![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...
ঢাকা টু ব্যাংকক
[আকাশ থেকে ব্যাংকক শহর]
ইমিগ্রেশনের শক্ত গেড়ো কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই পার হয়ে গেলাম। সাধারণত দেখা যায়, এয়ারপোর্টে কোথাও না কোথাও গিট্টু লাগে। হয় ফ্লাইট ডিলে অথবা বোর্ডিং পাসে সমস্যা বা ইমিগ্রেশনে শক্ত গেড়ো। এবার কোনরকম ঝামেলা ছাড়াই ঠিক একটায় বাংলাদেশ বিমান আমাদের নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ছোটবেলা থেকে বিমালবালাদের রুপের যে অপরুপ বর্ণনা শুনে এসেছি বাংলাদেশ বিমানে তার ছায়াও মেলে না। বিমানবালাদের কড়া মেকাপে বয়স ঢাকা আপ্রাণ চেষ্টা দেখে মায়াই লাগে। আহারে বেচারীরা ! টলটলে চেহারার বিমানবালা মুখে তার সদা মিষ্টি হাসি না পেলাম অন্তত সুন্দর ব্যবহার তাদের কাছে আসা করতেই পারি। ব্যবহারে তারা প্রাইমারি স্কুলের কড়া মেজাজের হেডমিস্ট্রেস। কথা বলেন ধমকের সুরে, এই যে খাবারটা ধরেন। বিমান আকাশে উড্ডয়নের পরপর খাবার এলো। পুরাই বাঙালী খাবার। ভাত, মাংস, সবজি, ফিন্নি, কোকাকোলা আর চা। পেট পুরেই খেলুম। আবার কবে বাঙালী খাবার খেতে পারি তার তো ঠিক না। থাই্ল্যান্ডে কেমন ধারার খাবার অপেক্ষা করছে কে জানে? খাওয়া পর্ব শেষ হতে না হতেই টয়লেটে বিশাল লাইন পরে গেল। প্রথমে ভাবলাম বাংলাদেশ বিমানের অবদান। পরে বোঝাগেল এসবই আদমব্যবসায়ী কারসাজি। বিমানে মালয়েশিয়াগামী প্রায় পশ্চাশজনের শ্রমিকের একটা দল উঠেছে। তারা ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাবে। আশ্চর্যের ব্যাপার মালয়েশিয়াগামী শ্রমিকদের কারোরই পাসপোর্ট নেই। ভুয়া পাসপোর্ট দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পার হয়েছে। সেই পাসপোর্ট প্লেন-এ উঠেই ছিড়ে ফেলল। এক দালালকে দেখলাম সবাইকে নতুন আরেকটা পাসপোর্ট দিল। যে পাসপোর্টে সবার নাম পরিচয় চেঞ্জ। কামালের হয়ে গেল জামাল, পিতার নাম আক্কাসের এর পরিবর্তে বক্কার। এমনকি নিজের চেহারার সাথে পাসপোর্টের ছবির কোন মিল নাই। মালয়েশিয়া শ্রমিকের সবাই নিরক্ষর। নতুন পাসপোর্টে কী আছে কেউই পড়তে পারে না। এই পাসপোর্ট নিয়ে এরা কিভাবে মালয়েশিয়া যাবে আল্লাহই জানে। এরা নাকি একেকজনে দালালকে আড়াই লক্ষ টাকা দিয়েছে। এখন দালালের খেলার পুতুল। যখন যা বলছে তাই করছে। দালালের নির্দেশে পুরানো পাসপোর্ট ছিড়ে কমোডে ফেলছে। কমোডের ব্যবহার হয়তো এদের জানা নেই। ফলাফল কমোডে পাসপোর্টের জ্যাম বেধেছে। বিমান ক্রুরা এমনিতেই সবসময় ত্যক্ত বিরক্ত থাকে এখন পুরাই