![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের অর্থনীতিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন স্বাভাবিক হলেও ব্যক্তিখাতে বিনিয়োগ ও শিল্পখাতে কর্মসংস্থান না বাড়লে চলতি অর্থবছর সরকার নির্ধারিত ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা, সিপিডি।
শনিবার সকালে সিরডাপ মিলনায়তনে অর্থবছরের প্রথম ৬ মাসে দেশের অর্থনীতি পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বাংলা রেট অব গ্রোথ থেকে সুপার বাংলা রেট অব গ্রোথে যাওয়াই বর্তমান অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যক্তিখাতে বিনিযোগ বাড়াতে হবে। কিন্তু এইখাতে বিনিয়োগ বাড়েনি। এসব কারণে সুপার বাংলা রেট অব গ্রোথে যাওয়া এখনও সম্ভব হয়নি।"
প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে ৮ শতাংশে না যেতে পারলে সুপার বাংলা রেট অব গ্রোথ অর্জন হবে না বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া এবার ২৫ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে বলেও জানান তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বাংলাদেশের অর্থনীতি এখন নতুন স্বাভাবিকে পরিণত হয়েছে, বাংলারেট অব গ্রোথ থেকে সুপার বাংলারেট অব গ্রোথে যাওয়াটাই এখন বাংলাদেশের অর্থনীতির মূল চ্যালেঞ্জ, অর্থাৎ ৬ থেকে ৮-৯ শতাংশে নিয়ে যাওয়া।"
©somewhere in net ltd.