নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা কারে কয়? ( জিনিভাইয়া আর গেমুভাইয়ার কাছে কিছু প্রশ্ন ও উন্মুক্ত আলোচনার আহ্বান)

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৮


সখী ভালোবাসা কারে কয়?
সে কি কেবলি যাতনাময়?
তাহে কেবলি চোখের জল
সে কি কেবলি দুঃখের শ্বাস!
লোকে তবে করে কি সুখের তরে
এমন দুখের আশ!!!!!!!!!!

স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ভালোবাসা নিয়ে এমন সব প্রশ্ন করে গেছেন!!!! তিনি এত শত প্রেমকাব্য, সঙ্গীত, নৃত্য-গীত নাট্য লিখেও, এত আবেগে ভেসে ভেসেও ভালোবাসার অর্থ বুঝতে পারেননি। জানতে পারেননি ভালোবাসা আসলেই কি বস্তু। তারপরও যুগে যুগে প্রেম বা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বর্গীয় অনুভুতিরই এক নাম। এই অনুভুতির সাথে জড়িয়ে আছে কত শত ইতিহাস, জয় পরাজয়, কলঙ্কগাঁথা।

সেই আদি হতে রাঁধা-কৃষ্ণ, ইউসুফ-জুলেখা, রোমিও-জুলিয়েট, লাইলী- মজনু, শিরি-ফরহাদ, রুপাই-সাজু স্থান, কাল, পাত্র-পাত্রী ভেদে সকলেই তারা জড়িয়ে আছে একটি অনুভুতিময় শব্দের সাথে, তার নাম প্রেম বা ভালোবাসা। তবুও আজও এই শব্দটি প্রশ্নবিদ্ধ, ভালোবাসা কারে কয়?

উফ ভালোবাসার সাথে আবার মনে পড়ে গেলো ইর্ষা মানে গেমু ভাইয়ার কথা। কিছুদিন আগে কমার্স কলেজের সেই স্যুইট স্যুইট ভিডিওটা দেখে গেমুভাইয়া যা খেপলো তাতে মনে হয় সে হয় ঐ ছেলেকেই ইর্ষা বা সোজা ভাষায় হিংসা করছে নয় তো তার বিদ্বেষ ঐ প্রেম ভালোবাসার সাথেই। তবে গেমু ভাইয়ার আর দোষ কি? স্বয়ং জীবনানন্দই যেখানে ইর্ষিত হয়ে লিখে গেছেন অমর সেই প্রেম কাব্য।
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে :P
কাজেই বোঝা যাচ্ছে এই প্রেম ভালোবাসার সাথে ইর্ষা বা হিংসা আঙ্গাঙ্গিভাবেই জড়িত। কবিদেরই এই হাল আর এত আমাদের জিনিয়াস বৈজ্ঞানী গেমুভাইয়া!!!!:(

কিন্তু কেনো কেনো কেনো!!!!!!কিভাবে এবং কেন ঈর্ষাপরায়নতার মত এই ক্ষতিকর বৈশিষ্টটি মানব মনে, মানব সমাজে উদ্ভুত হল স্বর্গীয় প্রেম ভালোবাসার সাথে সাথে?
তবে কি প্রেমের সাথে সাথে ঈর্ষাপরায়ণতার ব্যাপারটাও মানুষের মজ্জাগত?


গেমু ভাইয়া জবাব দাও----
প্রশ্ন নং ১। ভালোবাসা কারে কয়?
প্রশ্ন নং ২। ভালোবাসায় ইর্ষা কেনো? মার্ক-১০
প্রশ্ন নং ৩। তোমার জীবনে পড়া শ্রেষ্ট ভালোবাসার কবিতা/ গল্প/গান কি ? মার্ক-৫

এবার আসি আরেক জিনিয়াস জিনিভাইয়ার কাছে। ভাইয়ার রিসেন্ট কাব্য এনট্রপিতে যতই খটমট নাম লাগাক না কেনো এই কবিতায় আমার কিছু প্রশ্ন মাথায় এসেছে----

প্রশ্ন নং ১। ভাইয়া ভালোবাসা কারে কয়?
প্রশ্ন নং২। তোমার চোখে ভালোবাসার একাল সেকাল, আই মিন সেই লাইলী-মজনু আমলের প্রেমিক যুগল আর হালের কমার্স কলেজের প্রেমিক যুগলের মাঝে তুলনামূলক আলোচনা কর। (মার্ক- ১০)
প্রশ্ন নং ৩। ভালোবাসা ও নিজ অনুভু্তীয় চেতনায় এনট্রপীও ব্যাবচ্ছেদ। (মার্ক-৫)

বিশেষ দ্রষ্টব্যঃ এই আলোচনায় জিনিভাইয়া ও গেমুভাইয়ার সাথে সাথে বিশিষ্টজনের আলোচনাও সাদরে গ্রহনযোগ্য। আর এই আলোচনা শেষে আমাদের বিখ্যাত প্রেমভালোবাসা বিশেষজ্ঞ অপু তানভীর ভাইয়ার মূল্যবান মতামত আশা করিতেছি.......:)

মন্তব্য ২০২ টি রেটিং +১২/-০

মন্তব্য (২০২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:০১

জেন রসি বলেছেন: খাইছে আমারে!!

আলোচনার জন্য চমৎকার পোস্ট। বিষয়টাও দারুন। :P

তবে একটু গবষনা কইরা উত্তর দিতে হবে।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:০৩

অপ্‌সরা বলেছেন: কলো কলো গরুবেষনা করো না। ভালোবেষনা করো!!!!!!!!:)

২| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:১১

জেন রসি বলেছেন: আমি আপেক্ষিকবেষনা করব!!! :P

২৯ শে মে, ২০১৬ রাত ১০:৩১

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে করো করো !!!!!!!!! নো প্রবলেমো!!!!!!!!!!!!:)

৩| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:২১

জেন রসি বলেছেন: তবে গবেষণা শুরু করার আগে একটা কথা কইবার চাই!!!

ভালোবাসা নিয়ে আলোচনা করতে গেলে জীববিজ্ঞান মনোবিজ্ঞান এইসবের আলোকে দৈহিক কামনা বাসনার ব্যাপারটাও ব্যাক্ষা করতে হবে। এসবকে থিসিসের কনটৈন্টৈর মতই দেখতে হবে।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৩

অপ্‌সরা বলেছেন: আগেই বলেছি নো প্রবলেম এ্যট অল!!!!!!!!

জীববিজ্ঞান, মনোবিজ্ঞান,কামনা- বাসনা বিজ্ঞান সবি আনো !!!!!!!!! দেখি কোন চোখে দেখা যায়!!!!!!!:)

৪| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: আপন বৌদি র সাথে বিবাহ বহিভূর্ত সম্পর্ক স্থাপন করার পরও রবী কাক্কু বুঝে নাই -ভালবাসা কারে কয় !!
আপচুচ রবী কাকুর জন্য !
কাদম্বরী দেবী বদনাম হোয়ি -রবী তেরে লিয়ে

২৯ শে মে, ২০১৬ রাত ১১:১৪

অপ্‌সরা বলেছেন: রবিঠাকুর নিয়ে এইসব মিছা বদনাম বন করো!

তোমার মতে ভালোবাসা কারে কয় ব্যাখা করো দিলদারভাইয়া।:)

৫| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:০৫

গেম চেঞ্জার বলেছেন: উরেএএ...... বাপ্পসসসসসসসসসসসস!~~~~~~~~!!!!!!!!!!!

:| X(( :``>> :P

২৯ শে মে, ২০১৬ রাত ১১:১৫

অপ্‌সরা বলেছেন: বাপস মাপস ছেড়ে প্রশ্নগুলির যথার্থ আনসার দাও গেমুবাবু!:)

৬| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:১১

গেম চেঞ্জার বলেছেন: আপাতদৃষ্টিতে পোস্টটিকে সাধারণ মনে হলেও আলোচনা করা হলে এই পোস্টের গুরুত্ব হবে খুবই খুবই বেশি!!!!!!!!! এটা সামাজিক মানুষের পারস্পরিক সম্পর্ক নির্মানের বৈধতা নিয়ে আলোচনার চমৎকার একটি সুযোগ বের করেছে।

আমাকে মেনশন করা প্রশ্ন ও অযথা দোষারোপের জবাব দিচ্ছি যথাসম্ভব চিন্তা ভাবনা শেষ করে। :)

ওকে?

২৯ শে মে, ২০১৬ রাত ১১:১৭

অপ্‌সরা বলেছেন: পোস্টটি অসাধারণ!

কারন এই পোস্টে এই ব্লগের দুইজন জিনিয়াস ও প্রেম ভালোবাসা বিদ্বেষী মানুষের জবাবদিহিতার ব্যাবস্থা করা হইয়াছে।

ওকে ওকে চিন্তা করিয়া উত্তর দাও। আমি নানরুটি আর কাবাব খেয়ে আসি। :)

৭| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:১৯

জেন রসি বলেছেন: মায়া ভাই কি জগৎ বিখ্যাত কবি সৈয়দ জামিলের ভাবশিষ্য নাকি??? ;)


২৯ শে মে, ২০১৬ রাত ১১:৪১

অপ্‌সরা বলেছেন: মায়া ভাই কাহার ভাবশিষ্য তাহা তিনিই বলিয়া যাক। :) :) :)

৮| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:৩২

সুলতানা রহমান বলেছেন: এইখানে কমেন্ট করার জন্য পাসওয়ার্ড চেইঞ্জ করে ঢুকলাম।

ফেবুতে দেখলাম। কিন্তু ওখানে ব্লগের কারো পোস্টে ( নেক্সাস ছাড়া) কমেন্ট খুব করি না। ব্লগার রা ফেসবুকের প্রাণীদের গাধা শ্রেণীর মনে করে তো, তাই …

আসতেছি এখুনি।

২৯ শে মে, ২০১৬ রাত ১১:৪৩

অপ্‌সরা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!!

যাই হোক আসো আসো আসো শিঘ্রী। বুঝেছি তুমি সেই বিশিষ্টজন যিনি ভালোবাসা কারে কয় এর উত্তর নিয়ে আসিতেছো!:)

যাক আমার জন্য পাসওয়ার্ড চেইঞ্জ করে ঢুকেছো তাই অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!!

৯| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:৫৮

সুলতানা রহমান বলেছেন: ভালোবাসা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ ..… এইসব আবেগের মতো এক ধরণের আবেগ। একে বিজ্ঞজনেরা পজেটিভ আবেগ হিসেবে ধরেছেন। আমাদের কালচারে ভালোবাসা শব্দটাকে স্বর্গীয় মনে করা হয় … ওই যে, কি একটা গান আছে না.. প্রেম স্বর্গ থেকে এসে … ( তারপর আর পারি নে)। আর উন্নত দেশগুলোতে যেখানে ধর্ম থেকে মানুষ জন বের হয়ে গেছে তাদের মতে, ম্যাডোনার একটা গান ( ফিজিক্যাল এট্রাকশন, ক্যামিকেল রিএকশন) …

যাই হোক, আমার মতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে ফালতু একটা আবেগ, সবচেয়ে নেতিবাচক! অন্যান্য আবেগগুলার অনেক কার্যকারিতা আছে, কিন্তু এইটার এইসব কিছুই নাই।

যেহেতু আমার কাছে ভালোবাসা শব্দটার আলাদা কোন অর্থই নাই, তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ারও কোন দরকার নেই!

তারপরও ঈর্ষা শব্দটা ( আমাদের দেশের নারীদের ভালবাসার ধরণের সাথে সম্পর্কিত) নিয়ে কিছু বলি। মেয়েরা যখন ভালবাসে তারা মনে করে সেই ভালোবাসার মানুষটির সাথে আর কারো কোন সম্পর্ক থাকতে পারবে না। অর্থাৎ পুরোটাই তার। মানে হচ্ছে মননে -মগজে একজনকেই ভাববে।

এরকম ঈর্ষা রাখাটাও বোকামি, যার যাকে ইচ্ছে সে তাকে ভালোবাসবে … কোন বাঁধা ধরা নিয়ম নেই..

৩০ শে মে, ২০১৬ রাত ১২:১৩

অপ্‌সরা বলেছেন: সুলতানা রহমান বলেছেন: ভালোবাসা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ ..… এইসব আবেগের মতো এক ধরণের আবেগ। একে বিজ্ঞজনেরা পজেটিভ আবেগ হিসেবে ধরেছেন। আমাদের কালচারে ভালোবাসা শব্দটাকে স্বর্গীয় মনে করা হয় … ওই যে, কি একটা গান আছে না.. প্রেম স্বর্গ থেকে এসে … ( তারপর আর পারি নে)। আর উন্নত দেশগুলোতে যেখানে ধর্ম থেকে মানুষ জন বের হয়ে গেছে তাদের মতে, ম্যাডোনার একটা গান ( ফিজিক্যাল এট্রাকশন, ক্যামিকেল রিএকশন) …


হা হা হা আপুনি!!!!!!!!!

গুড গুড গুড রিসার্চ!!!!!! ভালোবাসা স্থান কাল পাত্র ভেদে একটু এদিক সেদিন হলেও ....এই দেশ ঐ দেশেও একই জিনিস!!!!!!মানে স্বর্গীয় ও ফিজিক্যাল, কেমিকাল ম্যাডোনার গান!:) :) :)


যাই হোক, আমার মতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে ফালতু একটা আবেগ, সবচেয়ে নেতিবাচক! অন্যান্য আবেগগুলার অনেক কার্যকারিতা আছে, কিন্তু এইটার এইসব কিছুই নাই।

এইটা কি বললা আপুনি!!!!!!!!!!!! ফালতু!!!!!!!!!! এই আবেগ ফালতু নাকি!!!!!!!:( :( :(

তোমার কি মনে নেই সেই ঘোর ঘোর লাগা দিন, ক্ষনগুলো? অকারনে মন খুশি খুশি, হাসি হাসি!!!!!!!! যখন তখন ভালো লাগা। দুনিয়া সব কিছুই সুন্দর, রঙ্গিন ঝলমলে !!!!!!!!!!!


এই সদা ঘোর লাগা কি ফালতু!!!!!!!!!

স্বয়ং বৈজ্ঞানীরা এই ঘোর ঘোর অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন!!!!!!! প্রেমে পড়া ছাত্রছাত্রীদের উপর এক গবেষণা চালিয়েছেন!!!!!!!!
মস্তিষ্কের ভেন্ট্রাল এবং কডেট অংশ থেকে ডোপামিন নামক রাসয়ায়নিক পদার্থের নিঃসরণই নাকি প্রেমে পড়া!!!!!!! এইটা ফালতু হবে কেমনে!!!!!!!!!!!




আবার শুনছি গাঁজা কিংবা কোকেইন খেলেও এমনই ঘোর ঘোর লাগে। এই জন্যই বুঝি প্রেমিন প্রেমিকারা গান গায় নেশা লাগিলো রে .....বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে..... কাজেই এই ডোপামাইন তো এই দেশ ঐ দেশ মানেনা। সবখানেই একই নেশা লাগায় শুধু একটু রাখ-ঢাক খোলা মেলার পার্থক্য আর কি! :P

৩০ শে মে, ২০১৬ রাত ১২:২১

অপ্‌সরা বলেছেন: যেহেতু আমার কাছে ভালোবাসা শব্দটার আলাদা কোন অর্থই নাই, তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ারও কোন দরকার নেই!

তোমার কাছে ভালোবাসার অর্থ নেই!!!!!!!!!!!!!!!! আপুনি!!!!!!!!!!
তাইলে এত এত দুনিয়ায় যে মানুষ প্রেমে পড়লো সবই কি নিরর্থক!!!!!!!!!!!!! :( :( :(

তারপরও ঈর্ষা শব্দটা ( আমাদের দেশের নারীদের ভালবাসার ধরণের সাথে সম্পর্কিত) নিয়ে কিছু বলি। মেয়েরা যখন ভালবাসে তারা মনে করে সেই ভালোবাসার মানুষটির সাথে আর কারো কোন সম্পর্ক থাকতে পারবে না। অর্থাৎ পুরোটাই তার। মানে হচ্ছে মননে -মগজে একজনকেই ভাববে।

এরকম ঈর্ষা রাখাটাও বোকামি, যার যাকে ইচ্ছে সে তাকে ভালোবাসবে … কোন বাঁধা ধরা নিয়ম নেই..


হা হা হা ঠিক ঠিক...... আমারে বাসবিনা তো যা মর গিয়ে ঘুটেকুড়ুনিদের কাছে!!!!!!!! আমার মনের কথা! :P বলার জন্য থ্যাংকস!!!!!!!!!!!!! তবে আমার ধারণা মেয়েদের থেকেও ছেলেদের কাছে ভালোবাসা আর ঈর্ষা বেশি কাজ করে!:)

তবে মনোবিজ্ঞানীরা মনে করেন ঈর্ষা এবং প্রতারণার আবেগ নারী-পুরুষভেদে ভিন্ন হয়। এই ইর্ষা সেই আদি যুগ থেকেই প্রবাহিত হয়ে আসছে। এই ইর্ষার কারণ মূলত "কোকিলাচরণ।" :P

কোকিলাচরন সম্পর্কে জানতে চাইলে পরে বলবো! :)

১০| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:০৩

সুলতানা রহমান বলেছেন: একটাও ইমো টিমো দিলাম না :( :( তাই আরো একটা কমেন্ট :D

বিশিষ্টজন বলাতে গরব বোধ করতেছি ;) ;)
সেই খুশিতে =p~ =p~


অনেকগুলা শুভকামনা :) :)

৩০ শে মে, ২০১৬ রাত ১২:২৩

অপ্‌সরা বলেছেন: আপু তুমি শুধু বিশিষ্টজন না তুমি এত্তা মহিলা জিনিয়াস!

