![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা কিছু চাই ভুল করে চাই , যা চাই তা পাই না
১.মহানন্দা নদীর পাশ দিয়ে হাঁটছিলাম ,সবথেকে বেশি ভাল লাগলো সেতুর উপর থেকে দেখা নীদর কোলে ঢলে পড়া সূর্যাস্ত । পাশদিয়ে আমের বাগান । আমের গাছগুলো এত ঘন আর কাছাকাছি কিছু কিছু জায়গায় সূর্যের আলোতেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে । বাবার পরিচিত মানুষগুলো দুই,তিন দিন পরপর আম দিয়ে যায় ।পূর্বে প্রতিদিন কিছু আম পচে যেত কিন্তু আমি বাড়িতে চলে আসাতে সম্ভাবনাটা অনেকটা কমে গেছে ।
২.রাস্তার দিকে তাকিয়ে দেখলাম একজন ফকির ভ্যানগাড়ি আর হাতে মাইক্রোফোন নিয়ে ভীক্ষা করছে । জানতে পারলাম ভ্যানগাড়ির চালক তার নিজের ছেলে । এমন সচ্ছল ফকির আমি আগে দেখিনি ।
৩.এখানে বগুড়ার সেমাই,দই আরোকিছু খাদ্যসামগ্রির রমরমা ব্যবসা । বগুড়াই একটা ব্র্যান্ড ।মানুষের কথার মাঝে আলাদা একটা টান আছে ,যেটা অবশ্য রাজশাহী আর চাঁপাইয়ের মানুষের কথায় পাওয়া যায় । শুনতে বেশ ভালই লাগে ।
৪.কাল সকালে বগুড়ায় চলে যাব । বগুড়া যাওয়া মানেই জেলা স্কুলের সব বন্ধুর সাথে আড্ডাবাজি । পলিমারকণ চেইন বিক্রিয়ার মত ,যা একবার শুরু হলে শেষ হয় না । অনেক বন্ধুর সাথে এই একটা বছর পর দেখা হয় । কিন্তু দেখা হলে মনে হয় এইতো সেই দিন স্কুলে পড়তাম ।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫০
অবিনাশী অন্ধকার বলেছেন: ধন্যবাদ আপনাকে । ঈদের আগাম শুভে্চ্ছা থাকলো ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
লেখোয়াড় বলেছেন:
আপনার মনের অনুভূতি।
প্রথমটি ভাল হয়েছে বেশি।