![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈরাশ্যের গহব্বর খুঁড়ি আমি,
নিভৃতে বসে একা।
চোখে মুখে রিক্ততা
আর, অনবধানতার সিক্ততা
.
ক্ষুব্ধ মনে ওঠে গঞ্জনা
গর্জে উঠতে নেই মানা
তবু কেন?
কেন এই নিরবতা????
.
নিভৃতে বসে আজো করি,
তোমারি দেবার্চনা,
ভুলে সব ভৎসনা।
অকাতর চিত্তে বলতে পারি
আমি তোমারি ছিলাম, আজো তোমারি।
.
ভুল যদি করে থাকি
কর মোরে ক্ষমা
তুমি শিব, আমি ইতর।
.
আজ আমি একা সঙ্গী হারা,
নিজে করি স্বগোতোক্তি।
কেহ শুনেনা মোর সেই ধ্বনি
তাইতো, অনবধানতায়,
রিক্ততার উপস্থিতিতে খুঁড়ি,
আজো আমার সেই
নৈরাশ্যের গহব্বর।।।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
প্রতিবাদী অবলা বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
রাজসোহান বলেছেন: ++
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ভাললাগার কবিতা।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
প্রতিবাদী অবলা বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই
৬| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪২
অণুষ বলেছেন: ভুল যদি করে থাকি
কর মোরে ক্ষমা
তুমি শিব, আমি ইতর।
লাইনগুলো ভালো লেগেছে।
কবিতায় ++++++ দিলাম।
৭| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: অকাতর চিত্তে বলতে পারি
আমি তোমারি ছিলাম, আজো তোমারি। - হয়তো সময় থাকতে এ প্রত্যয় যথাযথভাবে ব্যক্ত হয় নাই, তাই কবিতায় এ অনুশোচনা ফুটে উঠেছেঃ
আজ আমি একা সঙ্গী হারা,
নিজে করি স্বগোতোক্তি ----
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
বিজন রয় বলেছেন: বিনষণ্ণতা, নৈরাশ্যবাদ এই কবিতাটির মূল ভাব।
ভাল হয়েছে।