১১| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:১৪

ঘটক কাজী সাহেব বলেছেন: এই যে ঠক ঠক মেডাম, দিলদারের ছবি দেয়া উনি যখন আবু সাকিল হতে পারেন, শনাক্ত করনে, তো নদীর পোস্টে জাইয়া কে খারাপ মন্তব্য করতে পারে তাও কিন্তু শনাক্ত অল রেডি হয়ে গেছে, আপনার তো হাত খুব ফাস্ট তা আজকে সবাইকে এত ছোট উত্তর আর এত দেড়িতে কেন দিচ্ছেন, =p~ =p~ =p~ হাত দুই যায়গায় চলে এই জন্য বুঝি! =p~ !:#P !:#P !:#P #:-S 8-| #:-S 8-| আমি শুধু ঘটকালীই করিনা, প্রয়োজনে জাস্টিফাইও করি =p~ =p~ =p~ =p~ =p~ !:#P ক্লান্ত হইয়া এখন বড় উত্তর এখানে যে, নদী নাই এর লাই। X(( X(( B-) B-)

৩০ শে মে, ২০১৬ রাত ১২:৩১

অপ্‌সরা বলেছেন: এই যে ঘটকভাইয়া দিলদারের ছবি দেওয়া উনি আবু সাকিল এইটা কেডা সনাক্ত করলো! আপনি? এইভাবেই মানুষ ধরা পড়ে বুঝছো!!!!!!!! হা হা হা হা হা হা হা। :)

নিজের সনাক্তকরণ তো নিজেই করে ফেলছো এখন ময়না তদন্তের জন্য রেডি হও। নাড়ি ভুড়ি শিয়াল কুকুরকে ছুড়ে মারলাম হা হা হা হা । আমার হাত এখন এই ময়না তদন্তের কাঁটা ছেড়াতেও চলিতেছে। :)

তোমার ঘটকালীর দিন শেষ তুমি এখন কাঁটা ছেড়া টেবিলে। তাও আবার নাড়িভুড়িহীন।

অযথা নদী সাজার টেরাই করোনা তোমার খেত্তুমী প্রমান দেয় তুমি কে !!!!!!!!!!!


হা হা হা হা হা হা ........আল্লার ওয়াস্তে দূরে গিয়ে মরো!!!!!! আই এ্যাম বিজি উইথ মাই ভালোবাসা রিসার্চ।




১২| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:২২

ঘটক কাজী সাহেব বলেছেন: দেশের বাইরে বইয়া করনি গো বইন, !:#P এই আকাম গুলান। যথেষ্ট প্রমান আছে হাতে, যদি নিজেরে লোক সমাজে পচাইতে না চাও তো সময়ে ভালা হইয়া জাও গো বহিন X(( B-) :#)

১৩| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:২৪

ঘটক কাজী সাহেব বলেছেন: স্কিন শর্ট আমরাও লইতে পারি সব খানে বুজুনি তা :-B :-B =p~ =p~ =p~

১৪| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:৩১

সুলতানা রহমান বলেছেন: এইরকম দাঁড়িওয়ালা ঘটক দেখলে দাঁড়িগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়।

তুমি যদি না পারো আমি এসে পরে দাঁড়ি ছিড়ে দিবো। আর হাতে যদি ছাতা থাকে তো ছাতার বাট দিয়ে দুইটা কষে লাগিয়ে দিবা।

বাই বাই. … ভালোবাসা বলে কিছু নাইই =p~ =p~

৩০ শে মে, ২০১৬ রাত ১২:৩৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা


আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কমেন্ট দেখে আর ছেড়া দাঁড়ি খেত্তু ছাগলা দাঁড়ি বান্দর ঘটকার চেহারা চিন্তা করে হাসতে হাসতে মরেই গেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ভালোবাসা আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


মিছা কথা বলেনা আপুনিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

১৫| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:৩৯

ঘটক কাজী সাহেব বলেছেন: =p~ =p~ =p~ ধড়া কাইছ, চান্দু, তাইলে নদি তুমি নিজেই!!! এর লাই তো কই!!!১ ২ কে গো মানুষটা, !:#P !:#P আমারে মাইরবা, আবার জিন্দা হমু, তয় তমাগর নাহান কুরুচি মন লইয়া নয় :-B /:) :-0 :-0 /:)

৩০ শে মে, ২০১৬ রাত ১২:৪৪

অপ্‌সরা বলেছেন: যা ভাগ গরু ছাগল! বিরক্তিকর! পাত্তা পায়না তাই এইখানে পাত্তা পেতে আসছে। যত্ত সব আলু বেগুন পোড়া!

১৬| ৩০ শে মে, ২০১৬ রাত ১:০৯

জেন রসি বলেছেন: ঘটক বিনোদন দেইখা মজা পাইলাম।

জগত থেকে মশা মাছি নির্মূল করা যায়নি।

এই টাইপ জিনিস সবখানেই আছে।

বেশী প্যানপ্যান করলে এরোসেল মাইরা দেন। ;)




৩০ শে মে, ২০১৬ রাত ১:১২

অপ্‌সরা বলেছেন: ধ্যাৎ ভাইয়া এরোসলের অনেক দাম। এর জন্য এরোসল নষ্ট করবো নাকি!!!!!!!!!


তার থেকে .............. :P

১৭| ৩০ শে মে, ২০১৬ রাত ১:১০

ডঃ এম এ আলী বলেছেন: আপুমনি খুবই উপভোগ্য আলোচ্য বিষয় । ভালবাসা- প্রেম - ঘৃনা । এক জায়গায় থাকেনা । ঘন ঘন গিয়ার বদলায় । ।একটা আসে মূলে আর একটা যায় চলে । নীচে এদের গতিপথটা এতটু দেখ :


অপেক্ষায় থাকলাম। গেমো আর জিনি ভাইয়াদের উত্তর পত্রের প্রাপ্ত নম্বর দেখার । পাবলিক পরীক্ষা, ফলে কারচুপি না হয় যেন , এমনিতেইতো প্রশ্নপত্র ফাস হয়ে গেছে , উত্তরটা না আবার সহজেই পাশ না হয়ে হয় । ।

৩০ শে মে, ২০১৬ রাত ১:১৪

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া ঠিক বলেছো ভালবাসা- প্রেম - ঘৃনা । এক জায়গায় থাকেনা । ঘন ঘন গিয়ার বদলায় । ।একটা আসে মূলে আর একটা যায় চলে । নীচে এদের গতিপথটা এতটু দেখ .............

ভাইয়া তোমার জন্য নতুন প্রশ্ন প্লেটনিক লাভ এর মত প্লেটোনিক ঘৃনা বা ইর্ষা আছে নাকি !!!!!!!! বলো !!!!!!!!!!!

১৮| ৩০ শে মে, ২০১৬ রাত ১:২০

রক্তিম দিগন্ত বলেছেন: এইখানে কি কোন প্লট পাওয়া যাইবে? নাকি সব বাচ্চা পোলাপানের আলাপই চলছে!!!! /:)




বত্ব, হাউ ইউ ডুয়িন, আপুউউউউউ!!!!

৩০ শে মে, ২০১৬ রাত ১:২৪

অপ্‌সরা বলেছেন: নো প্লট ভাইয়ু!!!!!!!!!

এখানে রিসার্চ চলিতেছে।

তবে মাঝখানে একটা জীবনে না পাত্তা পাওয়া ঘটক এসেছিলো পাত্তা নিতে।


আমি ভালো আছি ভাইয়ু!!!!!!!!!!! তুমি কেমন আছো???

তোমার জন্য কি প্রশ্ন রাখা যায় ভাবছি!!!!!!!!!!


ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী!!!!!!!

লেখকের নাম সহ ব্যাখ্যা করো!!!!!!!!!!!!!


আর আমি ঘুমাতে গেলাম!!!!!!!! তুমি উত্তর লিখে রাখো।

১৯| ৩০ শে মে, ২০১৬ রাত ১:২৫

গেম চেঞ্জার বলেছেন: মানুষ আজকাল মষ্তিষ্ক সুস্থির রাখতে পারছে না!! হয়তো এটার কারণে ভিয়েতনামী সফটোর মতো তাদের মাথায়ও মালফ্যাংশান হচ্ছে। হাঃ হাঃ হাঃ ব্যাপক উপভোগ্য ও (যদিও আগেও হইসি)_ঠাস্কিত ব্যাপার।

সামু ইজ অন হা ওয়েই!!!!!!!!!!!!!!!!!!!!! :-P

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৯

অপ্‌সরা বলেছেন: ভিয়েতনামী সফ্টওয়ারে কি হয় জিনিয়াসভাইয়া!!!!!!


হায় হায় সেটাই আগে এক্সপ্লেইন করো!!!!!!!!!!!!!!

২০| ৩০ শে মে, ২০১৬ রাত ১:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: আপুনি আমার মতে ভালোবাসা এমন---আমার নিজের লেখা নিজের অনুভুতি

"মনের তরে মন সঁপিলাম কি মায়ার বানে
চক্ষু বেঁধে অবুঝ হয়ে যাই যমুনার পানে
জ্বলে পরান, জ্বলে অঙ্গ যার কারনে
সে কি জানে !!"

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪১

অপ্‌সরা বলেছেন: বুঝেছি বুঝেছি আপুনিমনি!!!!!!!!

তোমার কাছেও কবিগুরুর মত প্রেম মানেই যাতনা, এক রকম অস্থিরতা এবং মায়া ও অবুঝপনা!!!!!!

গুড গুড গুড ভেরি গুড এক্সপ্লেনেশন!!!!!!!:)

২১| ৩০ শে মে, ২০১৬ রাত ২:৪২

অপু তানভীর বলেছেন: সবাই মন্তব্য করুক, নিজেদের মতামত জানাক, তারপর দেখি আমি কিছু কইতে পারি কি না :D

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

অপ্‌সরা বলেছেন: তুমি হলে প্রেম বিশেষজ্ঞ! জীবনে এত এত প্রেমগাঁথা লিখিয়াও যদি বলো দেখি কিছু কইতে পারি কিনা তাইলে কেমনে হবে!!!!!!!!!

নো!!!!!!!!!!!!!!!!!!!!!
চলিবেক না!!!!!!!!!!

ভাইয়া তুমি বলো সেই কমার্স কলেজের স্যুইটু ভিডিওটি নিয়ে তোমার কি মতামত??? অথবা সামাজিক বিবর্তনে প্রেমের রুপান্তরিত ধারা। উদাহরনসহ ব্যাখ্যা করো।

২২| ৩০ শে মে, ২০১৬ রাত ২:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: আহা, অপ্সরা আপুনি ইহাতো ব্যাপক গবেষণাকর্ম। মহান ভালোবাসা নিয়া আমি কী কইতাম B-) আমিতো ভালোবাসি ভালোবাসতে চায় ;)

একটা কথা থাক--ভালোবাসার মতো ভালোবাসা হবে নিষ্পাপ নিষ্কাম নির্মল একটি জীবনের বন্ধন...যেখানে অন্তহীন যেন এক নিঃশ্বাসে পাড়ি দিয়ে ফেলি

ভালোবাসারর আসল কথা পরে কমুনে আপুনি

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১

অপ্‌সরা বলেছেন: -ভালোবাসার মতো ভালোবাসা হবে নিষ্পাপ নিষ্কাম নির্মল একটি জীবনের বন্ধন...যেখানে অন্তহীন যেন এক নিঃশ্বাসে পাড়ি দিয়ে ফেলি

গুড গুড ইহাও গুড তবে আসল কথাখানি তাড়াতাড়ি বলিয়া যাও। কারণ শেষ হইয়াও হইলোনা শেষ!!!!!!!!:)

২৩| ৩০ শে মে, ২০১৬ রাত ৩:৪৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালোবাসা নিয়ে এপিসিড আরো দূরে যাক । সকলের মধ্যে নিশ্পাপ ভালোবাসা বয়ে আনুক ।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪

অপ্‌সরা বলেছেন: ভালোবাসা তো নিস্পাপ। যেই ভালোবাসায় পাপ আছে তাহা ভালোবাসা নহে ভাইয়াজী!:(

কিন্তু পাপ আর পুন্য কি!

সংজ্ঞাটা ঠিক কেমন তোমার কাছে? একটু বলোতো!

২৪| ৩০ শে মে, ২০১৬ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: এ গন্ডিবদ্ধ খোলা আলোচনায় অংশ নেয়ার কিঞ্চিত সুযোগ থাকায় ছোট করে একটু বলা । ভাল লাগল ভালবাসা-প্রেম-ঘৃণার বাতাররণ উম্মোক্ত করার প্রয়াসটিকে । একটি বিষয় পরিস্কার ভালবাসা কারণে অকারণে ঘন ঘন গিয়ার বদলায় । ভালবাসা প্রেমে গিয়ে ঘাত প্রতিঘাতে ফিরে আসে মূলে, ভালবাসা ঘৃণায় গেলে যায় শুধু চলে । নীচে দেখুন এর গিয়ার বদলানোর গতিপথ:


অপেক্ষায় থাকলাম গেমো ও জিনি ভাইয়ার উত্তরপত্রে প্রাপ্ত নম্বর দেখার জন্য । পাবলিক পরীক্ষা নম্বরে না হয় যেন কারচুপি, প্রশ্নতো এমনিতেই ফাস পরীক্ষাটাও যেন না হয় সহজে পাশ ।

ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়া অনলি থ্রী!!!!!

প্রেম ভালোবাসায় গিয়ার তো আরও আছে---

রাগ, ক্রোধ, হিংসা, অস্থিরতা, উন্মত্ততা, জিঘাংসা, পাগলামী, ছাগলামী আরও কত্ত কিছু!!!!!!!!!!


বাট সেসব নিম্মস্তরের প্রেম।

অতি উচ্চস্তরের প্রেমে রহিয়াছে আত্মত্যাগ, মহত্ব, জীবন মরণ একদিকে প্রেম একদিকে।

২৫| ৩০ শে মে, ২০১৬ ভোর ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন: সরি অনেকক্ষন পরে কমপিউটার অন করার সাথে সাথে জানিনা মন্তব্যের ঘরের এ খালি জায়গাটা কিভাবে ভেসে উঠল বুঝতে পারিনি । মনে করেছি আগের বার লিখার পরে পোষ্ট না করেই বোধ হয় কমপিউটার অফ করেছিলাম তাই ওটা তখন পোষ্ট হয়নি । তাই আবার লিখে তারাতারি পোষ্ট করে উপরে গিয়ে দেখি আগেরটাও পোস্ট করেছিলাম এটা বারতি হয়েছে । ভুল সংসোধনের উপায় নাই থেকেই গেল ।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: নো প্রবলেম ভাইয়ু!!!!!!!!!!!


বিস্তারিত আলোচনায় অংশগ্রহন অব্যাহত থাকুক।

২৬| ৩০ শে মে, ২০১৬ ভোর ৪:০৮

পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: ভালো বাসা আছে । আর সে ভালো বাসা ভাড়া দেয়া হবে । যদি কারো প্রয়োজন হয় এই নম্বরে কল করুন ।
যোগাযো xxxxxxxxx ।
তবে বড় ফ্যামিলিদের জন্য নয় ছোট ফ্যামেলী হতে হবে ।
স্বামী শ্ত্রী আর একটি বা দুটি ছানাপুনা । :)

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:১২

অপ্‌সরা বলেছেন: দূর তুমি কিচ্ছু জানোনা!!!!

যাও যাও আরও বড় হও!!!!!!

পড়ালেখা করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই।
পড়ালেখা না করার বুঝবে যে জ্বালা
ভালো বাসা পাবে নাকো, পাবে শুধু ছালা!:(

২৭| ৩০ শে মে, ২০১৬ ভোর ৫:০২

ডঃ এম এ আলী বলেছেন: দেখ আপু প্লেটনিক ভালবাসা ও প্লেটনিক ঘৃণা বা ইর্ষা নিয়ে তোমার দর্শণের সাথে মিলে কিনা । নীচে সংক্ষেপে সাংকিতিক ভাবে দেখালাম

প্লেটনিক ভালবাসা


প্লেটনিক ইর্ষা

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:১৫

অপ্‌সরা বলেছেন: বাপরে এই সব ডাটা তথ্য কে বানালো!!!!!!

প্লেটোনিক ভালোবাসা স্বর্গ হতে আসে আর প্লেটোনিক ঘৃনা নরকে চোলে যায়।

২৮| ৩০ শে মে, ২০১৬ সকাল ৯:২৪

এডওয়ার্ড মায়া বলেছেন: @এই ঘটক শুঞ্চেন-
দিলদারের ছবি দেয়া এইটা যে আবু শাকিল না এইটা কি দিলদার অস্বীকার করছে !
আমি কার পাকা ধানে মই দিতে গেলাম-
কেন রে বাপু-আমি ত কারো গরম ভাতে পানি ঢালি না!আমার ল্যাঞ্জা লই ক্যান টানাটানি.
সুস্থ পরিবেশে কমেন্টাইতে আইছি এইখানেও সিন্ডিকেট :)
মরন !!

