নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Hridoy

ব্লগার পিনিকলাল

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ॥\n\n—ডেল কার্নেগি।

ব্লগার পিনিকলাল › বিস্তারিত পোস্টঃ

এটাই কি বাস্তব ?

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

"সব নোংড়ামি"

বাংলাদেশে সমবয়সীদের সাথে ভালোবাসার বিষয়টি বেশি লক্ষনীয়। যার কোন ভবিষ্যত নাই। ছেলেটির যোগত্যা অর্জনের বহু আগেই মেয়েটির পাড়ি জমাতে হয় শ্বশুরবাড়ি, অতঃপর সন্তানের জননী হয়ে সংসারি হয়ে যেতে হয। অথচ এরাই লেখাপড়ার নামে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমবয়সীদের সাথেই অবাধ মেলামেশায় জড়িয়ে পড়ে।

কথনো কথনো গর্ভবতীও হয়ে পড়ে।

আর পরিবারকে সে কথা না জানাতে পেরে অনেকেই বেছে নেয় আত্মহত্যার পথ অথবা অনাগত শিশুটিকে হত্যা।

মূলত, এই প্রেমের আড়ালে চলছে নারী দেহ ভোগ আর উভয়ের যৌন চাহিদা পূরণ ও নোংড়ামি। নিজেদের শারীরিক চাহিদা মেটানো জন্য মোটামুটি একটি প্রেমিক বা প্রেমিকা হলেই হয়। কারো মন বা আচরণ ভালো হোক না হোক দেহটা তার সুন্দর হলেই আজকাল প্রেম হয়ে যাচ্ছে।

এছাড়া আর কিছুই না।



সব ক্ষেত্রে প্রযোয্য নয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

উদাস কিশোর বলেছেন: কথা গুলো খুব তাড়াহুড়ো কেরে বলে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন বলে মনে হচ্ছে !
ভাল লিখেছেন । আশা করি আরো ভাল লেখা উপহার দেবেন

২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:২৪

ব্লগার পিনিকলাল বলেছেন: জি, ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.