছোট ছিলাম শাবানা আলমগীর লাইট নিভিয়ে শুয়ে পড়লেই আমরা লজ্জায় মরে যেতাম।ওঠে যেতাম রুম ছেড়ে।সেদিন দুটো বাচ্ছা খেলছে। আমি আগ্রহী হলাম ওরা কি খেলেছে সেটা দেখতে।ওরা পুতুল খেলছে।একটা পুতুলের নাম পাখি আরেকটার নাম অরন্য! আমি বিশ্মিত হলেও ওদের জন্য এটা স্বাভাবিক ছিলো।কারন ওদের আম্মুরা প্রতিদিন রাতে এসব দেখেই নাক আর চোখের পানি এক করে।
.
কোথায় নোংরামি নেই? কাপড়ে, কথায়,চাল চলনে সব কিছুতেই অশালীনতায় ভরা।ভীনদেশী কালচারের একটা অন্ধ অনুকরণ চলছে এখানে।যা জাতি হিসেবে আমাদের জন্য আত্মবিনাশী।আমরা ইচ্ছে করে আমাদের ফিউচার জেনারেশনের হাতে নিজেকে শেষ করার সব গুলো অস্ত্র ধরিয়ে দিচ্ছি।আমরা আধুনিকতা নাম দিয়ে এই নোংরামি কে সভ্য বলে চালিয়ে দিচ্ছি।একটি জাতি কখনোই উন্নতি করতে পারবেনা যতক্ষণ না তার সংস্কৃতির মজবুত ভিত রচিত হবে।
.
এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা আধুনিক হবোনা?আমরা কি মান্ধাতা আমলেই পড়ে থাকবো?অবশ্যই আমরা আধুনিক হবো।তবে যে আধুনিকতায় কোন নোংরামি থাকবেনা।যে আধুনিকতায় পাখি ড্রেস /কিরনমালা ড্রেস থাকবেনা।আমাদের সভ্য সুন্দর হতে হলে আমাদের ফিরে যেতে হবে ধর্মীয় অনুশাসনের পথে।আমাদের ফিরে যেতে হবে আমাদের নিজস্বতার দিকে।আমরা ওয়েস্টার্ন তাই গ্রহণ করবো যা আমাদের জন্য ভালো হবে।আমরা ভারতীয় তাই গ্রহণ করবো যা আমাদের নিজস্বতার উপর কোন আঘাত হানবেনা।আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই।সেটার জন্য দরকার একটি সুন্দর সংস্কৃতির চর্চা।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভালো কথা

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

তার আর পর নেই… বলেছেন: পাখি অরন্য দেখতে পারেন, খুবই সুন্দর ;) বোঝেনা সে বোঝেনা ;)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভীনদেশী কালচারের একটা অন্ধ অনুকরণ চলছে এখানে।যা জাতি হিসেবে আমাদের জন্য আত্মবিনাশী।আমরা ইচ্ছে করে আমাদের ফিউচার জেনারেশনের হাতে নিজেকে শেষ করার সব গুলো অস্ত্র ধরিয়ে দিচ্ছি।আমরা আধুনিকতা নাম দিয়ে এই নোংরামি কে সভ্য বলে চালিয়ে দিচ্ছি।একটি জাতি কখনোই উন্নতি করতে পারবেনা যতক্ষণ না তার সংস্কৃতির মজবুত ভিত রচিত হবে।

সঠিক কথা।

আমাদের সংস্কৃতিক দিক নির্দেশনা এখন সময়ের প্রয়োজন। আধুনিকতা মানে অশ্লীলতা সিজস্ব স্বকীয়তা বিসর্জন দেয়া নয়। বরং নিজের মতো করে সাজিয়ে নেয়া। এই বোধের বিকাশে আমাদের মিডিয়ার প্রচুর কাজ করতে হবে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

অণুষ বলেছেন: দারুন লিখেছেন। সহমত।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

প্রতিবাদী অবলা বলেছেন: ধন্যবাদ

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পুরোপুরি সহমত পোস্টের বক্তব্যের সাথে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

প্রতিবাদী অবলা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ

৮| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: কোথায় নোংরামি নেই? কাপড়ে, কথায়,চাল চলনে সব কিছুতেই অশালীনতায় ভরা।ভীনদেশী কালচারের একটা অন্ধ অনুকরণ চলছে এখানে।যা জাতি হিসেবে আমাদের জন্য আত্মবিনাশী আমরা ইচ্ছে করে আমাদের ফিউচার জেনারেশনের হাতে নিজেকে শেষ করার সব গুলো অস্ত্র ধরিয়ে দিচ্ছি।আমরা আধুনিকতা নাম
দিয়ে এই নোংরামি কে সভ্য বলে চালিয়ে দিচ্ছি।একটি জাতি কখনোই উন্নতি করতে পারবেনা যতক্ষণ না তার সংস্কৃতির মজবুত ভিত রচিত হবে।
পুরোপুরি সহমত।অল্পকথার সুন্দর লেখাতে ভালোই বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.