@জিনিভাইয়ু- সৈয়দ জামিল জগৎ বিখ্যাত কবি হইতে পারলে আমি কেন তার কবিতা চাটতে যাব না ! থুক্কু
অকা শিষ্য হইতে পারব না

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:১৮

অপ্‌সরা বলেছেন: ঘটকভাই আই মিন গরু ছাগলভাইকে এইখানে ডাকাডাকি করে লাভ নেই। তার দূয়ার বন্ধ এইখানে। কিছু বলতে চাইলে তার বাড়ি যাও!:)

২৯| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:৩৩

সিলা বলেছেন: আপি...... বড় মানুষ দের পোস্ট এ ডুকলাম :P
ভালোবাসা কারে কয় আমারো জানতে ইচ্ছে করল তাই একটু এসেছিলাম সব কিছুই জানা থাকা ভালো। :)
কিন্তু এসে দেখি তেমন কিছুই নাই জানার মত :-/
তবে আমার মনে হয় ভালোবাসা হচ্ছে,
৪০% সারথ,
৪০% ভালোলাগা
আর বাকি ২০% হেয়ালি মনের খেয়াল, কিছুটা অন্নের কাছে নিজেকে প্রাদান্য পাওয়ানো, কিছুটা আন্তাজি, কিছুটা নিজেকে আধুনিক ভাবা ইত্যাদি।
এই সব কিছু মিলিয়ে হল ১০০% কভালোবাসা।
মাঝে মাঝে মনেহয় ১০০% ই সারথ।
হুহ I hate this.....

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:২১

অপ্‌সরা বলেছেন: হায় হায় এই বয়সেই এই অবস্থা!!!!!!!!!!!!

সারাজীবনে তো ভালোবাসার স্বর্গীয় অনুভব জানাই হবেনা তোমার তাইলে আপুনি!!!!!!!!!!!


নাহ তাড়াতাড়ি টেরারিয়াম নিতে কাউকে পাঠাও!

৩০| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা আসলে কি এইটা তো কখনও ভাবি নাই । সারাজীবন মানুষরে তাইলে ভালবাসলাম কি করে।
না বুঝে শুনে কারও প্রতি টান অনুভব করাটাই মনে হয় ভালবাসা

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:২৪

অপ্‌সরা বলেছেন: দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি!!!!!!
তাই চমকিত মন চকিত চরণ তৃষিত ব্যাকুল আঁখি!!!!!!!


আসলেই এই টানের কারণ বুঝা কঠিন মানে ব্যাখ্যা করা। ঠিক ঠিক ঠিক বলেছো ভাইয়া!!!!!!!!!:)

৩১| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালবাসা কি আসলে এইটা তো কখনো ভেবে দেখি নাই বোন । তবে এখন থেকে ভেবে দেখতে হবে ।

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়া ভেবে দেখা লাগবেনা ভালোবাসা জীবনে আসলেই অটো বুঝে যাবে। :)

৩২| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৫

জেন রসি বলেছেন: ভালোবাসা কি বা কাকে বলে জানতে হলে ভালোবাসার ইতিহাস সম্পর্কেও জানতে হবে। সেই ইতিহাস হচ্ছে প্রজাতি হিসাবে মানুষের বিবর্তনের ইতিহাস। ধর্মীয় মিথগুলোতে দেখা যায় মানুষকে জোড়া করে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। পুরুষ এবং নারী। তারপর থেকে বংশবিস্তার শুরু হয়ে গেছে। কেন হয়েছে কারন এই পুরুষ এবং নারীর একে অপরকে আকর্ষন করার একটা ক্ষমতা আছে। এই আকর্ষনের কারনেই তারা প্রজননের মাধ্যমে বংশবিস্তার করতে পারে। তখন মানুষ জানত কম। তাই সব দোষ এক জোড়া মানুষেড় উপড় চাপাইয়া দিছিল। ;) তবে এখন আমরা অনেক কিছুই জানতে পেরেছি। মানুষের মানুষ হয়ে ওঠাটা একটা প্রক্রিয়া। এটা ঘটেছে বিবর্তনের মাধ্যমে। তাই ভালোবাসাকে যদি বোধ বলি তবে সেই বোধও সময়ের সাথে বিবর্তিত হয়েছে। তাই ভালোবাসা কি বুঝতে হলে এই বিবর্তনের প্রক্রিয়াটাকে মাথায় রেখেই বুঝতে হবে। তবে একটা ব্যাপার আমরা বুঝতে পারলাম । তা হচ্ছে ভালোবাসার আদিরূপ হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন যার ফলে প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করা যায়। এই ব্যাপারটাই ধীরে ধীরে মানুষের মধ্যে একটা উন্নত বোধ হিসেবে গড়ে উঠেছে। সেইটা নিয়া বিস্তারিত আলোচনার জন্য আবারো আসিতেছি।


৩০ শে মে, ২০১৬ রাত ৮:২০

অপ্‌সরা বলেছেন: ওহ তার মানে বলতে চাচ্ছো ভালোবাসার কোনো আবেগীয় অনুভুতি নাই। সবই প্রজনন, আকর্ষনের সাথে জড়িত সোজা ভাষায় সুলতানা আপুর ম্যাডোনা সঙ্গীতিয় বাণীই ভালোবাসার মূল আদি তত্ব।


তোমার মতে ভালোবাসার বোধ বুদ্ধির বিকাশ পরে। এবং সময়ের সাথে বিবর্তিত! এবং এই বোধটিকেই মনে হয় তুমি ভালোবাসা হিসাবে ইঙ্গিত দিয়েছো! গুড গুড গুড বিশ্লেষন। তোমার চক্ষে ভালোবাসার অর্থ সম্পর্কে কিছুটা মনোভাব জানা গেলো। :)

৩৩| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:




যাক, অনেকদিন বাদে স্কুলে একটা চমৎকার ক্লাশে উপস্থিত হতে পারলাম... অনেক জ্ঞানের অভাব আছে আমার, তার মধ্য এইটা একটা... এখনো পর্যন্ত বুঝে আসলোনা... দেখি আজ আসে কিনা...

অপ্‌সার জন্য
শুভকামনা...

৩০ শে মে, ২০১৬ রাত ৮:২৬

অপ্‌সরা বলেছেন: অদৃশ্য ভাইয়া তোমার প্রেমে পড়ার গল্পটা একটু শেয়ার করো দেখি। আমরা বুঝিয়ে দিচ্ছি!!!!!!!!!!! :)

৩৪| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৪৭

জেন রসি বলেছেন: নচিকেতার একটা গানের কিছু অংশ

ভালোবাসা আসলেতে পিটুইটারি খেলা
আমরা বোকারা বলি প্রেম
ইটস অ্যা গেম ইটস অ্যা গেম!!!

এখন একটু আদিম সমাজ থেকে ঘুইরা আসি। আমরা দেখব আদিম সমাজে ভালোবাসা ব্যাপাটা আসলেই অনেকটা পিটুইটারির খেলাই ছিল। নারী পুরুষ উভয়ই ছিল বহুগামী। কারো উপর কারো কোন অধিকার ছিলনা। কমিটমেন্টও না। তাই সেসময় কোন পরিবার প্রথাও গড়ে উঠৈনি। গোষ্ঠী হিসাবেই মানুষকে বৈরী পরিবেশের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হত। তাই নিজেকে বাচানোর তাগিদেই গোষ্ঠীকে বাঁচানোর তাগিদ অনুভব করত। তাই নিম্ন স্তরের হলেও ভালোবাসার একটা কালেক্টিভ বোধ আদিম সমাজে ছিল। সেই বোধ কিভাবে ব্যাক্তি কেন্দ্রিক হলো তা বুঝলেই ভালোবাসার রূপটা অনেকটাই বুঝে ফেলা যাবে। মানে ভালোবাসা কারে কয় তার একটা সংজ্ঞা দাড়া করানো যাবে। আমি সেদিকেই যাওয়ার চেষ্টা চালাইতেছি। তাই আবার আসিব। ;)


৩০ শে মে, ২০১৬ রাত ৮:৩১

অপ্‌সরা বলেছেন: হুম আর গোষ্ঠী বাঁচাতে গিয়েই উত্তরাধিকার আর এই উত্তরাধিকার নিশ্চিন্তির কোনো উপায় ছিলো না। ইভেন ডি এন এ টেস্টের আগ পর্যন্ত কোনো পুরুষই শিওর জানতো না আসলেই তার উত্তরাধিকারী তারই ঔরষজাত কিনা। আর তাই এই ভেতরে ভেতরে ক্ষোভ, হিংসা বা জিঘাংসার শুরু। পুরুষবিত্তীয় এই হিংসা নারী অপেক্ষা পুরুষে বেশি বিরাজমান আর তাই তাদের ভাষায় প্রায়ই মনের এই সন্দেহ থেকেই সৃষ্টি হয়েছে সেই মহান বাণী " নারী ছলনাময়ী" হাহাহাহাহাহাহহাাহাহা

আর মনোবিজ্ঞানের ভাষায় পুরুষের এই উত্তরাধিকার বা ঔরষজাত অনিশ্চিতির সন্দেহ প্রবন হিংসা দ্বেষ বা বিদ্বেষকেই কোকিলাচারণ বলা হয়েছে। হা হা হা হা হা

৩৫| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৫৩

গেম চেঞ্জার বলেছেন: ///কিছুদিন আগে কমার্স কলেজের সেই স্যুইট স্যুইট ভিডিওটা দেখে গেমুভাইয়া যা খেপলো তাতে মনে হয় সে হয় ঐ ছেলেকেই ইর্ষা বা সোজা ভাষায় হিংসা করছে নয় তো তার বিদ্বেষ ঐ প্রেম ভালোবাসার সাথেই
....
কাজেই বোঝা যাচ্ছে এই প্রেম ভালোবাসার সাথে ইর্ষা বা হিংসা আঙ্গাঙ্গিভাবেই জড়িত
.....
কিন্তু কেনো কেনো কেনো!!!!!!কিভাবে এবং কেন ঈর্ষাপরায়নতার মত এই ক্ষতিকর বৈশিষ্টটি মানব মনে, মানব সমাজে উদ্ভুত হল স্বর্গীয় প্রেম ভালোবাসার সাথে সাথে?
তবে কি প্রেমের সাথে সাথে ঈর্ষাপরায়ণতার ব্যাপারটাও মানুষের মজ্জাগত?

গেমু ভাইয়া জবাব দাও----
প্রশ্ন নং ১। ভালোবাসা কারে কয়?
প্রশ্ন নং ২। ভালোবাসায় ইর্ষা কেনো? মার্ক-১০
প্রশ্ন নং ৩। তোমার জীবনে পড়া শ্রেষ্ট ভালোবাসার কবিতা/ গল্প/গান কি ? মার্ক-৫
///

বোল্ডকৃত অংশগুলোতেই মূলত পয়েন্টগুলো চিহ্ণিত হয়ে গেছে। তাই নয় কি?

এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আলোচনার টপিকগুলো হবে-
✉ আমি ঐ ছেলেটিকে ঈর্ষা করেছি কি-না।
✉ ভালবাসা ব্যাপারটাকে আমি নেগেটিভলি নিচ্ছি কি-না।
✉ ভালবাসায় ঈর্ষা ব্যাপারটা স্বাভাবিক কি-না। আর মানুষের স্বভাবের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত কি-না।
✉ ভালোবাসা কারে কয়?

আরেকটা ব্যাপার, কমার্স কলেজের শিক্ষার্থীদের ব্যাপারটা নিয়ে আমি আমার অবজার্ভেশন ও কনসার্ন তুলে ধরবো হয়তো। :)

এইসব টপিকের ওপরই আমি মন্তব্য করতে চাই। ওকা?? B-)

৩০ শে মে, ২০১৬ রাত ৮:৩৬

অপ্‌সরা বলেছেন: ওকা!!!!!!!!!!

তুলে ধরো তুলে ধরো......


দেরী কেনো গেমুভায়া?
কিসের এত চিন্তা?
জবাব তো জানা আছে
নাচো ধিন ধিন তা।

আনি মানি জানি নাকো
তুমি ভায়া জিনিয়াস
সিগগিরি বলে ফেলো
সোজা কথা ঠাস ঠাস!!!!!!!!!:)

৩৬| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৫৫

সুলতানা রহমান বলেছেন: জেন রসির আদি, মধ্য, আধুনিক সব যুগ শেষ হলে আমি আসিবো ফিরে।

ইটস অ্যা গেম, ইটস অ্যা গেম … =p~ মন্দ না । ক্লাস শেষে মনে হচ্ছে সব্বাই অনেক কিছু শিখিবে ;)

৩০ শে মে, ২০১৬ রাত ৮:৩৯

অপ্‌সরা বলেছেন: জিনিভাইয়া কেবলি আদি যুগেই আছেন। মধ্য ও আধুনিক আতলামী আরও পরে আসিবেক। আর উনি তো আরও এ্যাডভান্স চাইল্ড!!!!!!


উনার গেইম যে কি আল্লাহ জানে! খোদা জানে! ভগবান জানে! জিসাস জানে!!!!!!!!!!!!!!!!!!!!!

৩৭| ৩০ শে মে, ২০১৬ দুপুর ২:১৬

পুলহ বলেছেন: " জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার !
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেচা নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাকে
কোথায় লুকায় আপনাকে !
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে ! "-- এ অপেক্ষাটুকু, আশাটুকুই বোধহয় ভালোবাসা।

ইন্টারেস্টিং টপিক। আলোচনা চলুক !

৩০ শে মে, ২০১৬ রাত ৮:৪৬

অপ্‌সরা বলেছেন: কি যে বলো ভাইয়া!!!!!!

এ সেই আদিযুগীও ভালোবাসা। সময়ের সাথে ভালোবাসার বিবর্তনে ভালোবাসার রুপান্তর কি তা আমাদের জিনি আর গেমু আতেল জিনিয়াস ভাইয়ারা গবেষনা লদ্ধ তত্ব উপাত্ত দ্বারা প্রমান করিবেক।


তবে আমার কাছে রবিঠাকুর, জীবানানন্দ কবিতা ভালোবাসায় প্রকৃত ভালোবাসা মনে হয়। বুকের মধ্যে ভালোবাসার জন্য সূচীভেদ্য বেদনা, তাহার জন্য কুড়ি বছর কেনো শত বছর পরেও চিন চিন করা।:(

এসবই তো ভালোবাসা! তাকে আবার জিনিভাইয়া বলছে অন্ধ পূজারী নাকি আমি!!!!!! আর এই অন্ধের সাথেই নাকি তার দ্বন্দ!!!!!! X((

৩৮| ৩০ শে মে, ২০১৬ দুপুর ২:৩১

অপ্‌সরা বলেছেন: ইয়ে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

হা হা হা হা

বড় বড় প্রেম ভালোবাসা বিশারদরা যে এখানে এতদিন লুকাই ছিলো সেতো জানা হয় নাই!!!!!!!!! জিনি ভাইয়া, গেমু ভাইয়া, সুলতানা আপুনিমনি, অদৃশ্য ভাইয়া, পুলহ ভাইয়া, ঠাটা মফিজভাইয়া, মোস্তাফা সোহেল ভাইয়া, সিলামনি, মিন্টুভাইয়া, ডঃএম আলী ভাইয়া, ব্লগ সার্চম্যানভাইয়া, রুদ্রভাইয়া, রাবেয়া আপুনি, অপু তানভীর ভালোবাসা বিশেষজ্ঞভাইয়াসহ উপরে যারা যারা ভালোবাসা বিষয়ক রিসার্চে গুরুগম্ভীর মতামত রাখিয়াছেন সবাইকে ভালোবাসা ও ভালোবাসা!!!!!!!!!

একটু পরে সকলের উত্তর নিয়ে আসিতেছি!!!!!!!!!!:)

৩৯| ৩০ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: সবাই উত্তরে আমি কি কইমু খুইজা পাইতেছি না ।

তবু কই !

ভালুবাসা মানে হইলো নিজের সুখ শান্তি নিয়ন্ত্রয়ের অধিকার বিপরীত লিঙ্গের হাতে তুলে দেওয়া B-))

৩০ শে মে, ২০১৬ রাত ৮:৫৫

অপ্‌সরা বলেছেন: আহালে এই জন্যই তুমি ভালো প্রেমিক আর এত এত মেয়েদের সাথে প্রেম করতে পেরেছো( গল্পে) । কারণ সকল নিয়ন্ত্রন তাহার হাতে। কাজেই নো ঝামেলা!!!!!!!!!!!:) :) : )

৪০| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: (একটি অপ্রকাশিত পান্ডুলিপি)
অপ্‌সরাপুর ''ভালোবাসা কারে কয়? ( জিনিভাইয়া আর গেমুভাইয়ার কাছে কিছু প্রশ্ন ও উন্মুক্ত আলোচনার আহ্বান)'' পোষ্টের ঠাস ঠাস জবাব



মূল পোষ্টঃ ভালোবাসা কারে কয়? ( জিনিভাইয়া আর গেমুভাইয়ার কাছে কিছু প্রশ্ন ও উন্মুক্ত আলোচনার আহ্বান)
ভালোবাসা কারে কয়??
এতো ভেরি সিম্পল;
ভিখ দেব সমরখন্দ
ফর প্রিয়ার ডিম্পল।

আরে আরে রোয বাপু
এসবি বাজে তত্ব;
এইবার বলি শোন
মূল কথা সত্য।

আজকাল ভালোবাসা
ঠিক যেনো কর্পূর;
নিমিষে মিলিয়ে যায়
ছিলো যা আগে ভরপুর।

লাভ এট ফার্স্ট সাইট
ফিলিংস্টা ওটুকুই;
প্রেমের ডেপথ্ হলো
যতক্ষণ না তারে ছুঁই।

ছোঁয়া শেষ প্রেম শেষ
ঝালমুড়ি চানাচুর;
রাত গেয়া বাত গেয়া
আর কতো?আরে ধুর।

ফের শুরু সমারোহে
নতুন এক গল্প;
ডিজিটাল ভালোবাসা
এতটাই অল্প!!!

