নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Poriborton chai

Shurjodoy

Shurjodoy › বিস্তারিত পোস্টঃ

পাঁচ বছর পর মন্দার কবলে রুশ অর্থনীতি

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস ও ডলারের বিপরীতে রুবলের দরপতনে এ বছরের নভেম্বরে রাশিয়ার প্রবৃদ্ধি দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে।

এর মধ্য দিয়ে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো মন্দায় পড়ল মস্কোর অর্থনীতি। গত সোমবার রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১০ দিন সরকারের বিভিন্ন সহায়তামূলক কর্মসূচির সুবাদে রুবলের দরপতন থামানো সম্ভব হয়েছিল। কিন্তু ডলারের বিপরীতে রুবলের মান আবারো দুর্বল হওয়া শুরু করেছে। গত সোমবার মস্কোয় ডলারের বিপরীতে রুবলের মান কমেছে ৫ দশমিক ৪ শতাংশ।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক তেলের দরপতন ও রুবলের দুর্বল অবস্থানের কারণেই রাশিয়ার অর্থনীতিতে মন্দা দেখা গেছে। অনেক দিন ধরেই এ রকম কিছু হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বছরের শুরুতে নেয়া কিছু কিছু পদক্ষেপ তা থামিয়ে রেখেছিল।

চলতি বছরের প্রথম ১১ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় অর্থনীতি প্রসারিত হয়েছিল মাত্র দশমিক ৬ শতাংশ। অবশ্য বিনিয়োগ কমে যাওয়ায় গত বছর থেকেই রাশিয়ার অর্থনীতিতে শ্লথগতি দেখা গিয়েছিল।

মস্কোর সঙ্গে ক্রাইমিয়ার সংযুক্তি ও ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধে রাশিয়ার সমর্থনের পরিপ্রেক্ষিতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা গোষ্ঠী। ফলে রাশিয়ার ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পর থেকেই অর্থনীতিবিদরা দেশটি মন্দায় পড়বে বলে সতর্কতা দিয়ে আসছিলেন।

কিন্তু অক্টোবর পর্যন্ত শিল্পোৎপাদনে অস্থায়ী পুনরুদ্ধার ও বিপুল কৃষি উৎপাদন দেশটিকে মন্দা থেকে রক্ষা করে আসছিল। কিন্তু তেলের দামের সঙ্গে রুবলের মান পতনে রাশিয়ার গৃহস্থালি ব্যয়ের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে, যা দেশটিকে মন্দায় টেনে নিয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

নতুন বলেছেন: হুম এর প্রভাবে আমাদের কাস্টমারের সংখা কমে গেছে ৬০%...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.