![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধুমাত্র ১৮ জন সিনেটর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলও ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত মার্কিন সরকারের ঋণ সীমা বাড়ানো।
এখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রতিনিধি পরিষদে।
সেখানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতারা বিলটি ঠেকানোর চেষ্টা হবে না বলে ইংগিত দিয়েছেন।
তারা বলছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য খাতে সংস্কারে তাদের যে আপত্তি ছিল সেবিষয়ক শর্ত মেনে নেয়া না হলেও তার বিলটি পাশে কাজ করবেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেটে বিলটি পাশ হলে সে খবরকে স্বাগত জানিয়েছেন।
দেশটির ঋণ খেলাপি হয়ে ওঠার একটি ঝুঁকির মুখে এই বিল পাশ হলো।
রিপাবলিকানরা নতুন বাজেট আটকে দেয়ায় অর্থের অভাবে দেশটির বহু সরকারি প্রতিষ্ঠান ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে
//bbc
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
পুকুরপাড় বলেছেন: কোন লাভ নাই ।
কাগজে কলমে ঠেকাইলে তো হইবেনা । টাকা তো থাকা লাগবে। এদের টাকা কই ? কে দিবে ? যত ঋন এদের আছে তা শোধ করতে পুরা আমেরিকা বিক্রি করলেও হইবেনা।
ইহা মানুষকে বোকা বানানোর ধান্দা ।
এরা ফকির হয়ে গেছে । আর ফকিরের ঠেকাইলেও কি না ঠেকাইলেও কি