ইদানিং চ্যাংড়ারা
এভাবেই করে প্রেম;
সে দলের কান্ডারি
আমাদেরি প্রিয় গেম।

রাতে কয় ভালোবাসি
দিনে কয় টা টা;
স্টার্টিং-এ কিস মিস
বিদায়ে মেলে ঝাঁটা।

বাদামের খোসা যেনো
গেমুটার গার্লফ্রেন্ড;
ভালোবাসা তার কাছে
ওয়ান টাইম কফি ব্লেন্ড।

প্রথম চুমুকে আহা
স্মোকি হট তৃপ্তি;
দু'চুমুকে মজা শেষ
ছুঁড়ে ফেলে কাপটি।

রসি ভায়া মহাজ্ঞাণী
প্রেম নদী যমুনার;
তার ভালোবাসা মাপে
বুকের অত পাটা কার?

ভাবুক মানুষটার
প্রেমে কত গভীরতা;
প্রেমিকাতে খুঁজে পান
প্রকৃতির সৌন্দর্যতা।

প্রেমিকার হাত ধরে
হয়ে যান পুরো কবি;
শব্দে গাঁথেন মালা
ছন্দে আঁকেন ছবি।

কয়ে যান ফিলোসফি;
প্রেমিকার চোখে চেয়ে;
সম্বিত ফিরে দেখে
মাইয়াডা যায় ধেয়ে।

ফিটিংবাজ মাইয়াডি
ভাবুক কবি খুঁজেনা;
ডেটিং মানে স্রেফ এক্স
প্রেম তারা বুঝেনা।

এই হলো শর্টকাটে
এ যুগের ভালোবাসা;
আবেগের ছিটে নেই
কামনা-ই অভিলাষা।



উৎসর্গঃ
ডেডিকেটে অপ্‌সরা
রসি আর গেমু;
গিয়াস লিটনও আছে
ফ্রি-তে বই নেমু।;)

ছবিঃ
নেট ঘেটে আতিপাতি
এদুটোই তুলেছি;
ছবিতেও মোরাল আছে
ছন্দে যা বলেছি।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৬

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা কি লিখেছো ভাইয়াটা কি যে করি!!!!!!!
এই ছড়া পড়ে আমি হেসে হেসে যাই মরি।
সব কিছু বুঝা হলো জানা হলো জিনি গেমু
তোমার কাহিনী বলো, নইলে কিন্তু আমি কমু!

৪১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:১৭

শ্রাবণধারা বলেছেন: আলো আমরা সবাই চিনি, কিন্তু আলো বস্তুটা কি জিনিস এটা ব্যাখ্যা করা তো পণ্ডিতের কাজ !!! ভালোবাসার আলো যখন পড়ে তখন আমরা সহজেই সেটা বুঝি, ব্যাখ্যা হয়তো করতে পারি না ! তাই আমার মতে, ভালোবাসা কারে কয়, এটা প্রশ্নের চেয়ে, কি ভাবে ভালোবাসা যায় আর ভালোবাসার যোগ্য হয়ে ওঠা যায়, এটা জানা দরকারী ।

শ্রেষ্ট ভালোবাসার গান - এ মূহুর্তে মাথায় যা আসছে সেটাই বলি -

"তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা/ এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা । / যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো/ আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা । / তব মুখ সদা মনে / জাগিতেছে সংগোপনে, / তিলেক অন্তর হলে / না হেরি কূল-কিনারা"

কবিতা : খুব সম্ভব - এডগার এল্যান পোর "অ্যানাবেল লী"

It was many and many a year ago,
In a kingdom by the sea,
That a maiden there lived whom you may know
By the name of Annabel Lee;
And this maiden she lived with no other thought
Than to love and be loved by me.

গল্প: তলস্তয়ের "A Happy Married Life"/ "Family Happiness"। যদিও গল্পটা অনেকটা প্রেমের পরিণতি নিয়ে লেখা তারপরও ১৭ বছর বয়সে প্রেমের অনুভুতি কেমন হতে পারে তার অসাধারণ বর্ণনা আছে এই গল্পটায়।

উপন্যাস: কৈশোরে পড়া সেবা প্রকাশনীর অনুবাদ জার্মান লেখক এরিক মারিয়া রেমার্কের "থ্রি কমরেডস"

৩০ শে মে, ২০১৬ রাত ৯:০৭

অপ্‌সরা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া। কিছু কিছু অনুভুতি ভাষায় প্রকাশ করা যায় না। ভালোবাসাও যেমন ভাষায় প্রকাশ করা কঠিন ঠিক তেমনি তার অপর পিঠের ঘৃনাটাও মনে হয় । :(

"তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা/ এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা । / যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো/ আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা । / তব মুখ সদা মনে / জাগিতেছে সংগোপনে, / তিলেক অন্তর হলে / না হেরি কূল-কিনারা"

এই গান সম্ভভত ঝাঁপ তালের গান হিসাবে প্রথম শিখি টিচারের কাছে। শিখবার সময় অবাক হয়েছিলাম। আর তাই তো রবিঠাকুর আমার কাছে সর্বকালের সর্ব যুগের শ্রেষ্ঠ প্রেমিক।

কবিতাও রবিঠাকুরের-- অনন্ত প্রেম

তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।


যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলনকথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে—
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি।


আর গল্প?

সে তো শেষ নাই......

অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:)

৪২| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাইছ কি মোর কাছে
ভালোবাসার সংজ্ঞা?
মোর কাছে ভালোবাসা
অলওয়েজই মংগা।

দু'এক লাইনে বাপু
কথা শেষ হবেনা;
আগেরটি কেমন হলো?
পোষ্ট দেব?কবেনা?

৩০ শে মে, ২০১৬ রাত ৯:১৪

অপ্‌সরা বলেছেন: পোস্ট দাও, নো প্রব, নো মোর ঢঙ্গা
তার আগে বলে যাও ভালোবাসা সংজ্ঞা
যদিও তা জানা আছে, বাকী নেই কিছুই
ভালোবাসা মানে সব তোমা কাছে মিছুই।

ইনা মিনা ডিকারা তো আশে পাশে ঘুর ঘুর
তাই তুমি ভুলে যাও ভালোবাসা দূর দূর।
চোখ গুলো গুলু গুলু বিদেশীনী সে কথা
বলে দেবো নাকি বলো নাকি মনে পাবে ব্যাথা! :P

৪৩| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৪

সিলা বলেছেন: আমিত এতদিন মনে করতাম ভালবাসা বলতে ককিচ্ছু নেই সব ফালতু জিনিস জার এক অংশ নোংরামি।
কিন্তু এখন সবার মন্তব্ব গুল পড়ে মনে হচ্ছে ভালোবাসা আসলে একটা কাল্পনিক বিসয় বস্তু যার কোন আকার, আক্রিতি, রং, গন্ধ, কিছুই নেই।
যাকে ধরা ছোয়া, জায়না।
এটা আসলে অনুভবের বিসয়।
ভালবাসা আসলে জার কাছে জেভাবে ধরা দিয়েছে সে এটাকে সেভাবেই ফিল করে।
যেমনঃ যে ভালোবেসে সুখী হইছে সে ভাবে ভালোবাসার আরেক নাম সুখ!
যে ভালোবেসে ছেকা খাইছে সে ভাবে ভালোবাসার আরেক নাম জন্ত্রনা!
যে ভালোবেসে ধোলাই খাইছে সে ভাবে ভালোবাসার আরেক নাম দুঃক্ষ, কস্ট!
যে ভালোবেসে অনেক কিছু হাসিল করছে সে ভাবে ভালোবাসার আরেক নাম ভোগ,এনজয় করা!
অনেকটা ওই ইংলিশ গল্পএর মত,
যে ৪জন অন্ধ লোক জংগলে চলে গেল,পথিমধ্যে বিরাট বড়.... এক হাতি পরল তো অরাতো চোখে দেখেনা এক এক জন হাতির এক এক অংসে হাত রাখল আর বলাবলি করতে লাগল জে কি এটা কিএটা!!!
ওই পথে একজন পথিক জাচ্ছিল সে বলে দিল জে এটা একটা হাতি।
তো বাড়ি এসে ৪ অন্ধ বিতর্ক শুরু করেদিল।
যে হাতির লেজ ধরেছিল সে বলল হাতি আসলে ঝাটাড় মত।
যে পা ধরেছিল সে বলল নানা হাতি আসলে মোটা খাম্বার মত।
যে কান ধরে ছিল সে বলল নানা হাতি আসলে কুলার মত।
যে শুর ধরে ছিল সে বলল মোটেই না হাতি আসলে লাঠির মত।

হিহিহি..... কি ছাতা মাথা চিন্তা করি আমি :P

৩০ শে মে, ২০১৬ রাত ৯:১৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা

ভালো বলেছো সিলামনি!!!!!!!!!!!

তবে ভালোবাসায় আসলে সবই আছে মানে মিকচার!!!!!!!!:)

৪৪| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:০৭

জেন রসি বলেছেন: আবার সেই গানের অংশবিশেষ

ভালোবাসা আসলেতে একটা চুক্তি যেন
অনুভূতি টনুভূতি মিথ্যে!!

এবার আদিম সমাজ থেকে চলে এসে পশুপালন সমাজ কৃষিপ্রধান সমাজের দিকে দৃষ্টিপাত করি। এই সমাজ ব্যাবস্থায় এসে ব্যক্তি মালিকানার ব্যাপার চলে আসে। সম্পত্তি টিকেয়ে রাখার আকাঙ্খা জন্ম নেয়। এসবের সাথে স্বাভাবিক ভাবেই নারী পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন আসে। নিজের জিনিস পরের জিনিস এই ধরনের বোধ মানুষের মধ্যে তীব্র হতে থাকে। স্বভাবতই নিজের জন্য ভালোটাই চাই। বিবর্তনের নিয়ম মেনেই পুরুষরা এমন নারী চাইত যারা সন্তান উৎপাদনের জন্য উপযোগী। এখন কবিরা নারীদের সুন্দর দেহের যেমনটা বর্ননা দেয় অনেকটা তেমনই। নারীরা চাইত আর্থ সামাজিক দিক থেকে শক্তিশালী পুরুষ। যারা তাদের এবং তাদের সন্তানদের অর্থনৈতিক এবং সামাজিক ভাবে নিরাপত্তা দিতে পারবে। না পাইলে ইর্ষার ব্যাপারটাও চলে আসত। তাই সম্পর্কের ব্যাপারে একটা প্রতিযোগিতার মনোভাবও চলে আসে। নিজের জিনিস অন্যে কেন ধরবে এই বোধের বিকাশ হতে থাকে। অর্থাৎ নারী পুরুষ সম্পর্ক অনেকটা চুক্তির মত করেই ব্যাক্তিকেন্দ্রিক বলয়ে আবর্তিত হতে থাকে। যার থেকেই পরিবার প্রথার জন্ম হয়।

আমি আসলে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত ত্যানা পেঁচাইতেছি। আরেকটু ত্যানা পেঁচাইয়াই উত্তরটা দিয়ে দেব! ;)


৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩৫

অপ্‌সরা বলেছেন: এই উত্তরাধিকার, সম্পত্তি, আর্থ সামাজিক পুরুষ আর সুন্দরী কইন্যার থেকে ভালোবাসা ভালোবাসা নামক মিথ্যা কথার সৃষ্টি হইলো তাই না!!!!!!!!


তাই বলতে চাও নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!


তোমার জন্য গানা আমার সর্বকালের সর্বশ্রেেষ্ঠ প্রেম সঙ্গীত
https://www.youtube.com/watch?v=3jwJ7IC7Tto

৪৫| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখা ভাল লাগে খুব #কি করি আজ ভেবে না পাই

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৪৩

অপ্‌সরা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!! রং নাম্বার হয়ে গেছে! :P

এটা আমি লিখেছি তো!!!!!!!!

কি যে করি আমার ভাইয়া!!!!!!!!!:)

৪৬| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ঈশান আহম্মেদ বলেছেন: হুম... বুঝলাম। বালুবাসা....

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৪৪

অপ্‌সরা বলেছেন: বালুবাসা!!!!!!!!!! :(

হায় হায়

দাঁড়াও একটু বুঝাই

শ্রাবনের ধারার মত পড়ুক ঝরে

৪৭| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:৪৬

গেম চেঞ্জার বলেছেন:
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies;
And all that’s best of dark and bright
Meet in her aspect and her eyes;
Thus mellowed to that tender light
Which heaven to gaudy day denies.


আমার ফেভারিট স্তবক!! কার লিখা নিশ্চয়ই জানেন। :) নয় কী?

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: গুড গুড গুড

খুব ভালো স্তবক! এখন বাকী গুলানের উত্তর দাও গেমুভাইয়াজান!!!!!!!!!:)

৪৮| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:২৩

কল্লোল পথিক বলেছেন:



আর প্রেম!
জীবনে একবার।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:২৮

অপ্‌সরা বলেছেন: মাত্র একবার!!!!!!!!!!!!!


কি বলো ভাইয়া!!!!!!!!!!!!


তাইলে তো প্রকৃত কবি হওয়া যাবেনা!!!!!!!! :P

৪৯| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: আমি এই ঝগড়া ঝাটির মধ্যে নাই, প্রেম জাহান্নামে যাক।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৯

অপ্‌সরা বলেছেন: ছি ছি ছি ভাইয়ু!!!!!!! কি বললে এইটা!!!

জানোনা প্রেম স্বর্গ থেকে আসে!!!!!!!!!!

জাহান্নামে পাঠাও কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৫০| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল বাসা এতো সেই আদিম মনের ভাষনা , নতুন করে মরা গাছে কুড়ি ফুটানো, শুকনা নদীতে বর্শি ফেলে যুগ জনম অপেক্ষা থাকার নাম হয়তো , নয়তো আধুনিক কালের হিমু বনে যাওয়া ,ফে'বুকের একটি আইডি , ছলে -কলে কিছু উক্তি্ তার পর প্রনয় এ কি হতে পারে নাকি নাকি রাস্তার পাশে দাড়িয়ে থেকে কোন যুবতিকে ট্রিট ।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫৪

অপ্‌সরা বলেছেন: ভেরি গুড ! একদম কবি কবি আনসার হয়েছে ভাইয়ু!:)

আর চরম বাস্তব সত্যতাও আছে।

৫১| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:২৭

সুব্রত দত্ত বলেছেন: বি.দ্র. অংশটুকু পড়ার আগে সাহস করে কমেন্ট দিতে চেয়েছিলাম। পড়ার পরে ভয় হলো। যদিও প্রত্যেকেই নিজেকে 'বিশিষ্ট জন' ভাবতে চায়, ভাবেও। যা হোক, আমি বিশিষ্ট নই। তবু একটু কিছু বলছি।
আসলে প্রেম বা ভালোবাসা বিষয় যেহেতু মানুষের মনের সঙ্গে সংশ্লিষ্ট এবং মানুষের মন হচ্ছে মহাবিশ্বের মতোই বিস্ময়কর সেহেতু এর সংজ্ঞায়ন কঠিন, বলা চলে দুরূহ। আর প্রেমের ঈর্ষা, সেটা কিন্তু অন্যসব ঈর্ষার মতো নয়। এতে ভিন্নতা আছে।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৪১

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক ভাইয়া এই ইর্ষা ভিন্নতর!!!!!!

