![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
==জীবনের স্বাদ==
----------------নোমান
এ রঙ্গিন পৃথিবীর পরতে পরতে
তীক্ষ্ণ অনুভূতি নিয়ে হেঁটেছিলে বটে
চষেছিলে কতনা উর্বরতম ভূমি
জীবনের স্বাদ তবু পেয়েছিলে তুমি?
জানি পাওনি।পেয়েছিলে শুধু কল্পনা,
ব্যর্থ কিছু স্বপ্ন আর বাকিটা ছলনা।
পরে আয়না দেখে বলেই উঠেছিলে,
আমি তো পেয়ে গেছি সেই স্বাদ আমাতে!
এখন তুমি হাঠতে পার,খুলে প্রান-
মনসুখে ইচ্ছে মতো গাও দেখি গান।
নিজের মাঝে পেয়ে গভীরতম সিন্ধু
ডুব দিয়ে সেথা পেয়ে গেছ স্বাদ বন্ধু!
যাক,শেষে ফিরেছ তো তুমি নিজ মাঝে,
পেয়েছ সে স্বাদ যদিও জীবন সাঁঝে।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো।।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
রাসেলহাসান বলেছেন: ভালো লিখছেন।।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
পিচ্চি হুজুর বলেছেন: ভাল লাগল।