ফায়ার। প্লেনে উঠেছি না ছয় নম্বর বাসে এই মুহুর্তে বলা মুশকিল। প্লেন জার্নিতে কখনই স্বাচ্ছন্দ্যবোধ করি না। মাথায় বেশ চাপ লাগে। কানে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। আজকে আদমব্যবসায়ীদের কর্মকান্ড দেখতে দেখতে সময়টা খুব দ্রুতই কাটলো। স্থানীয় সময় সোয়া চারটায় আমরা সুভর্নভুমি বিমানবন্দরে অবতরণ করলাম।
[ব্যাংককের মাটিতে বাংলাদেশ বিমানের প্রতিবিম্ব]
গ্রিনিচমিন সময় অনুসারে থাইল্যান্ড বাংলাদেশ থেকে একঘন্টা এগিয়ে। আমাদের পরবর্তী কর্মসূচী থাইল্যান্ড সময় অনুসারে হবে। তাই ঘড়ির কাটাটা থাইল্যান্ড সময় অনুসারে বদলে নিলাম। সুভর্নভুমি বিমানবন্দরে পা দিয়ে চোখ ধাধিয়ে গেল। ঝকঝকে চকচকে মেঝে। কিছুদূর পরপরই এস্কেলটর। বাংলাদেশ এস্কেলটরগুলো এক ফ্লোর থেকে উপরের ফ্লোরে নিতে ব্যবহার করা হয়। এখানে দেখলাম এরা হাটার বদলে এস্কেলটর ব্যবহার করে। আপনি অনেকদূর থেকে কষ্ট করে থাইল্যান্ড এসেছেন আপনার হাটার কষ্ট কিছুটা উপশমের জন্য ইমিগ্রেশন লাইন পর্যন্ত এস্কেলটরের ব্যবস্থা রয়েছে। এস্কেলটর পা রাখলে এস্কেলটর আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। ইমিগ্রেশনের সামনে বিশাল লাইন। একই সময়ে সুভর্নভূমির বুকে অনেকগুলো প্লেন অবতরণ করেছে। বিভিন্ন দেশের নানা বর্ণের মানুষ, নানা রকমের পোশাক, ভাষা আমার চারপাশে ভীড় জমাচ্ছে। সামনের কয়েকদিন অপরিচিত শব্দের চ্যাংব্যাং শব্দ শুনতে হবে। ইমিগ্রেশনের লাইনে দাড়িয়ে তার মানসিক প্রস্তুতি নিচ্ছি। ভাষা বিড়ম্বনা প্রথম অভিজ্ঞতা হলো ইমিগ্রেশন দাড়িয়েই। ইমিগ্রেশন অফিসারকে অ্যারাইভাল কার্ড আর পাসপোর্ট দিয়ে সামনে দাড়িয়েছি। ইমিগ্রেশন অফিসার ইংরেজি অথবা থাই ভাষা ব্যা ব্যা জাতীয় কিছু বলল। আমি কিছুই না বুঝে বোকার মতো দাড়িয়ে রইলাম। উনি আবারও ব্যা ব্যা জাতীয় কিছু বলল এবং হাতের ইশারা করলো। হাতের ইশারায় বুঝলাম, উনি পিছনে সরে ক্যামেরার সামনে দাড়াতে বলছে। আর মুখে বলছিল, 'ব্যাক'। এমনি থাই উচ্চারণ যে প্রথমে কিছুই বুঝবার পারি নাই। এক মিনিটেই ইমিগ্রেশনের ঝামেলা শেষ হয়ে গেল। এবার লাগেজ সংগ্রহের পালা। লাগেজের পঁচিশটা বুথ। কোনটায় বাংলাদেশ বিমানের লাগেজ কে জানে? কেউ একজন বলল ১৬ নম্বর কাউন্টারে বাংলাদেশ বিমানের লাগেজ পাওয়া যাচ্ছে। ১৬ নম্বর কাউন্টারে লাগেজ ঠিক সময়ে হাজির হলো।
[যে যার লাগেজ বুঝে পেয়েছে। সবার মনে আনন্দ ধরে না]
সুভর্নভূমির সকল আনুষ্ঠানিকতা শেষ করে প্রথমবারের মতো ব্যাংককের মাটিতে পা রাখলাম। প্রথমবারের মতো সাদা হাতির দেশে।
(চলবে...)