তবে কেমন কেমন একটু ব্যাখ্যা করতো!!!!!!!!!!!!!:)

৫২| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩১

গেম চেঞ্জার বলেছেন: ✈ভালবাসা কারে কয়?
আসলে এই ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না কারণ এটা নির্ভর করে বয়স, দৃষ্টিভংগির ওপর।
তবে আমি সহজ করে বলতে হলে এভাবেই বলব-

"ভালবাসা হচ্ছে দুটি প্রাণের সম্মিলন।"

এই সম্মেলনের পেছনে কোনও জাগতিক স্বার্থ জড়িত থাকবে না। কামনা, বাসনা, অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রাচুর্য বলতে যা কিছু থাকবে তার সবই হতে হবে গৌন। মুখ্য ও অকাট্য প্রাপ্তি থাকবে একে অন্যকে কাছে পাওয়া, কাছে থাকার সাফল্য। যত সুখ-দুঃখ-বিপদ-আপদ-ঝড়-ঝঞ্চা-ষড়যন্ত্র-সমস্যা-রোগ-শোক সবই একসাথে থেকে মোকাবেলা করবে। একে অন্যের মধ্যে বিলীন হয়ে যাবে। একের দুঃখ অন্যের একের সুখ অন্যের হয়ে যাবে। অন্যকথায় দুজনের আত্মা এক হয়ে একটি দৃঢ় ইউনিভার্স হয়ে যাবে।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১

অপ্‌সরা বলেছেন:

আহা আহা একেই বলে বুঝি ভালোবাসা! নো জাগতিক স্বার্থ, নো লেনাদেনা, নো চাওয়া পাওয়া। কামনা, বাসনা, ক্ষমতা বিত্ত প্রাচুর্য্য যেখানে তুচ্ছ। তুচ্ছ পার্থীব সকল প্রাপ্তি।শুধুই কাছাকাছি, পাশাপাশি!!!!!!!! আহা আহা আহা!!!!!!!! এ বুঝি শুধু স্বর্গেই সম্ভব। নয়ত এ মর্ত্যে নাকি তুচ্ছ অভাবেই প্রেম পুচ্ছ তুলে জানালা দিয়ে পালায়। তবে স্বর্গ হতে আসা দেবদুতেরাও কি এই লেনাদেনা স্বার্থের উর্ধে!!!!!!! প্রশ্ন আছে, প্রমান আছে ভালোবাসা প্রেম তুচ্ছ বনে যায়, নিজ স্বার্থ ও ক্ষমতার লোভের কাছেও।

আর তাই কচ ছেড়ে যায় দেবযানীকে। রাধা কৃ্ষ্ণের মনেও জাগে খুতখুতে দাগ আর ক্লিওপেট্রা তার কথা আর কি বলবো!!!!!!!!!!

---------অন্যকথায় দুজনের আত্মা এক হয়ে একটি দৃঢ় ইউনিভার্স হয়ে যাবে।

তবে হ্যাঁ তোমার অন্য কথার একটু আধটু সত্যতা প্রমান পাওয়া যায় একাল ও সেকালের লাইলী- মজনুদের মাঝে। তবে এই আত্মাগুলি অন্য ইউনিভার্সে না গিয়ে মর্তলোকে থাকিলে একসময় এই প্রেম ভালোবাসা কতটুকু স্থিতিশীল থাকিতো সে ব্যাপারে সন্দেহ আছে!!!!!!!!:(

৫৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:২৪

মহা সমন্বয় বলেছেন: এই পোষ্ট থেকে আমি জ্ঞান অর্জন করিতেছি। :-B
তবে যাবার আগে আমি ভালবাসার সর্বোত্তম একটা ব্যাখ্যা করে দিয়ে যাই :-P

ভালবাসা হচ্ছে- ম্যাজিক.... ইটস অ্যা ম্যাজিক,ইটস অ্যা ম্যাজিক, ইটস অ্যা ম্যাজিক,ইটস অ্যা ম্যাজিক B-)
আরও কিছু বলতে হবে?? =p~

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪

অপ্‌সরা বলেছেন: এতক্ষনে একটা মনের মত আনসার পেলাম!!!!!!!!!!!!

ইটস আ ম্যাজিক!!!!!!!!!!!!! ইটস আ ম্যাজিক!!!!!!!!!!!! ইটস আ ম্যাজিক!!!!!!!!!!!!!!

মুগ্ধ!!!!!!!!!! আমি মুগ্ধ ভাইয়া!!!!!!!!!!!!

১০০% আমার মনের কথা!!!!!!!!!!!


আমি তো তোমার ফ্যান হয়ে যাচ্ছি ভাইয়া!!!!!!!!!!!:)

৫৪| ৩১ শে মে, ২০১৬ রাত ১:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: আপু কী যে বিষয়ে প্রশ্ন করে??? /:)

পীথাগোরাসের বইগুলোতে দেখো - খুব সুন্দর করে লেখা আছে।

[আমি ইংল্যান্ডের মাউন্ট অ্যাাভারেস্টে যাওয়ার কথা ভাবছি আপু :( ভালবেসে আসলেই ফকির হয়ে গেছি। এখন যাওয়ার পয়সাও নাই। শুনছি সে নাকি সেখানের রাণী হয়ে গেছে। :( ]

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৬

অপ্‌সরা বলেছেন: হায় হায় কে সে রাণী!!!!!!!!!

এখুনি চলো তারে ধরে আনি।

মানে তার কাছে যাই!:)

৫৫| ৩১ শে মে, ২০১৬ সকাল ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: ‘সখী ভালবাসা কারে কয়’?
প্রশ্নটি বহু শ্রুত হলেও,
জবাবটি অজানাই রয়।

কখনো শিশুদের হাসি,
কখনো জোটবাঁধা পাখি
ভালবাসি বলে মনে হয়।

অঞ্জলি ভরে তোলা
ঝরা বকুল ফুলের মালা
ভালবাসায় সতেজ হয়।

দুঃখিনী নারীর হাসি
যেন ফুলদানীর পুষ্প বাসি
তবু মনে সৌরভ ছড়ায়।

এ সবেরই কিছু কিছু
যখন নেয় মনের পিছু
তখন তারে ভালবাসা কয়।



৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৮

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!!!!

ভালোবাসার কবিতা পড়ে আমি মুগ্ধ!!!!!!!!!!!!!

৫৬| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৩৩

কাবিল বলেছেন: আমাকে যদি কেউ প্রশ্ন করে "ভালবাসা কারে কয়" আমি বলব এটা আমার কাছে জটিল প্রশ্ন।
এর উত্তর সবার জানা থাকলেও সম্পূর্ণ ভাবে উত্তর দিতে পারবে না। কিছু আবেগের সাথে জরিয়ে থাকবে, যা বোঝানো যায় না।

জেনু-গেমু ভাইয়ার ফলাফলের অপেক্ষায় থাকলাম।


অনেক অনেক মজা পেলাম।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

অপ্‌সরা বলেছেন: জটিল প্রশ্ন!!!!!!!!!!

তো জটিল উত্তর দাও ভাইয়া!!!!!!!!

জটিল জটিল ভাবো!!!!!!!!!!!!


জিনি গেমু ভাইয়ারা তো হিমশিম খাচ্ছে কারণ তারা প্রেম বিদ্বেষী আতেলগণ!!!!!!!!! :P

৫৭| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:১৯

অদৃশ্য বলেছেন:



ভালোবাসা আর প্রেমকে গুলিয়ে ফেলবেন না যেন... দৃশ্যত দুটিই একই রকম তবে ব্যবচ্ছেদে বুঝা যায় এদের চাহিদার ভিন্নতা রয়েছে...
আমি আসলে এখনো তুমুল একটি প্রেমের প্রতিক্ষায় প্রহর গুনছি... জীবন ছোট হয়ে যাচ্ছে অথচ প্রেমটা আসছে না বা তুমুল আকার ধারণ করতে পারছেনা... হাহ্‌ হাহ্‌ হাহ্‌

প্রেম তুমুল না হলে কবিতা লিখবো কি করে... আফসোস না জীবন চলছে ঠিকঠাক না কবিতা...

ক্লাশে আছি এখনো
শুভকামনা...

৩১ শে মে, ২০১৬ রাত ৮:২৫

অপ্‌সরা বলেছেন: ভালোবাসা আর প্রেমের সুক্ষ্ণ পার্থক্য সমুহ ৫ বাক্যে বর্ণনা করো ভাইয়া।:)

তুমুল প্রতিক্ষীত প্রেমটি এসে যাক তাড়াতাড়ি। কবিতাও হোক শিঘরি শিঘরি!!!!!



ক্লাসে থাকো বাট পার্টিসিপেশন জরুরী আবশ্যক!!!!!!!!:)

৫৮| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: বেশ বেশ।

৩১ শে মে, ২০১৬ রাত ৮:২৬

অপ্‌সরা বলেছেন: হা হা


থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!! :P

৫৯| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভালবাসার মানে বুঝিনা?

পোস্ট শেষ হলে আপনার কাছ থেকে বুইঝা নিমুনে :)

৩১ শে মে, ২০১৬ রাত ৮:৩২

অপ্‌সরা বলেছেন: আমার কাছ থেকে!!!!!!!!!


ও মাই গড!!!!!!!!!!!!!!

জিনিভাইয়ু আর গেমু ভাইয়ু সহ আরও সব পন্ডিতেরা থাকতে আমি কেনো!!!!!!!!!!!!!!!

৬০| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার পোস্টে হরিদাসদের দৌরাত্ব এখনো দেখি কমে নাই।

ঘটক সাবের মাথায় গোবর পানি ঢালেন। সব ঠিক হয়া যাইব। :P

৩১ শে মে, ২০১৬ রাত ৮:৩৩

অপ্‌সরা বলেছেন: উফ হরিদাসরা না থাকলে কেমনে বুঝবো আমি যে কিছুমিছু!!!!!!!!:)

৬১| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:৪৯

অশ্রুকারিগর বলেছেন: ভালোবাসা নিয়ে আমার একটা এপিক ডায়লগ ছিল, শিশুকালে ফেসবুকে একটা পেজও খুলছিলাম এই নামে " সত্যিকারের ভালোবাসা এক টাকার নোট, হিসেবে আছে; বাস্তবে নাই"

তবে কারো কারো কাছে ভালোবাসা মানে আমাদের ভালবাসা হয়ে গেল ঘাস; খেয়ে গেল গরু দিয়ে গেল বাঁশ

আবার কারো কাছে , I love you more than I can say
I'll love you twice as much tomorrow
Love you more than I can say


সত্যিকারের ভালোবাসার জয় হোক আর কমার্স কলেজের দেখাদেখি আজকে রাজউকের ক্লাস সিক্সের যে ভিডিওটা বের হয়েছে তাদের যারা ফলো করবে তাদের সুমতি হোক !

৩১ শে মে, ২০১৬ রাত ৮:৫৫

অপ্‌সরা বলেছেন: ভালোবাসা নিয়ে তোমার সকল বাণীই মজার হয়েছে!!!!!!! তবে রাজউকে আমার কি করলো? জানিনা!!!!!! তবে আরও একটু কথা আছে বিবর্তনের ধারা মাঝে মাঝে মনে হয় একটু ফাস্ট গতীতে চলে। মানে সমাজ বিবর্তন!!!!!!!

৬২| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:১১

অশ্রুকারিগর বলেছেন: কি আর করবে, প্রপোজ করল, ভিডিও করল, এখানে থামলেও কথা ছিল হালকার উপ্রে চুম্মাচাটিও করল। ভালোবাসা খাটে নয় মাঠে তত্ব্বে বিশ্বাসী হয়ে উঠতেছে তরুন প্রজন্ম, শান্তিতে ঘুমান পীথাগোরাস সাহেব।

৩১ শে মে, ২০১৬ রাত ৯:২৪

অপ্‌সরা বলেছেন: আমি টেবিলের তলায় ভাইয়া!!!!!!!!! কি বলছো দেখিনি!!!!! পড়িও নি!!!!!!!!!!!!!!

৬৩| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:১৬

গেম চেঞ্জার বলেছেন: এই যে, সেই শিষ্যরা!!!

৩১ শে মে, ২০১৬ রাত ৯:২৭

অপ্‌সরা বলেছেন: ইয়া খোদা!!!!!!!!!!!!!!!!!!!!!!!

গেমুভাইয়া!!!!!!!!!!!!!!!!!!

আমি নাই !!!!!!!!!!!!!!!!!!!!!

টা টা বাই বাই!!!!!!!!!!!

৬৪| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:১১

গেম চেঞ্জার বলেছেন: ✈ ভালবাসায় ঈর্ষা ব্যাপারটা স্বাভাবিক কি-না। আর মানুষের স্বভাবের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত কি-না।

ঈর্ষা বলতে কার ঈর্ষা সেটা আগে ডিফাইন করতে হবে। যেমন তাহসান মিথিলার ব্যাপারে যদি বলা হয়- ঐ জুটি'কে আমি হিংসা করি, তাহলে সেটা হবে আবালসুলভ আচরণ।
অনেকে মেয়েকেই দেখেছি তাহসানের সাথে কথা বলতে উন্মুখ থাকতে। এটা হতেই পারে কারণ তাহসান অসম্ভব ট্যালেন্ট একটা লোক। তাই বলে গণহারে যদি সবাই ওর বৌ হতে চায় তাহলে ব্যাপারটা চরম হাস্যকর বৈ কিছু নয়।

ভালবাসায় ঈর্ষা থাকা অস্বাভাবিক। এটা থাকলে ফল ভয়াবহ হতে পারে। অভিজ্ঞতায় দেখা গেছে তৃতীয় কেউ দুজনের প্রেম ভালবাসাকে ঈর্ষার বশে ক্ষতি করেছে। এমনকি প্রেমের কারণে একজন আরেকজনকে খুন পর্যন্ত করেছে!!!

কেউ যদি এটা করে থাকে তাহলে তাকে কাউন্সেলিং করা দরকার।

৩১ শে মে, ২০১৬ রাত ১০:২১

অপ্‌সরা বলেছেন: তাহসান এর বউ মিথিলা নিশ্চয়ই কোনো মেয়েকে হিংসা করে না!!!!!!:) :) :)

যাইহোক ভালোবাসায় ইর্ষা তারপরেও বড়ই কমন ব্যপার!!!!!! তাই বলে খুন!!!!!!!!!!! ভুই পাই।

৬৫| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:২৫

গেম চেঞ্জার বলেছেন: ✈ ভালোবাসায় ইর্ষা কেনো?
ভালবাসা ব্যাপারটাকে আমি নেগেটিভলি নিচ্ছি কি-না।
আমি ঐ ছেলেটিকে ঈর্ষা করেছি কি-না।
আমি এটা পজিটিভলি নিই এবং অবশ্যই ঐ ছেলেটির উপর আমার কোন ঈর্ষা রাখিনি। এখন কথা হলো, কেন এইসব মনে হলো?????????????
এই প্রশ্নের উত্তর না জানলে এই দুটি ব্যাপার খোলাসা করা যাবে না।

এখন কমার্স কলেজের ঘটনার পর আরেকটি ঘটনা ঘটে গেছে, এটার ভিডিও লিংকও উপরে আমি দিয়েছি। এইসব ছেলেমেয়েরা আসলে কি করছে সেটা সিরিয়াসলি ভেবে দেখতে হবে। পশ্চিমাদের সংষ্কৃতি হা করে গিলতে সমস্যা নেই এইসকল টিনএজারদের কারণ ব্যাপারটা ইন্টারেস্টিং!!
তারা স্বকীয়তা, নিজস্ব সংষ্কৃতি, মুল্যবোধের ব্যাপারগুলোতে ভ্রুক্ষেপই করবে বলে আস্থা রাখার কোন কারণ দেখি না। যাইহোক, আমার কিছু বলার আছে আর সেদিকেই যাচ্ছি।


ভালবাসার পরিসর আসলে অনেক বিস্তৃত। নয় কি! তবে এখানে আমি শুধু ছেলে ও মেয়েদের মধ্যে পরস্পর যে ভালবাসাকে উল্লেখ করা হয়েছে সেটাই জানার জন্য চেষ্টা করছি।
আমার কাছে ব্যাপারটা অনেকটাই বিভ্রান্তিকর। বাস্তবে আমি অন্যকে বিভ্রান্তিতে ফেলে মজা পেলেও কিছু কিছু জায়গায় নিজেও বিভ্রান্তিতে পড়ে যাই। এই যেমন ভালবাসার একটি সার্থক ডেফিনেশন কি হবে সেটা নিয়ে।

কারণ টিনএজ এবং নিকটবর্তী সময়েই একটি মানুষ অন্য মানুষটির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে থাকে।
ব্যাপারটা এইরকম আরকি- প্রকৃতির স্বভাব হচ্ছে এই বয়সেই ছেলে ও মেয়ের পারস্পরিক ক্রিয়া ঘটবে। তারা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে, সংগী হবার প্রবল ইচ্ছা জাগে, তার সামনে নিজেকে আকর্ষণীয়রুপে উপস্থাপন করাটা জরুরী অনুভূত হয়।
এ-কারণে আমরা সর্বশেষ ফ্যাশনেআশ্রয় নিয়ে নিজেদের উপস্থাপন করি। সাথে প্রযুক্তি ব্যবহার/প্রদর্শন তো আছেই।
অন্য আরেকটা মানুষের ওপর ক্রাশ খাওয়া দিয়ে শুরু হয় এই ব্যাপারটা। ;) ;) অবশ্য ক্রাশ খাওয়ার একমাত্র কারণ সৌন্দর্য বললেও ভুল বলা হবে।
অন্যের মেধা/অভিজ্ঞানও অন্যতম ব্যাপার। আর যতই কালা হউক/গাইয়া ফেইস হউক সেলিব্রেটি হইলে তো আর কথাই নাই!!!!!!!! এর চমৎকার উদাহরণ হইলো ক্রিস গেইল/রুবেল হোসেন।

<- বিভ্রান্তিকর মনে হবার কারণ কী?
এর কারণ হলো প্রকৃতি মানুষকে যেটা করতে উদ্ভুদ্ধ করে আমাদের সমাজ/আমাদের সংষ্কৃতি/পরিবার সেই জায়গাতে অল্প থেকে শুরু করে প্রবল বিরোধিতা করে।
এমনকি কমন সেন্সও প্রকৃতির এই ব্যাপারটাকে উড়িয়ে দেয় বিশেষত কয়েকটা অজুহাতকে সামনে রেখে। পরিবার/সমাজ/ধর্ম/সংষ্কৃতি/বুদ্ধিমত্তা/উন্নত জীবনবোধের নিরিখে তার কয়েকটি সামনে তুলে ধরছি-

১। সাধারণত পড়ালেখার বয়সের মধ্যেই মানুষ এই ব্যাপারটার সম্মুখিন হয়ে পড়ে। অথচ পুরো লাইফ পড়ে আছে। এই বয়সেই যদি সে অন্য ছেলে/মেয়ের সাথে জীবনকে উপভোগ করতে শুরু করে তাহলে সে ক্যারিয়ার ডেভেলপমেন্টে পিছিয়ে পড়বেই।
২। শারিরিকভাবে মেয়েরা এত কম বয়সে সন্তান ধারণ বিপজ্জনক। অথচ প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছে।
৩। ছেলেরা এই বয়সে নিজেদের এই শক্তি ব্যবহার করলে ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা আছে।
৪। এইভাবে অবাধে যদি তারা নিজেদের ভাললাগাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একে অপরকে পেয়ে থাকে এবং বৃহৎ পরিসরে সেটা হয়ে থাকে তাহলে সমাজব্যবস্থা ভেঙ্গে পড়ার সমুহ সম্ভাবনা আছে।
৫। মা-বাবার প্রতি সন্তানের যে একটি মুল্যবোধ রয়েছে সেটা হৃাস পাবে।
৬। তারা যদি পারিবারিক সম্পর্ককে এত অল্প বয়সেই ইগনোর করতে পারে তাহলে সেটা পুরো পরিবারের জন্য মোটেও ভাল হবে না। নিজ নিজ স্বার্থ নিয়ে সবাই জোড়ায় জোড়ায় সরে গেলে সেটা পারিবারিক প্রতিষ্টানকে ভেঙে দিতে পারে।
৭। মায়ের প্রতি সন্তানের যে একটা টান সেটা সুপ্ত হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য গুরুত্বপুর্ণ কারণ হতে পারে........

