নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ- বইমেলা ২০১৭ এ হাবীব কাইয়ুম ভাইয়া আর মোস্তাফা কামাল ভাইয়ার বই

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪২


সে অনেক দিন আগের কথা একদিন হঠাৎ আমি এই ব্লগে একটা কবিতা পড়লাম। সেটা অবশ্য যদিও আমার ভাষায় ছড়িতা টাইপ তবুও
সে ছড়িতা বা কবিতা পড়ে আমি মহা মুগ্ধ! সবাই তো কবিতায় প্রেমিকার বন্দনা করে, নানা রকম রুপ, গুন বা বিভিন্ন ইতিবাচক মোহময় মুগ্ধতা প্রকাশ করে কিন্তু কি লিখেছে হাবীব কাইউম, এই ভাইয়াটা তার কবিতায়! প্রথমে অবাক এবং বিস্মিত হলাম তারপর হাসতে হাসতে মরলাম। ভাইয়ার লেখনীর প্রতি সেই আমার প্রথম অবাক করা মুগ্ধতা।
সে কবিতা আমি বার বার পড়ি এবং ভাইয়াকে বললামও যদি কোনোদিন কবিতার বই প্রকাশ করো আমাকে জানাতে ভুলোনা ভাইয়া। আমি হতে চাই তার প্রথম ক্রেতা। ভাইয়া যে সে কথাটা ভোলেনি এবং আমাকে এইভাবে মনে রেখেছে তা যেদিন জানতে পারলাম কৃতজ্ঞতায় আর ভালোবাসায় চোখে পানি এসে গেলো আমার।
সেদিন একখানে যাচ্ছিলাম। সেটা ছিলো বৃহস্পতিবারের বিকেল। রাস্তায় প্রচন্ড জ্যাম। এই জ্যামে শুধু শুধু বসে থাকলে যেমনই আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে তেমনি দৌড়ে পালাতে ইচ্ছে করে। আবার নিজের রুম ছাড়া কোথায় ফেসবুক গুঁতাগুঁতিও অপছন্দ আমার তাই সাথে নিয়ে নেই বই। এবারেও ব্যাগে পুরে নিলাম হাবিব ভাইয়ার ছোট্ট বইটা।
মলাটে বর্নীল রঙ। পর পর দুই পাতা উল্টে পেলাম বই এর নাম, লেখক ও প্রকাশনীর নাম। তবে তার পরের পাতা উল্টেই আমার চক্ষু চড়ক গাছ!!!!!!! ভাইয়া উৎসর্গ পত্রে এ কার নাম লিখেছে!

মুখখানা যেমনই হাসি হাসি হলো তেমনই আনন্দে ভরে উঠলো মন। ভাইয়ার বই উপপাদ্য-১ এ ছোট ছোট পদ্য ঠিক ১১৯টি আছে এবং অবশ্যই মজার এবং মজার তবে ভাইয়া ১২০টা না দিয়ে ১১৯টা দিলো কেনো সেটাই ভেবে ভেবে বের করতে পারলাম না। সে যাইহোক ভাইয়ার বই এর কয়েকটি ভালো লাগার পংক্তি......

১.খুন ঝরালে হয় যদি কেউ খুনি
খুনীর খাতায় মশার তবে
নাম কেনো নেই শুনি!!!

২.আগুনের দাহে পোড়ে
গার্মেন্টস যেভাবে,
শ্রমিকেরা অশ্রুতে
কি করে তা নেভাবে?

৩.ভাতের দু মুঠ চাল যে দেশের
বহুৎ ঘরেই নাহেংগা
মাত্র সাড়ে তিন লাখে যায়
সে দেশেরই লাহেংগা!!

৪. কেউ দেয় পায়ে পাড়া
কেউ হাতে খামচি
এভাবেই পাবলিক
বাসে উঠে নামছি।

৫.নেতা সে তো নেতা হ্যায়
দেতা নেহি কুছ
নিজের আখের শুধু
করে যায় গুছ!!

৬. নামাজে যে কি উপায়ে
মন দি,
জুতো চোর করে যদি
ফন্দি!( এটা পড়ে আমার অবশ্য খায়রুলভাইয়াকেই মনে পড়েছিলো :P )

এমনি মজার মজার সব পদ্য নিয়ে হাবীবভাইয়ার বই খানি সাজানো রয়েছে। আমার মতন ট্রাফিক জ্যামে বা বিকালের চায়ের সাথে এই বইখানি জমবে খুব খুবই এমনই আমার বিশ্বাস! তবে ভাইয়ার বই বন্দনা শেষ করবার আগে আমি এখানে ভাইয়ার যে কবিতাটি পড়ে তার লেখার প্রতি আমার ভালোবাসা সেই কবিতাটি এইখানে শেয়ার করছি.....

