![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাবী, আমার
এমন কেউ একজন আছে।
যে, আমায় নিয়ে রোজ ভাবে,,
আমি ঠিকমত খাচ্ছিতো?
নাকি না খেয়ে আছি।
ঠিকভাবে শুয়েছিতো,?
নাকি কাঁথাটা সরে গেছে
গায়ের উপর থেকে।
সাবধানে রাস্তা পার হচ্ছিতো?
নাকি হাত ধরে
যাবার জন্য অপেক্ষা করছি।
ঠিকমত ওষুধ খাচ্ছিতো ?
নাকি না খেয়েই
ঘুমিয়ে পড়েছি।
আমি ভাবী কেউ একজন রোজ রাতে
আমার কথা ভাবে আর,
আমাকে পাওয়ার আসায়
চটপট করতে থাকে।
আমার হাত ধরবে বলে
সে উপেক্ষা করছে
হাজারো হাতের ছোঁয়া।
আমি ভাবী আমার কষ্টে
হয়তো তার হৃদয়
হু হু করে কেঁপে উঠে।
আসলে কি তাই?????
নাকি এটাও সব ভাবনার
একটি ভাবনা।।।।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
হাইপারসনিক বলেছেন: ভাবতে থাকেন....
সত্য পরিণত করতেও চেষ্টা করুন ।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
নীল চিরকুট বলেছেন: যে চলে গেছে , আপনাকে এখনআর ভালোলাগেনা বলেই চলে গেছে, যে মানুষটিকে আর ভালেলাগেনা তার কাছে সে আর আসবে না কখনোই না,
প্রমান সহ বলতে পারি,
যেখানে পৃথিবীটাই নিষ্ঠুর পৃথীবির মানূষগুলোইবা নিষ্টুর হতে সমস্যা কি,
এখানে কেউ কারো জন্য ভাবে না, মোটেই না।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
রিপি বলেছেন: বাহ ভালো লিখেছেন...। তবে সারাক্ষন শুধু ভাবলেই হবে না... এটাও মনে রাখতে হবে যে মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার তৈরী বিশ্বাস ঘাতক প্রাণি..। তাি মাঝে মাঝে নিজেকে নিয়েও ভাবটে হবে।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ চমৎকার লাগল।
৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৪
সপ্নহীন এক যুবরাজ বলেছেন: আমি ভাবী কেউ একজন রোজ রাতে
আমার কথা ভাবে আর,
আমাকে পাওয়ার আসাইয়
ছটপট করতে থাকে।
আমার হাত ধরবে বলে
সে উপেক্ষা করছে
হাজারো হাতের ছোঁয়া।
আমি ভাবী আমার কষ্টে
হয়তো তার হৃদয়
হু হু করে কেঁপে উঠে।
আসলে কি তাই?????
নাকি এটাও সব ভাবনার
একটি ভাবনা।।।।
৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
রুদ্র জাহেদ বলেছেন: ভাবনারা সত্যে পরিণত হোক।কেউ একজন সত্যিকারের আপনাতেই পরিণত হোক
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
সুমন কর বলেছেন: ভাবনাগুলো সত্য হয়ে যাক...