এইভাবে কতো টার্ম যে আছে.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যাইহোক, এইসব গুরুত্বপুর্ণ টার্মকে নিয়ে গণনা করলে অনুপযুক্ত বয়সের প্রেমকে অগ্রাহ্য করাই বান্ছনীয় নয় কী। তবে যদি কোন সম্পর্কে এইসব টার্মকে অতিক্রম করা যায় তাহলে অবশ্যই উভয়ের মিলনে আর আপত্তি থাকবে না। :)

৩১ শে মে, ২০১৬ রাত ১০:৪০

অপ্‌সরা বলেছেন: বিজ্ঞানী গেমুভাইয়া তোমার উত্তর নিয়ে পরে আসছি। এখন ম্যুড অফ আছে।:(

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২০

অপ্‌সরা বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ✈ ভালোবাসায় ইর্ষা কেনো?
✈ ভালবাসা ব্যাপারটাকে আমি নেগেটিভলি নিচ্ছি কি-না।
✈ আমি ঐ ছেলেটিকে ঈর্ষা করেছি কি-না।
আমি এটা পজিটিভলি নিই এবং অবশ্যই ঐ ছেলেটির উপর আমার কোন ঈর্ষা রাখিনি। এখন কথা হলো, কেন এইসব মনে হলো?????????????
এই প্রশ্নের উত্তর না জানলে এই দুটি ব্যাপার খোলাসা করা যাবে না।


ওকে ওকে তুমি ইর্ষাহীন ভালো মানুষ এবং ব্যাপারটাকেও নাকি পজিটিভলী নিয়েছিলে যদিও তোমার পূর্বের কথা বার্তায় মনে হয়েছিুলো জাত গেলো জাত গেলো ! আমার মনে হয়েছিলো একি আজব কারখানা!!!!!!!! :)

এখন কমার্স কলেজের ঘটনার পর আরেকটি ঘটনা ঘটে গেছে, এটার ভিডিও লিংকও উপরে আমি দিয়েছি। এইসব ছেলেমেয়েরা আসলে কি করছে সেটা সিরিয়াসলি ভেবে দেখতে হবে। পশ্চিমাদের সংষ্কৃতি হা করে গিলতে সমস্যা নেই এইসকল টিনএজারদের কারণ ব্যাপারটা ইন্টারেস্টিং!!
তারা স্বকীয়তা, নিজস্ব সংষ্কৃতি, মুল্যবোধের ব্যাপারগুলোতে ভ্রুক্ষেপই করবে বলে আস্থা রাখার কোন কারণ দেখি না। যাইহোক, আমার কিছু বলার আছে আর সেদিকেই যাচ্ছি।

কমার্স কলেজের ঘটনা এড়িয়ে গিয়ে তুমি এক লাফে চলে গেলে রাজউকে.... এই পোস্ট লেখার সময় এই ঘটনাও ঘটেনি। তুমি এইভাবে লাফালাফলি বান্দর হতেই পারো না!!!!!!!!!!! :P


ভালবাসার পরিসর আসলে অনেক বিস্তৃত। নয় কি! তবে এখানে আমি শুধু ছেলে ও মেয়েদের মধ্যে পরস্পর যে ভালবাসাকে উল্লেখ করা হয়েছে সেটাই জানার জন্য চেষ্টা করছি।
আমার কাছে ব্যাপারটা অনেকটাই বিভ্রান্তিকর। বাস্তবে আমি অন্যকে বিভ্রান্তিতে ফেলে মজা পেলেও কিছু কিছু জায়গায় নিজেও বিভ্রান্তিতে পড়ে যাই। এই যেমন ভালবাসার একটি সার্থক ডেফিনেশন কি হবে সেটা নিয়ে।

উফ এত পেঁচা পেঁচি কেনো!!!!!!!!!!!!! লক্ষীপেঁচা, ভুতম পেঁচার দাদু নাকি তুমি????????

কারণ টিনএজ এবং নিকটবর্তী সময়েই একটি মানুষ অন্য মানুষটির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে থাকে।
ব্যাপারটা এইরকম আরকি- প্রকৃতির স্বভাব হচ্ছে এই বয়সেই ছেলে ও মেয়ের পারস্পরিক ক্রিয়া ঘটবে। তারা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে, সংগী হবার প্রবল ইচ্ছা জাগে, তার সামনে নিজেকে আকর্ষণীয়রুপে উপস্থাপন করাটা জরুরী অনুভূত হয়।
এ-কারণে আমরা সর্বশেষ ফ্যাশনেআশ্রয় নিয়ে নিজেদের উপস্থাপন করি। সাথে প্রযুক্তি ব্যবহার/প্রদর্শন তো আছেই।
অন্য আরেকটা মানুষের ওপর ক্রাশ খাওয়া দিয়ে শুরু হয় এই ব্যাপারটা। ;) ;) অবশ্য ক্রাশ খাওয়ার একমাত্র কারণ সৌন্দর্য বললেও ভুল বলা হবে।
অন্যের মেধা/অভিজ্ঞানও অন্যতম ব্যাপার। আর যতই কালা হউক/গাইয়া ফেইস হউক সেলিব্রেটি হইলে তো আর কথাই নাই!!!!!!!! এর চমৎকার উদাহরণ হইলো ক্রিস গেইল/রুবেল হোসেন।



তো কি হইসে???? নট স্পেসিফিক উত্তর গিয়ানী ভাইজান!!!!!! ইটস ইওর ইতল, বিতল। চিতল মাছ, লাভ ইজ কলা গাছ।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

অপ্‌সরা বলেছেন: ১। সাধারণত পড়ালেখার বয়সের মধ্যেই মানুষ এই ব্যাপারটার সম্মুখিন হয়ে পড়ে। অথচ পুরো লাইফ পড়ে আছে। এই বয়সেই যদি সে অন্য ছেলে/মেয়ের সাথে জীবনকে উপভোগ করতে শুরু করে তাহলে সে ক্যারিয়ার ডেভেলপমেন্টে পিছিয়ে পড়বেই।

এতদিনে বুঝিলাম তুমি কেনো প্রেম বিদ্বেষী!!!!!!!!!!! :P


২। শারিরিকভাবে মেয়েরা এত কম বয়সে সন্তান ধারণ বিপজ্জনক। অথচ প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছে।


গিয়ানী গেমু!!!!!!!!!:)

৩। ছেলেরা এই বয়সে নিজেদের এই শক্তি ব্যবহার করলে ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা আছে।

কেনো!!!!!!!!!!!! আনক্লিয়ার বক্তব্য!!!!!!!!!!



৪। এইভাবে অবাধে যদি তারা নিজেদের ভাললাগাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একে অপরকে পেয়ে থাকে এবং বৃহৎ পরিসরে সেটা হয়ে থাকে তাহলে সমাজব্যবস্থা ভেঙ্গে পড়ার সমুহ সম্ভাবনা আছে।

হায় হায় !!!!!!!!!! কেনো কেনো কেনো!!!!!!!!!!!!!পৃথিবীর অন্য সকল দেশে সমাজ ব্যাবস্থা ভাঙ্গে নাই কেনো!!!!!!!!!


৫। মা-বাবার প্রতি সন্তানের যে একটি মুল্যবোধ রয়েছে সেটা হৃাস পাবে।

ওপস!!!!!!!!! অনেক আগে শুনেছি নাকি আমাদের দেশে প্রেম হত মনে মনে, চোখে চোখে, কানাকানি......তখন কমার্স কলেজ তো দূরের কথা হাত ধরাধরিও ছিলো মহা পাপ!!!!!!!!!!! তো তখন মা বাবার প্রতি যে মুল্যবোধ ছিলো সেটা কি এখনকার তুলনায় অনেক পার্থক্য পূর্ণ?

৬। তারা যদি পারিবারিক সম্পর্ককে এত অল্প বয়সেই ইগনোর করতে পারে তাহলে সেটা পুরো পরিবারের জন্য মোটেও ভাল হবে না। নিজ নিজ স্বার্থ নিয়ে সবাই জোড়ায় জোড়ায় সরে গেলে সেটা পারিবারিক প্রতিষ্টানকে ভেঙে দিতে পারে।

কে বললো তারা সরে যাবে!!!!!!!!!!!!!!

৭। মায়ের প্রতি সন্তানের যে একটা টান সেটা সুপ্ত হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য গুরুত্বপুর্ণ কারণ হতে পারে........


কেনো কেনো কেনো !!!!!!!!!!!!!!!!!!!!!!!! কি বলো!!!!!!!!!!!!!!!!!

এইভাবে কতো টার্ম যে আছে.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যাইহোক, এইসব গুরুত্বপুর্ণ টার্মকে নিয়ে গণনা করলে অনুপযুক্ত বয়সের প্রেমকে অগ্রাহ্য করাই বান্ছনীয় নয় কী। তবে যদি কোন সম্পর্কে এইসব টার্মকে অতিক্রম করা যায় তাহলে অবশ্যই উভয়ের মিলনে আর আপত্তি থাকবে না। :)


প্রেমের উপযুক্ত বয়স কি? আগের দিনে নাকি ৭/৮ বছরের মেয়েকে বিয়ে দেওয়া হত। মা হত তারা ১৫/১৬ তে!!!!!!!! প্রেম কি তখন ছিলোই না!!!!!!!!!! হায় হায় রবিঠাকুর তাহলে এত প্রেম সঙ্গীত রচনা করিলেন কেমনে!!!!!!!!!!!!!

মাথা তো আজকে পুরাই ঘুরছে। যাই বৃহস্পতিবারের আগেই মাথায় তেল দিয়ে আসি। বেলি ফুলের সুবাস মাখা সুগন্ধি তৈল!!!!!!!!:)

৬৬| ০১ লা জুন, ২০১৬ রাত ১:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: রাণীর নাম মুখে নিতে নাই আপু! কল্লা ফেলে দিতে পারে। :(

আমার কল্লার দাম আছে অনেক :-B

(নোটিফিকেশন আসেনা কমেন্টের :( )

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪০

অপ্‌সরা বলেছেন: থাক থাক রাণীর নামের দরকার নেই ভাইয়ু!!!!!!!!!!!


আমারও নোটিফিকেশন আসে না!!!!!!!!:(

৬৭| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৩১

রিকি বলেছেন: গেমু ভাইয়া জবাব দাও----
প্রশ্ন নং ১। ভালোবাসা কারে কয়


ভালো, বাসা---ওয়েল ফার্নিসড হোম!!! :P
প্রশ্ন নং ২। ভালোবাসায় ইর্ষা কেনো? মার্ক-১০

আর কোন কিছু নাই তাই !!! :-B

প্রশ্ন নং ৩। তোমার জীবনে পড়া শ্রেষ্ট ভালোবাসার কবিতা/ গল্প/গান কি ? মার্ক-৫

ওয়েট লিঙ্ক দিচ্ছি নিজেই দেখে নেন---- view this link

এবার আসি আরেক জিনিয়াস জিনিভাইয়ার কাছে। ভাইয়ার রিসেন্ট কাব্য এনট্রপিতে যতই খটমট নাম লাগাক না কেনো এই কবিতায় আমার কিছু প্রশ্ন মাথায় এসেছে----

প্রশ্ন নং ১। ভাইয়া ভালোবাসা কারে কয়?

বাস্তবের মধ্যে পরাবাস্তব, তার মধ্যে অতিবাস্তব জিনিসকে ভালোবাসা কয়!! ;)

প্রশ্ন নং২। তোমার চোখে ভালোবাসার একাল সেকাল, আই মিন সেই লাইলী-মজনু আমলের প্রেমিক যুগল আর হালের কমার্স কলেজের প্রেমিক যুগলের মাঝে তুলনামূলক আলোচনা কর। (মার্ক- ১০)

সেকালে মজনু ছেঁড়া কুর্তা পড়ত--- এখন কমার্স কলেজের পোলা ছেঁড়া জিন্স পড়তে চায়---পার্থক্য এটাই!! লাইলি আগেও প্যানপ্যান করত, এখনও করে !! B-))


প্রশ্ন নং ৩। ভালোবাসা ও নিজ অনুভু্তীয় চেতনায় এনট্রপীও ব্যাবচ্ছেদ। (মার্ক-৫)

আমারে কেউ ব্যবচ্ছেদ করেন---এটাও কোয়েশ্চেন!! মাথার উপ্রে দিয়ে গেলু!! /:)

আমি কয় মার্ক পেলাম হিসাব করেন আপুনি!!! :) :)

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪১

অপ্‌সরা বলেছেন: রিকিমনি!!!!!!!!!!!!!!

কত্তদিন পর!!!!!!!!!!!:)

৬৮| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫১

রিকি বলেছেন: আই অ্যাম এলাইভ অ্যান্ড নাউ লাইভ !!! ;) ;)

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:০৩

অপ্‌সরা বলেছেন: গুড গুড গুড!!!!!!!! লাভ ইউ লাভ ইউ এ্যান্ড লাভ ইউ আ লট!!!!!!!!!!!!!


আর একটু পরেই তোমার কমেন্টের উত্তর দিচ্ছি। গেমুভাইয়ারটাও বাকী আছে!!!!!!!:)

৬৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:



'' ভালোবাসা, প্রেম, ঠিক এক নয় ''

ক্লাশের শেষ বেঞ্চের ছাত্র আমি তাই আপাতত পাঁচটি বাক্যে এর সুক্ষ্ণ পার্থক্য দিতে পারছিনা... তাই পাঁচটি শব্দে এর প্রকাশের চেষ্টা করলাম...

দেখি এখান থেকে পাঁচ বাক্যে লিখার মতো কিছু পেয়ে যাই কিনা...
শুভকামনা...

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৪০

অপ্‌সরা বলেছেন: হা হা তুমি না পারলে চলবে ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!


