নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদী অবলা

এক প্রতিবাদী তরুণী

প্রতিবাদী অবলা › বিস্তারিত পোস্টঃ

নারীর মূল্য (অনু গল্প)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

আদিল সাহেব অফিস শেষে বাসায় আসলেন।বাসায় ঢুকে উনি দেখলেন ওনার একমাত্র ছেলে টিভি দেখছে।সে জানায় এখনো খাওয়া হয়নি।কারন মা আজ রান্না করেনি।তিনি দেখলেন বাসায় সব কিছু এলোমেলো। সোফার কুশন, রান্নাঘরের হাড়ি পাতিল সব এলোমেলো। আদিল সাহেব অত্যন্ত রেগে গেলেন।উনি ওনার স্ত্রী কে খুঁজতে লাগলেন।বাসার কোথাও নেই।উনি ছাদে গেলেন।
.
উনি অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলেন তার স্ত্রী ছাদে আরাম করে দুলছেন।আর গুনগুন করে গান গাইছে।উনি কি হয়েছে জানতে চাইলেন? তার স্ত্রী বললো,আজ আমি কোন কাজ করিনি।তুমি বলো বাসায় আমার কি কাজ।আমি কিছুই করিনা।এখন দেখো আমার কি কাজ।আদিল সাহেব উনার ভুল বুঝতে পারলেন।
.
একজন নারী পুরুষের চাইতে ৭৫% বেশি কাজ করে।তাও আমরা তার কাজকে কাজ মনে করিনা।পুরুষ বাইরে যা করে সেটাই কাজ।কারন তা থেকে টাকা আসে।তাহলে নারী যদি তার ২৪ ঘন্টা ডিউটির জন্য বেতন নেয় তবে বেতন কত হয়????

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: হাহাহা.....সত্যই বলেছেন। !:#P

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অনিসাদ রাজেদ বলেছেন: ;) বেশ

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

ফারিহা নোভা বলেছেন: হা হা চমৎকার ভাবে তুলে ধরেছেন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

যুগল শব্দ বলেছেন:
২৪ ঘণ্টা কিভাবে কাজ করা যায় !! X(

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

প্রতিবাদী অবলা বলেছেন: সময়ের আধিক্যতা বুঝাতে ২৪ ঘন্টা বলা হয়েছে

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল তো!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

মুদ্‌দাকির বলেছেন: সহমত+++++

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১

মুদ্‌দাকির বলেছেন: সহমত+++++

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০

প্রতিবাদী অবলা বলেছেন: ধন্যবাদ

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

বিজন রয় বলেছেন: সুন্দর লেখা। +++

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

মিতু রহমান বলেছেন: যে নারী বাসায় থাকবে, তাকেই ঘরের সব কাজ করতে হবে।-- এমনটাই মনে করেন আমার কলিগ। এক পর্যায়ে উনাকে জিজ্ঞেস করলাম কোনোদিন কি খাওয়া শেষে নিজের প্লেটটা ধুয়েছেন? তার উত্তর -- আগে মা ধুয়ে দিত। এখন বউ ধোয়। আমি ধোবো কেন? সারাদিন অফিসে কাজ করে কি বাসায় গিয়েও কাজ করবো!

অধিকাংশ পুরুষদের এই মনোভাব হয়তবা। যিনি কর্মজীবি নারী তাকে কিন্তু ঘরের আর বাইরের দুই জায়গার কাজই করতে হয়। কলিগের উত্তর -- আপনার বাসার কাজ তো আপনিই করবেন? হাসব্যান্ড হেল্প করবে কেন? হাসব্যান্ড কি বলছে আপনাকে " যাও তুমি জব করো? "

আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন

১২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

রুদ্র জাহেদ বলেছেন: একজন নারী পুরুষের চাইতে ৭৫% বেশি কাজ করে।তাও আমরা তার কাজকে কাজ মনে করিনা।পুরুষ বাইরে যা করে সেটাই কাজ।কারন তা থেকে টাকা আসে।তাহলে নারী যদি তার ২৪ ঘন্টা ডিউটির জন্য বেতন নেয় তবে বেতন কত হয়????
যথাযথ বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.