![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাচ্ছি কিসের তরে,
একটু একটু করে।
যে জগৎ মোর চিরঅচেনা,
সে জগৎএর তরে।
ইচ্ছে করে, আরকটা দিন।
রঙ্গিন হয়ে থাকতে,
আপন মনে তোর পাণেতে
স্বপ্ন মায়া আঁকতে।
কাল যে আজ বড় নিষ্ঠুর
কেড়ে নিতে চাইছে,
যবণিকার সুর যে আজ
চারিপাশে বইছে।
কেমন করে থাকবিরে তুই
আমায় ছেড়ে বল?
আপন মনে বেঁধে রাখিস
অতৃপ্ত আঁখির জল।
ভুল হলে মোর করিস ক্ষমা,
নারী বলে ওরে!
আর যে কিছু চাওয়ার নেই আজ
তোর ভুবনের তরে
স্বপ্ন গুলো ভরে রাখিস
নীল কাগজের খামে,
চিঠি গুলো উড়িয়ে দিস
যা ছিলো তোর নামে।
বিদায় ঘন্ট বাজিছে আজ,
বিদায় নেবার পালা।
স্মৃতি চিহ্ন রেখে গেলাম
আমি চির অবলা,,
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
স্বপ্নবাজ তরী বলেছেন: আবার আমি আসবে তোর তরে
অধিকার অাদায়ের দাবী নিয়ে
আবার হাঁটবো হাতটি ধরে
ভাসবো মেঘের দলে
তোর চোখের অশ্রু আমি
দিবোনা আর ঝরতে
নতুন করে তোর ছবি
অাঁকবো হৃদয় পটে।