অবশ্যই পারবে। পারতেই হবে।

পাঁচ বাক্য না হয় তিন বাক্যেই বলো !!!!!!!!!!:)

৭০| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

জেন রসি বলেছেন: ভালোবাসার মধ্যে যখন ব্যক্তিকেন্দ্রিক ভাবনা চলে আসল তখন থেকেই এই অনুভুতি কিংবা বোধ কিংবা স্নায়ুতন্ত্রের খেলা যাই বলিনা কেন ব্যাপারটাও সময়ের সাথে বিবর্তিত হইতে থাক্ল! যদিও এখানে সময়ের কোন দোষ নাই। সব দোষ মানুষের। তারা একবার কয় জিউস ঠিক, আরেকবার কয় জিসাস ঠিক! ;) এই ঠিক, বেঠিক কিংবা প্রথা কুপ্রথার পাল্লায় পইড়া নরনারীর প্রেম ভালোবাসাও বিভিন্ন ভাবে আবর্তিত হয়েছে। তাই আর ত্যানা না পেঁচাইয়া দেখি একটা সংজ্ঞা দেওয়া যায় নাকি! ;)

ভালোবাসা হইল সেই অনুভুতি যা জেনেটিক, সামাজিক এবং কালচারাল বিবর্তনের বাই প্রডোক্ট। তবে আনন্দের ব্যাপার হচ্ছে সদিছা থাকলে আর চেষ্টা থাকলে সকল প্রোডক্টই উন্নত করা যায়! তাই ভালোবাসার বোধ এবং প্রকাশের উন্নত কোন ফর্মুলার জন্য রাস্তা সবসময়ই খোলা আছে। :)

হে, মানব জাতি, যদি তোমরা চিন্তা কর। ;)

হালকা চালে উত্তর দিলাম! আসল ব্যাপার আরো জটিল! কারন আমি খবর পাইছি অপ্সরা আপু কাউরেই পিএইচডি ডিগ্রী দেয়না। তবে গনহারে এ প্লাস দেন! তাই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিলাম! :P

০১ লা জুন, ২০১৬ রাত ৯:৩৬

অপ্‌সরা বলেছেন: হা হা হা এই উত্তর আমার পি এইচ ডি শেষ হইলেই দেওয়া হইবেক!!!!!!!!! তবে তোমাকে এ ডাবল পেলাস দিলাম পিচ্চুভাইয়ু পন্ডিৎ!!!!!!!!! :P

৭১| ০২ রা জুন, ২০১৬ সকাল ১০:১১

রিকি বলেছেন: ভালোবাসা হইল সেই অনুভুতি যা জেনেটিক, সামাজিক এবং কালচারাল বিবর্তনের বাই প্রডোক্ট। তবে আনন্দের ব্যাপার হচ্ছে সদিছা থাকলে আর চেষ্টা থাকলে সকল প্রোডক্টই উন্নত করা যায়! তাই ভালোবাসার বোধ এবং প্রকাশের উন্নত কোন ফর্মুলার জন্য রাস্তা সবসময়ই খোলা আছে। :)

হে, মানব জাতি, যদি তোমরা চিন্তা কর। ;)

হালকা চালে উত্তর দিলাম! আসল ব্যাপার আরো জটিল! কারন আমি খবর পাইছি অপ্সরা আপু কাউরেই পিএইচডি ডিগ্রী দেয়না। তবে গনহারে এ প্লাস দেন! তাই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিলাম!


রসিভাই এটা কিসের উত্তর দিয়েছে---আমার মাথার উপ্রে দিয়া গেলু! /:)

জেনেটিকক্সের মতে: ক্রোমজোম্যাল ডিসফাংশানিং! :P

উদ্ভিদবিজ্ঞানের মতে: পরাগায়ন (ইংরেজি ভুলে গেছি)! B-))

প্রাণীবিজ্ঞানের মতে: মেন্ডেলের লাল ইঁদুর! B-))

বিবর্তনের মতে: সাপের বিবর্তিত হাড়! ;)

আর যুক্তিবিদ্যার মতে: মাথার উপর দিয়ে যে আরোহ নীতি চলে গিয়ে, অবরোহ নীতি হয়ে ফিরে আসে! :-B

অপু ভাই, মার্ক দেবে তাইনা? না আপুনি দেবে? আমি ফেল B-)) B-))

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩১

অপ্‌সরা বলেছেন: আর্টিস্টদের মতে মোনালিসার হাসি এবং রহস্যময় বর্ণ

কবিদের মতে ভালোবাসায় কবিতা, ছন্দ, লয় এর সমন্বয়

উপন্যাসিকের মতে ছোট ও বড় বা উপন্যাসের রোমান্টিক পাতাগুলি

ভাস্করের মতে ভাস্কার্য্যের সুক্ষ্ণাতিসুক্ষ্ণ খুত নিখুততা

উফ আরও কত ভাববও!!!!!!!!!!!!!!!!!!

৭২| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৪৬

জেন রসি বলেছেন: রিকি আপু যা কইলেন তার সারমর্ম হচ্ছে ভালোবাসা জিনিসটা এমন এক ব্যাপার যা বিভিন্ন বিপরীতমুখী ঘাত প্রতিখাতে একে অপরকে বাতিল কইরা এবং ডিডাক্টিভ আর ইনডাক্টিভ লজিকের সংঘর্ষে বায়বীয় পদার্থ হইয়া মাথার উপর দিয়া উড়ে উড়ে চলে যায়! ;)

এক কথায় সোজা বাংলায় যারে বলা যায়, প্রেম স্বর্গ থেকে এসে মাথার উপর দিয়া উড়ে উড়ে আবার স্বর্গে চলে যায়!!! :P

এইটা আমার কথা না!!! রিকি আপুর উত্তরের বিশ্লেষণ!!! ;)


০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৪৭

অপ্‌সরা বলেছেন: আর তুমি সেই স্বর্গের ঊড়ে উড়ে যাওয়া বাতাস ধরার জন্য ঝিম ধরে বসে থাকো ধ্যান করার ছলে! আর মেনকা রম্ভা সাম্বা নাচ চোখে ভাসে । আহা আহা!!!!!!!!!!!!!!!!

৭৩| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

রিকি বলেছেন: হ্যা এভেনলি ডিসেক্টেড হেভেনলি ডিডাকশন!! ;) ;) কসম---কাশেম বিন আবু বকরের "ফুটন্ত জোলাব (গোলাপ অ্যাকচ্যুয়ালি :P )" কেউ পড়বে না এই পোস্টের সম্মিলিত সব তত্ত্ব পড়লে!! ;)

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

অপ্‌সরা বলেছেন: ইয়া আল্লাহ!!!!!!!!!!!!

মাবুদে এলাহি!!!!!!!!!!



আমি এত ভালো পোস্ট দিয়েছি!!!!!!!!!!!!!!!!!!!:) :) :)


কাশেম বিন আবু বকরও ফেইল!!!!!!!!!!!!!!!!:) :) :)

৭৪| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:১২

জেন রসি বলেছেন:
রিকি বলেছেন: হ্যা এভেনলি ডিসেক্টেড হেভেনলি ডিডাকশন!! ;) ;) কসম---কাশেম বিন আবু বকরের "ফুটন্ত জোলাব (গোলাপ অ্যাকচ্যুয়ালি :P )" কেউ পড়বে না এই পোস্টের সম্মিলিত সব তত্ত্ব পড়লে!! ;)

ভালোবাসা একটা কোড, যাকে ডিকোড করতে গিয়ে কাশেম সাহেব নিজেই উড়ে উড়ে স্বর্গে চইলা গেছিলেন মনে হয়!!! ;) বাই দা ওয়ে অই বইয়ের অনেক নাম শুনেছি!!! বইয়ের সারমর্ম কন!! পড়েছেন নিশ্চই!!! ;) :P

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এই বই এর সারমর্ম জানোনা!!!!!!!!!!!!!!!!!!!!!


হায় হায় কিসের তুমি জিনিয়াস ভাই!!!!!!!!!!!!!:(

সারমর্ম দেখো----

কাশেম বিন আবু বক্কর সমগ্র।<<

১। আসসালাম। আই লাভ ইউ। মা আসসালাম।

২। শফিক বিসমিল্লাহ বলে শফিকুনের ঠোটে কিস করা শুরু করলো।

৩। আপনি শরিফ ঘরের মেয়ে। আপনার জন্য আল্লাহপাক আমাকে কবুল করুন। আমিন।

৪। "সুবাহানাল্লাহ। আপনার মতো সুপুরুষ আমি জন্মের পর থেকেই আশা করেছিলাম।" এই বলেই সে স্বামিকে জড়িয়ে ধরলো।

৫। রফিকুন বোরখা পরে ডেটিং-এ যায়। কারণ বোরখা ছাড়া ডেটিং নাজায়েয।

৬। শাকিলা তার স্বামিকে বললো, "বাসর রাতে কি করতে হয় আমি জানিনা। আমাকে শিখিয়ে দাও না গো।"

৭। শাকিল বললো, "ও আমার প্রাণের সখি। আল্লাহপাক তোমাকে কেনো এতো রুপবতি বানালেন?"

৮। "ও গো! তোমার স্থান আমার পায়ে নয় বুকে। এই বলে সে স্ত্রীকে পরম মমতায় জড়িয়ে ধরলো।"

৯। "হাততালি দেওয়া ইহুদিদের কাজ। আমরা বলবো "মারহাবা, মারহাবা।"

১০। "এই যাও! আমার লজ্জা লাগে না বুঝি!" এই বলে আকলিমা শাড়ি ধরে রাখার চেস্টা করলো। কিন্তু পারলো না।

১১। "বাসর রাত আল্লাহর নিয়ামত। এই রাতে লজ্জা পেতে নেই গো আমার প্রান সজনি।"

১২। শেষমেষ তারা শরিয়ত মোতাবেক স্বামি স্ত্রীর মধুর মিলনে মেতে উঠলো।

সৌজন্যে রাজিভাইয়া!!!!!!!!!:) :) :)

http://www.somewhereinblog.net/blog/Razybd/29227150

৭৫| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:২৬

ঢেড়সের আঁচার বলেছেন: শায়মা নিকটা কি পুরাপুরি পটল তুলসে? ঐটা বেশি দেখতে দেখতে আপনের এই নিকটা কম মিস কর্তাম।

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

অপ্‌সরা বলেছেন: তুমি আমাকে মিসও করতে নাকি ঢেড়সভাইয়া!!!!!!!!!! B:-)


তোমার এই নিক তো জীবনে দেখি নাই!!!!!!!!!!!!!!! আমার কোনো কালেই.....

যাইহোক ঢেড়সের আচারের রেসিপিটা দিয়ে যাও।

আর শায়মা নিক পটল তুলেনি। সে ফুল তুলিতে মামা বাড়ি গেছে ফুলের মালা গলায় দিয়ে!!!!!!!!!!:)

৭৬| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৪৫

রিকি বলেছেন: বইয়ের প্রচ্ছদ দেখেই তো ইন্তেকাল করার অবস্থা হয়---পড়বে কে!! /:)

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অপ্‌সরা বলেছেন: রিকিমনি!!!!!!!!!!

মিছা কথা বলে না!!!!!!!!!!!!!!!


বই না পড়িলে তুমি প্রচ্ছদই বা দেখিলে কেমনে!!!!!!!!!!!!!! :)

ওহ বুঝেছি তোমাদের বাড়ির পাশের রাগী খালাম্মা তোমার বিয়েতে ইহা উপ হার দিয়াছিলো !!!!!!!


প্রচ্ছদ দেখেই তুমি ছুড়ে মারলে জানালা দিয়ে। তাই না!!!!!!!!!! :) :) :)

৭৭| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৪৯

রিকি বলেছেন: রসি ভাইয়ের বইইয়ের লিঙ্ক:

view this link

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

অপ্‌সরা বলেছেন: তুমি একজন অতি উপকারী ভালোবাসা বিশারদকে গুল্লি মারতে কাউকে উৎসাহিত করেছো । নীচে দেখো রিকিমনি!!!!!!!!!!!:(




:P





৭৮| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:১৩

জেন রসি বলেছেন: আমাদের সাথে ডারউইন ভাই, মার্ক্স ভাই, ফ্রয়েড ভাই এবং আরো অনেক ভাইয়ের মত ভাই আছে!!! :)

তাই কাশেম ভাইরে গুল্লি মারলাম!!! :P

দেইখেন আবার মানহানির মামলা করলে কিন্তু উকিল আপনাকেই ঠিক কইরা দিতে হবে!!! ;)

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

অপ্‌সরা বলেছেন: মানহানির না ভাইয়া!!!!!!!!!


খুনের মামলা হবে তো!!!!!!!!!!!!!!


না না না গুল্লী মুল্লী ভালো না!!!!!!!!!!!!!!!!!!!!!

৭৯| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

রিকি বলেছেন: আপুনি এই বই আমি ফেসবুকে বইয়ের গ্রুপগুলোতে পেয়েছি---এত চর্চা হয়, চিন্তায় করতে পারবেন না। বাংলাদেশে এর বই সর্বোচ্চ বিক্রি হয়.... রোম্যান্টিক গুরু বকর বকর ! এরে না চিনে আপনি আছেন কই!!! ;) আপনি আবার এর বিখ্যাত উক্তি সংগ্রহ করেছেন!!! মারহাবা মারহাবা B-)) B-)) রসিভাই আজকে উল্টে পড়তে চলেছে, পায়ের নিচে তার ল্যান্ডস্লাইড যদি না হয়েছে তো কিছু বলেছি। :#)

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অপ্‌সরা বলেছেন: আমিও উলটে পড়েছি!!!!!!!!!


তবে কানে কানে একটা কথা কই রিকিমনি!!!!!!!

আমি এমন একজন লেখকের লেখার সাথে এমন একজনের লেখার মিল পেয়েছি!!!!!!!!!!!!!!!! যে সে কথা ভেবেই আমার চক্ষু চড়কগাছ। আমি নিশ্চিৎ উনি এই লেখকের ফলোয়ার!!!!!!!!!

৮০| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

গেম চেঞ্জার বলেছেন: এই কমেন্টগুলো পড়ে পড়ে কাশেম টিভির কথা মনে পড়ছে খুব!!!!!!!!!! B-)) B-))

০২ রা জুন, ২০১৬ রাত ৯:৩৬

অপ্‌সরা বলেছেন: কাশেম টিভি কি? মনে পড়ে নাতো কিছু এমন!!!!!!

৮১| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:৪০

গেম চেঞ্জার বলেছেন: হানিফ সংকেতের নির্দেশনায় চলন্ত কাশেম টিভি না চিনলে তো হতাশ হওয়া ছাড়া আর কুনু উপায় নাই!!!!!!!!!! B:-/

০২ রা জুন, ২০১৬ রাত ১১:৫৭

অপ্‌সরা বলেছেন: হায় হায় কি সেটা সত্যিই চিনিনা!!!!!!:(

৮২| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:১২

ডঃ এম এ আলী বলেছেন: ভালবাসা মনে হয় সেটাই পছন্দ না হলে মুছে দেয়াটাই ।

০২ রা জুন, ২০১৬ রাত ১১:৫৯

অপ্‌সরা বলেছেন: পছন্দ না হলেও ভালোবাসা রাখবে নাকি!!!!!!!!!!!!!!!

৮৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ভালবাসা শুধু মুছে দেয়া না এর সাথে ক্ষনে ক্ষনে যুক্ত হয় অলক্ষে এড়িয়ে যাওয়া, তবু বুঝেনা সে মুছে যাওয়া পথেও রয়ে যায় অদৃশ্য কিছু রেখা, পছন্দ না হলে এমনিতেই নীজে নীজেই মুছে যায় তা । তবে মুছে যাওয়া স্মৃতিগুলো কারো না কারো কাছে জেগে থাকে শয়নে স্বপনে । প্রেম ভালবাসা শুধু নিতে না দিতেও জানে, বিনয়টা থেকে যায় সারা জীবনে। মুছে দেয়া ভালবাসা ফিরে অাসে বারে বারে, শুধু দেখে যায়, কস্ট করে মুছে দেয়ার মত স্মৃতি রেখে যায়না কোনখানে ।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:১৫

অপ্‌সরা বলেছেন: অনেক প্রেমিক প্রেমিকাকে দেখেছি ভালোবাসায় বিনয় তো দুরের কথা ........ ও মাই গড সে আর বলতে চাইনা।

৮৪| ০৩ রা জুন, ২০১৬ সকাল ৯:০২

গেম চেঞ্জার বলেছেন: ভাল কথা!! আমার শোনা সেরা গানটি বলা হয়নি!! :) আসলে সেরা কোনটা দেব কারণ মুগ্ধ হওয়া গানগুলোর বেশিরভাগই মনে পড়লো না! :|
তপুর ভালবাসি শিরোনামের গানটা জোশ লাগতো!!!!!!!!!!!!!!!!

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:১৯

অপ্‌সরা বলেছেন: For U Gemu

৮৫| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৫৫

স্বরব্যঞ্জ বলেছেন: ভালোবাসা কি আমিও জানি না তাই এইটা নিয়ে তেমন ঘাটা ঘাটি ও করিনা, আপনার লেখাটা পড়ে এক বড় ভাই এর কথা মনে পড়লো উনি বলতো ভালোবাসা হচ্ছে বিশ্বাসের নিঃশ্বাস আর বিবেকের কাছে বার বার পরাজিত হওয়া।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:০৪

অপ্‌সরা বলেছেন: বিবেকের কাছে পরাজিত হওয়া কেনো!!!!!!!


B:-)

বড়ভাই এর প্রেমিকা খুব বিবেকহীন ছিলো বুঝা যায়।:(:(:(

৮৬| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:০৯

স্বরব্যঞ্জ বলেছেন: তা আমি বলতে পারবো না ওই ভাই জানে। আর এই জটিল বিষয় আমি বুঝিনা আপু..।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:১৬

অপ্‌সরা বলেছেন: বুঝেছি এই জটিল বিষয়টি বুঝতে হলে তোমাকে ৫/৬বার অন্তত প্রেমে পড়তে হবে ও ছ্যাকা খেতে হবে!:)

৮৭| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

স্বরব্যঞ্জ বলেছেন: হাহাহাহাহাহ :) :D B-)

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

অপ্‌সরা বলেছেন: সত্যিই কিন্তু!!!!!!!!!!!!!

বিজ্ঞজনের কথা। :) :) :)

৮৮| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:২৫

লুকাই লুকাই শত্রুর দল বলেছেন: আমার নামটি কেমন হইয়াছে?

৮৯| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৪২

শায়মা বলেছেন: হা হা

লুকাই লুকাই শত্রুর দল বলেছেন: আমার নামটি কেমন হইয়াছে?


এই নাম আমার শায়মা নিককে অনুসরন করছে দেখতে গিয়েই এই কমেন্টের হদিস পেলাম!!!!!