আমার দেখা থাইল্যান্ড পর্ব-২
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৩
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৪
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৫
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৬
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৭
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৮
আমার দেখা থাইল্যান্ড পর্ব-৯
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১০
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১১
আমার দেখা থাইল্যান্ড পর্ব-১২
আমার দেখা থাইল্যান্ড (শেষ পর্ব)
২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
আহলান বলেছেন: বেশি বেশী করে ছবি আপডেট করুন। নেপাল থেকে ফেরার পথে এক মফিজ এক বিমান বালার ছবি তুলেছিলো তার মোবাইল দিয়ে,ঐ মহিলার সে কি রাগ! ...আমরা হাসতে হাসতে শেষ ... সেউ সাথে লজ্জাও লাগছিলো ...
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
কেএসরথি বলেছেন: সুন্দর লেখেছেন!
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
আিম এক যাযাবর বলেছেন: ভাই, এই মাসে আমার থাইল্যান্ড যাবার কথা, প্রথমবারের মত বিদেশ যাব, একটু টেনশনে আছি......
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
আলোকিত পৃথিবী বলেছেন: থাইল্যান্ড ভ্রমণের জন্য দারুন দেশ। এদের আয়ের অন্যতম উপায় হচ্ছে পর্যটক। তাই এরা পর্যটকদের জন্য সকল ধরণের সুযোগ-সুবিধা এবং বিনোদনের ব্যবস্থা করে রেখেছে।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
টেকনিসিয়ান বলেছেন: ভ্রমণকাহিনী +, সুন্দর ভাবে ১ম পর্ব শেষ করলেন, কোন সালের ভ্রমণ একটু জানাবেন।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
আলোকিত পৃথিবী বলেছেন: এইতো এই বছরের ২৫ শে মার্চ আমরা বিমানে উঠি
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
েবনিটগ বলেছেন: +
৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো।
৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩০
আমি ইহতিব বলেছেন: থাইল্যান্ড যেতে পারিনি তাতে কি হয়েছে, তোমার লেখায় থাইল্যান্ড এর সৌন্দর্য উপভোগের চেষ্টা করবো। পরের পর্বে যাচ্ছি।
৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগল। কয়েকদিন আগে ঘুরে এলাম।
রিভার ক্রুজ এ গিয়েছেন
http://wp.me/p1KRVz-LC
আশা করি দেখে আসবেন।
১০| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগল। কয়েকদিন আগে ঘুরে এলাম।
রিভার ক্রুজ এ গিয়েছেন
http://wp.me/p1KRVz-LC
আশা করি দেখে আসবেন।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:০১
আলোকিত পৃথিবী বলেছেন: জ্বী, রিভার ক্রজে যাবার সুযোগ হয়েছিল। অসাধারণ এক সন্ধ্যা কেটেছিল। সেই গল্পও বলবো। ব্যস্ততার কারণে সময় করে গল্পগুলো লেখা হয়ে উঠছে না।
১১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩
রহমান সাম্য বলেছেন: এক বসায় আপনার থাই ব্লগের সবগুলো পর্ব পরে ফেললাম। সেই হইসে ভাই সেই। অনেক তথ্যবহুল
মালায়সিয়া, সিঙ্গাপুর ঘুরে আসলাম, মনে হচ্ছে থাইল্যান্ডে ........ মজা আরও বেশি
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৩
আলোকিত পৃথিবী বলেছেন: মালয়েশিয়া আর থাইল্যান্ড দুইদেশেয় অল্পসময়ের জন্য আমার ভ্রমণ অভিজ্ঞতা হইছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের দিক থেকে মালয়েশিয়া থাইল্যান্ড থেকে অনেক সুন্দর। বিশেষ করে মালয়েশিয়ার লাঙ্কাউই' তো অসাধারণ। আর পরিপূর্ণ বিনোদন নিতে চাইলে চুপিসারে থাইল্যান্ড চলে যেয়েন।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
এক্সপেরিয়া বলেছেন: পরের পর্বটা দেন ।