নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Hridoy

ব্লগার পিনিকলাল

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ॥\n\n—ডেল কার্নেগি।

ব্লগার পিনিকলাল › বিস্তারিত পোস্টঃ

ঘোরার ডিম

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

খুব খারাপ লাগছিলো , এই কনকনে শীতের মধ্যে ছাদে যাওয়া ছাড়া কোনো উপায় পেলাম না , এদিক ওদিক পায়চারি করছি , মন টা কেমন যেন আনমনা হয়ে যাচ্ছে , হারানোর কষ্ট টা কুকডে উঠলো বুকের মধ্যে , কি করবো বুঝতে পারতেছিনা , কেন জানি ইচ্ছে হলো তোমাকে একটা কল দিতে ,



জানো আমার না এরকম কখনো ফিল হয়নি , নিজের অজান্তেই তোমার নাম্বার টাই কল দিলাম অনেক ক্ষন হলো লাইন পাওয়া যাচ্ছে না , যতই সেকেন্ড যাচ্ছে মনে হচ্ছে আমার হৃদকম্পন থেমে যাচ্ছে ,লাইন টা কেটে দেয়ার মত এতটুকু শক্তি আমার ছিলো । ভাগ্যিস লাইন টা আপনা আপনি কেটে গেল ,



শির শির করে বাতাস বয়ে যাচ্ছে কিন্তু আমার এত টুকুও অনুভব করার ক্ষমতা নেই ।জানো এদানিং তোমাকে প্রায় দেখতে ইচ্ছে করে কিন্তু তোমার যে কইটা ছবি ছিল আমার কাছে তাও নষ্ট করে ফেলেছি , আমি কেন জানি পাগলের মত হয়ে গেছি শুধু একটি বারের জন্য তোমায় দেখবো বলে , কিন্তু কোনো উপায় নেই , ভাগ্য আমার অতি সুপ্রসন্ন হল এই প্রথম বার , ড্রাইভার রিকোবার দিয়ে একটি ছবি খুজে পেলাম , যাক অনেক অনেক শান্তি পেলাম যে তোমায় না পারি তোমার ছবি টা দেখতে পারলাম বলে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

সুমন কর বলেছেন: এই ধরনের একটি লেখা, মনে হয় পড়েছিলাম। শেষের রিকোবার অংশটুকু।
হ্যাপি ব্লগিং..... =p~ =p~

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

আমি নিন্দুক বলেছেন: গান্জার উপর পিনিক আর নাই........

উরি বাবা.....

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

ব্লগার পিনিকলাল বলেছেন: পিনিকলালতো, তাই

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

উদাস কিশোর বলেছেন: নতুন বউ কে স্বাগতম :P
হ্যাপি ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.