তোমার নামটা বারো বছরের ইমম্যাচিউর বেবির মত হইসে! দেখো তেমন কাজ কারবার শুরু করো না আবার!:(

ব্লগে কিন্তু সন্ত্রাসী নিধন চলিতেছে!:)

৯০| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার আলোচনা উঠে এসেছে মন্তব্যগুলোর মাধ্যমে। পুনরায় এসে সবগুলো পড়ে গেলাম। অনেকগুলো মন্তব্য ভালো লেগেছে।
সবশেষেরটার উত্তরে বলা -ব্লগে কিন্তু সন্ত্রাসী নিধন চলিতেছে! - দারুণ হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া

আসলেও সন্ত্রাসী নিধন চলছিলো তখন !!!!!!

ঈদ মুবারাক ভাইয়ামনি!

৯১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

জেন রসি বলেছেন: ঈদ চলে গেল। পোস্ট কই?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

অপ্‌সরা বলেছেন: আসিতেছে!!!!!!!!!!!!!!!!! :)

আর কয়েক মিনিট !!!!!!!!!!!! :) :) :)

৯২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২

ইয়াছির মিশুক বলেছেন: ভালোবাসা হচ্ছে ভালোবাসা
যা ব্যাখ্যা দিয়ে না ভালোবাসা দিয়ে বুঝানো যায় :`>

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

অপ্‌সরা বলেছেন: বাপরে!

ঠিক ঠিক ঠিকই বলেছো পিচ্চু ভাইয়া!:)

৯৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,



পুরোনো লেখা দেখে গেলুম ।
ভালোবাসা নিয়ে অনেক কাঁটাচেরা হয়েছে দেখছি এখানে ।
তবে "ভালোবাসা" র কোনও সংঙ্গা নেই ।
ওটা পরীদের দেশে থাকে হয়তো মাটির পৃথিবীতে নয় ।

আসলে কিছুকেই ভালোবাসা বলেনা । আর যদি কাকে বলে বলতে হয়, তবে বলতে হবে ---

ভা -- ভাগাড়ের মতো হাহাকার...

লো -- লোভাতুর এক লাম্পট্য ....

বা -- বাসনার মৃত্যু ....।

সা --- সাদা সাদা একরাশ শূণ্যতা .....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

অপ্‌সরা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!!!!!!!!!!!!!!

মাটির পৃথিবীতে নেই!!!!!!!!

বুঝেছি তুমিও একজন দেবদাস!!!!!!!!!!! :P


আবার ভালোবাসা মানে

ভা -- ভাগাড়ের মতো হাহাকার... সেই গল্পটা বলো!!!!!!!!!

লো -- লোভাতুর এক লাম্পট্য .... ইয়া খোদা কি করে এই অবস্থা হলো ভাইয়া!!!!!!!!!

বা -- বাসনার মৃত্যু ....। ( :( :( :( ) থাক কিছু হবেনা!

সা --- সাদা সাদা একরাশ শূণ্যতা ..... আহারে ভাইয়া আর কিছু না বলো এই গল্পটা অন্তত বলো।

প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!!!!!

৯৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

পথহারা মানব বলেছেন: এই পিচ্চি তুমি ভালবাসার কি বুঝ!!! X(( X((
হায়রে ডিজিটাল বাংলাদেশের কি অবস্থা!!!!! !:#P
এই ছিল আমার দেখার বাকি....কালে কালে আর কত কি যে দেখব :((

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

অপ্‌সরা বলেছেন: পিচ্চি পিচ্চি করে কি নিজের পিচ্চিত্ব ঢাকতে পারবা ভাইয়ু!!!!!!!!!! :)

তবে ভালোবাসা কারে কয় এই সংজ্ঞা নিয়ে ভাবতে যেওনা।

মাথাটাই শেষে পট্টাশ ফেটে যাবে!:(

৯৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

পথহারা মানব বলেছেন: আমার মাথা পট্টাশ হলেতো তোমার খুশি হওয়ার কথা!!! তুমি মন খারাপের ইমো দিছ কেন???
ভালোবাসা: যে বাসায় বাস করতে ভালো লাগে B-)


বি:দ্র: (অফ টপিক)শায়মা আপুমনি, আমি আসলে একটু মজা করতে ভালবাসি তাই দেখা যায় একটু জ্বালাতন করে ফেলি....আপনি একজন অতি সম্মানিতা ব্লগার ও নানা গুনে গুনান্বিতা রমনী যদি বিরক্তিকর মনে হয় প্লিজ বলবেন, কখনই আপনার সাথে এহেন কর্ম করিব না। কোন কথায় মনে কষ্ট পেলে প্লিজ মাফ করে দিয়ো বোন!!
অনেক অনেক শুভ কামনা ও দোয়া আপনার জন্য। আল্লাহ আপনাকে ইহকাল ও পরকাল উভয় জায়গাই সম্মানিত করুক!! ভালো থাকবেন!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

অপ্‌সরা বলেছেন: হা হা হা

ভয় পেয়েছে!!!!!!!!!!!!!!!!!!!!!!


ভয় পেয়েই হুজরামী শুরু!!!!!!!!!!!!!!!!!!!


ইহকাল, পরকাল, মরকাল!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P

হা হা হা হা হাসতে হাসতে মরলাম ভাইয়া!!!!!!!!!!

এই নাও তোমার জন্য পরীকাল মানে পরী দিলাম তাও একটা না দুইটা!!!!!!!

৯৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ১)
বিরহই ভালোবাসা ,এটা না থাকলে কি ভালোবাসা থাকে ? স্বপন চারিনীর বিরহ ,আহা ভালোবাসার সেরা ! রক্তমাংশের কাউকে ভালোবাসা মানে তো ভালো বাসায় ভালবাসাবাসি ! -সব পেলে নষ্ট জীবন !

যে ছিল আমারো স্বপন চারিনী
তারে ভুলিতে পারিনি .....
"Like the humming honeybee brings smile to a bunch of white lilac
Why don't you beam like them in the tune of my songs ?

Like the Spring from heaven comes down to the desolation of this barren Earth
why don't you come to my world with so much joy

Far away near the Horizon ,where the clouds drift away out of sight like the way they soar in the deep blue sky
Why don't you glide like them in my dream with all your charm .........."

২) স্বপন চারিনী কে ভালোবাসলে কোন ঈর্ষা নেই ,শুধুই বিরহ !

৩)
এখন আপনার হোমওয়ার্ক ----ওপরের ইংরাজী লাইন গুলো কোন বিখ্যাত বাংলা গানের অনুবাদ ? মার্ক-১০ !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা এত সোজা হোমওয়ার্ক!!!!!!!!!!!!!!!


হা হা হা হা সত্যিই অনেক হাসছি ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!

কে লিখেছে এই ইংলিশানুবাদ!!!!!!!!!!!!!!!!!!!


হা হা হা হা


অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো।।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।।

আকাশ পারে ঐ আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।

যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।



গুড!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


লাভ ইউ ভাইয়া !!!!!!!!!!!!!!!! এত মজার গান রচনার জন্য!!!!!!!!!!!!! :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।



বাকীটুকুও করো ভাইয়া!!!!!!!!!!! :)

৯৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

অপ্‌সরা বলেছেন: https://www.youtube.com/watch?v=OOCKa8mSnIU

৯৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনি তো কেলাসের সেরা ছাত্রী ,মার্কস: ১০/১০!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

অপ্‌সরা বলেছেন: হা হা হা

এই সব নিয়ে আই মিন ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়ে থাকতাম এক সময় তবে এই অলিগলির গান আমার মায়ের থেকে শোনা মানে সাারাক্ষন কানের কাছে হেমন্তের গান শুনে শুনে মুখস্থ হয়ে গেছে!:)

আরেকটা ইংলিশ আনো তো মেধা ও স্মরনশক্তির ঝালাই করি!!!!!!!! :)

৯৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রায়হান চৌঃ বলেছেন: ভালোবাসা !! এটা নিয়ে অনেক কথার মালা, গান, কবিতা কতো কিছু তো আছে !! সত্যি আমি তার কিছুই বুঝে উঠতে পারিনি.... তবে ঠিক নিজের অভিজ্ঞতা টুকু শেয়ার করছি :), বুঝে নেয়াটা আপনার জন্য রইল।
আমি... বলতে পারেন "পরবাসী"
এক দিন অফিসিয়াল ঠিক তা না, নিজের কাজে আমার শহর থেকে প্রায় ৪০০ কি:মি: দুরের একটা শহরে গিয়েছিলাম, মোটামোটি নিজের কাজ বেলা ১১টা নাগাদ শেষ করে ঘুরছি ফিরছি, কারণ আমার ফিরতি বাস ২টা বাজে :), ঘুরতে ঘুরতে একটা সিলভার অরনামেন্টস দোকানে গিয়ে ঢুকলাম, আমার টার্গেট হলো যাষ্ট টাইম পাস করা, কারণ টা হলো আমার পকেটে ছিল মাত্র ১০০ টাকা , যার মধ্যে ৭০ টাকা বাস ভাড়া, বাঁকি কিছু নিজের নাস্তা বা কিছু খাওয়ার জন্য... এই আর কি :)। কিন্তু আমার দুর্ভোগ টা ঘটলো তখন ই যখন ঐ অর্নামেন্টস এর দোকানে ড়ুকলাম :), ঐ দোকানে একটা রিং এতো পছন্দ হলো যে আমি কোন ভাবে ই রেখে আসতে পারলাম না. জানেন ঐ রিং টা আমি মাত্র ৮০ টাকা দিয়ে কিনে নিলাম :) অবস্যই আমার বউ এর জন্য :), কিন্তু আমি ভাবি নাই কি করে আমার টাউনে আসবো :(। বাসের টিকিট করতে পারি নাই টাকার অভাবে, এমন কি আমার ব্যংক কার্ড ও ছিল না আমার কাছে :(, গেলাম টেক্সি ষ্টেন্ডে, সেখানে কোন টেক্সি পেলাম না আমার টাউনে আসার জন্য :( টারগেট হলো আমার টাউনে এসে আমি ভাড়া দিয়ে দিব :(, ভাই দুর্ভোগ টা আমার কোথায় দেখেন :) বাস মিস করলাম, পুরো টা দিন আমার কিছুই খাওয়া হয়নি, কোন গাড়ি এরেন্জড করতে পারলাম না আমার টাউনে আসার জন্য :(, শুধু তা না, ঐ টাউনে আমার আপন কেউ নাই যে আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিব, :(, চিন্তা করতে পারেন আমার ঐ দিনের দুর্ভোগ !! আল্লাহর রহমত ছিল রাত ১ টা কি ১.৩০ এর দিকে একটা প্রাইভেট কার পেলাম :) সে আমার সিচুয়েসন দেখে আসতে রাজি হলো তা ও ৪৫০ টাকায়, যেখানে ভাড়া দিতে হয় মাত্র ২০০ টাকা। তার পর ও আমি রাজি হলাম :), অবশেষে নিজের টাউনে এসে গাড়ি ভাড়া দিয়ে নিজেকে মুক্ত করলাম ঐ দিনের দুর্ভোগ থেকে :) আমার বউ বাচারি কখনো জানলো না এই রিং এর পিছনের ঘটনা :), তার পর খুব ভালো লাগে যখন দেখি খুব যত্ন সহকারে রিং টা তার হাতে লাগানো, এবং মাঝে মাঝে বলে এই রিং টা আমার খুব পছন্দ হয়েছে :)

এর পরও ও যখন বলে "তোমাকে ভালোবাসি", আমি ঠিক ই জানতে চাই ঐ টা আবার কি জিনিস ? খায় না কি গায়ে দেয় ??

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: হা হা বাপরে!!!!!!!!!!!

ভাবিজী আর তোমার প্রেম কাহিনী পড়ে তো আমি শেষ!

অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!!!

তোমাদের জন্য!!!!!!!!!!!!!

১০০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,



আবার আসতে হলো আমার ৯৩ নম্বরে করা আপনার সুন্দর প্রতিমন্তব্য দেখে । প্রতিমন্তব্যের শেষে আপনার.... প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!!!!! করে বলা কথাতে রয়েছে যেমন সহজ সরলতা তেমনি ফুটে উঠেছে আপনার নিরহংকারতা। সবটা মিলিয়ে বলতে হয়, যে কোনও মন্তব্যকারী লেখকের লেখার প্রতি আপনার আন্তরিকতা পরিস্ফুট।

সা --- সাদা সাদা একরাশ শূণ্যতা ..... আহারে ভাইয়া আর কিছু না বলো এই গল্পটা অন্তত বলো।
এখানে আপনার আমুদে, আহ্লাদী আর নিরহংকারী দিকটাই ফুঁটে উঠেছে ।
সাদা সাদা একরাশ শূণ্যতা নিয়ে গল্পটা না হয় আরেক দিন বলে যাবো সময় ও সুযোগ মতো ।

খেয়াল করেছি, আপনার যে কোনও লেখায় যে কোনও মন্তব্যে (সুস্থ্য কিম্বা অসুস্থ্য) আপনার করা প্রতি মন্তব্য অনেক অহংকার বিহীন ও সৎ ।

আপনার সব পাঠকের প্রতি এমনি আন্তরিক ও সৎ থাকুন আর নিরহংকারী থাকুন এই কামনা করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এই মন্তব্য আমি কোন সাত সমুদ্র তেরো নদীর পারে, গজমতী নদীর ধারে উতলবিতল নদীর গভীর তলায় রাখা সোনার কৌটায় ভ্রমরের সাথে লুকাবো ভাবছি!!!!!!!!!!!!!!!!!!!!!!

এই কমেন্ট দেখে নিন্দুকেরা যে আমার সাথে সাথে তোমাকেও কি বললো !!!!!!!!!

সেটা ভেবেই আমি হাসতে হাসতে মারা গেছি! :P

কিন্তু নিন্দুকের কথায় কি যায় আসে বলো!!!!!!!!!

তাই অনেক অনেক অনেক ভালোবাসা আর থ্যাংকস এমন মন্তব্যের জন্য ভাইয়ামনি!
অনেক অনেক ভালো থেকো!!!!!!!! :)

১০১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০

অতৃপ্তচোখ বলেছেন: যদিও বিশিষ্ট জনদের লাইনে দাঁড়ানোর যোগ্যতা সামর্থ্য কিছুতেই পরি না, যাকে বলে লাইন ছাড়া আরকি। তবুও একবার যখন ধৈর্য ধরে পড়েই ফেলেছি, তাই নিজের মতামত কিছু রেখে যাওয়ার লোভ সামলাতে পারলাম না তাই লিখছি।


আপনার প্রশ্নগুলো কিন্তু নতুন না। অনেক পুরাতন। যুগের পর যুগ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে। ইচ্ছায় বা অনিচ্ছায়। কেউ'ই পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। কত জ্ঞানী মহাজ্ঞানীরা ফেল মারলো!

ভালোবাসা একেক মনে একেক রকমভাবে ধরা দেয়। তাই এর সঠিক বিশ্লেষণ পাওয়া মুশকিল।

ভালোবেসে পুরোপুরিভাবে সুখী হইছে আমি দেখি নাই। আবার ভালো না বেসেও সুখী হতে পারে এমনও কিন্তু বলার কায়দা নেই। তার পরেও কিন্তু ভালোবাসা থেমে নেই, চলছে ভালোবাসার প্রয়োজনেই।

মনের সাথে মনের মিলন, কাজের সাথে ব্যক্তি'র
চোখের মুগ্ধতা বাঁড়ায়, আত্মতৃপ্তি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

অপ্‌সরা বলেছেন: তোমার এ প্রশ্নের জবাবে শুধু একটা গানই মাথায় এলো ভাইয়ামনি!!!!!!!! :)

সবাই তো সুখী হতে চায়

১০২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




আপনার প্রতিমন্তব্য দেখেছি ।
ভাবছি, আমার করা অমন মন্তব্যে নিন্দুকেরা আপনার সাথে সাথে আমাকেও কি বলবে ! অনুমান করছি, আপনি যেটা মুখ ফুঁটে বলেননি , সেটাই বলবে । হয়তো বলেও !
আপনি হাসতে হাসতে মরে গেছেন কিন্তু আমি হাসতে পারিনি । কেন যে হাসি এলোনা !!!!!!

না, নিন্দুককে আমি ভয় পাইনে । তাদের নির্দোষ নিন্দা প্রকারন্তরে আমাকে শুদ্ধই করবে । আমি আমার নিজেকে অন্যের আয়নায় দেখতে পাবো । সেখানে আমার কি রূপ , দেখা হবে তা । আর তারপরে নিজেকে আবার ঢেলে সাজানোর আয়োজন....

শুভেচ্ছান্তে ।

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১

অপ্‌সরা বলেছেন: ভাইয়া

এত কঠিন মন্তব্য বুঝলাম না কিন্তু! :(


লোকে বলে সহজ কথা যায় না বলা সহজে আমি আবার মাঝে মাঝে সহজ কঠিন কিছুই বুঝিনা মানে যখন কোনো নিউ ইনভেনশনে বিজি থাকি।


এখন আমার সেই ইনভেনশন পর্ব চলছে ভাইয়া! তাই মাথায় অনেক কিছু ঢুকছে না! আমি ১০০% মনোযোগী তো তাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.