তোর জন্য
২১ শে জুন, ২০১২ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দোয়া

তুই হয়ে যা জিব্বাবিহীন
তোর কথাতে কেউ না ভুলুক কেউ না মজুক আর কোনোদিন
তোর ছলনা মিথ্যেগুলো কেউ যেন আর শুনতে না পায়
মুখ থেকে তোর জিভটা খসুক, যেমন করে টিকটিকি তার লেজটা হারায়

ঘুণের ফলে অসার লাঠি হয় যেরকম
আঙুল অসাড় হোক সেরকম
সবগুলো তোর
কেউ যেন আর জীবনজুড়ে দেখতে না পায় সর্বনাশা দুর্দশা ঘোর
তোর কারণে জীবন কারো হয় না যেন দুর্বিষহ কিংবা জটিল
তুই যেন আর ফাঁদ না পাতিস চাল না চালিস ঘৃণ্য কুটিল

প্রাচীন ছাদের ঢালাইর মতো তোর চেহারা পড়ুক খুলে
তোর কারণে আর যেন কেউ আঘাত না পায় মর্মমূলে
ক্যাকটাসে রূপ নেয় যেন তোর মুখ
তোর কারণে বৃদ্ধি না পাক আর কারো দুখ
ওয়াইজঘাটে যে হোটেলগুলোয় নিচ্ছে পানি কলসি ভরে
কলসিগুলো ঢোক খাওয়া সব...অমন করে
তোর চেহারায় যাক পড়ে ঢোক
কেউ কোনোদিন আর দেবে না তোর দিকে চোখ
তোর কারণে আর কখনো বিরক্তিতে কেউ না পড়ুক
দাঁত না খিঁচাক কেউ কখনো এবং কারো ক্ষোভ না ঝরুক.......

যদিও এ কবিতা আমার উদ্দেশ্যে লেখা না তবুও সে সময় অনেকেই যেমন সন্দেহ করেছিলো আমাকেই ঠিক তেমনি আমিও সন্দেহ করেছিলাম যে আমিই বুঝি এই কবিতার পিছে নিশ্চিৎভাবেই বসৎ করি। হা হা হা কারণ লাইফে কোটি কোটি প্রশংসার সাথে সাথে এমন গালমন্দ অভিশাপও কম পাইনিতো!!!!!! তাই এ কবিতাটা ছিলো আমার মহা মজার এক ভালো লাগা!!!!!

যাইহোক ভাইয়া আমার অনেক অনেক অনেক প্রিয় এক কবি। আগামী বইমেলায় তার আরও আরও বই চাই.........আর ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।

এবার আসি এ.টি.এম. মোস্তাফা কামালভাইয়ার বরযাত্রা বইটি প্রসঙ্গে। ভাইয়ার এ বইটিও ছড়ার বই। মনোমুগ্ধকর প্রচ্ছদে এবং মজার সব কবিতায় আমি বার বার ফিরে গেছি আমার ছেলেবেলায়। আবার যেন ছেলেখেলার ছলে এসব কবিতায় লুকানো রয়েছে অনেক ভারী কথা। ভাইয়ার বইটি হতে ৩টি ভালো লাগার কবিতা-

১. এক্কা চলে হেলেদুলে
টিয়ের ছানা বর
এতদিনের পুরান সখী
ময়না হলো পর।
মোরগ চলে আগে আগে
সঙ্গে নিয়ে দই,
তমাল তলায় এসেই বলে
ফানুস ওড়ে ওই।
কাক বেচারা বেলের লোভে
মারলো গাছে ঢিল
লগ্ন গেলো জলদি চলো বললো ভুবন চিল।

২.আজ সকালে খবর পেলাম বই লিখেছেন নানা
সেই কাহিনীর নায়ক নাকি হলদে পাখির ছানা
নানা কেমন গল্প লেখেন সে তো সবার জানা
হয়তো পাখির ঠ্যাংটা ভাঙ্গা নয়ত চক্ষু কানা
ফুর্তি করে খায় পাখিটা লিখে দেবেন তা- না
লিখে দিলেন পেটটা খালি পায় না খানা দানা.....:(

৩. আমার কিছু চাই টাকা
পকেটটা তো ফকফকা
সবাই বলে ভাবেন ক্যান?
দেবে টাকা গৌরী সেন।

হয়ে গেলো ভাবনা দূর
বাজলো প্রানে মধুর সুর
এবার কোনো চিন্তা নাই
গৌরী সেনের বাসায় যাই।

বিপদ হলো এইখানে
পাবো তাকে কোন খানে?
সবাই সেনের নাম জানে
বাড়ি কোথায়? রাম জানে.......

হা হা হা এরপরে ভাইয়া কি গৌরী সেনের দেখা পেয়েছিলো? বাকী কবিতায় সে খবর লেখা আছে। ভাইয়ার বইটাও অনেক ভালো লেগেছে। ভাইয়ার জন্য কোটি কোটি শুভকামনা ও ভালোবাসা রইলো......

সবাইকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ......

মন্তব্য ১১৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

জেন রসি বলেছেন: পড়তে হবে। :)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৬

অপ্‌সরা বলেছেন: কি পড়তে হবে!!!!!!!


বইগুলা নাকি আমার রিভিউ টা!!!!!!!!!! :-/

২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: দারুণ রিভিউ! 'দোয়া' অনবদ্য লেগেছে! দুই কবির জন্যই শুভেচ্ছা !

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা আসলেই দোয়ার মত দোয়া!!!!!!!! :P

৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৯

জেন রসি বলেছেন: দোয়া! :P

হহাহাহাহহাহাহা ;)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০২

অপ্‌সরা বলেছেন: একে যদি বলে দোয়া বদদোয়া কি ভাবছি!!!!!!!!

৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০২

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: শুভ কামনা কবিদের জন্য

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!! :)

৫| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৬

বর্ষন হোমস বলেছেন: একটা কাজ করা যায় না?রিভিউর ভিতরে পুরো বইয়ের সব গুলো কবিতা দিয়ে দিলে কেমন হয়?!?!?!?!?!? =p~

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯

অপ্‌সরা বলেছেন: খুবই ভালো হয় শুধু বইটা আবার আমাকে লিখতে হবে আর কি!:(

৬| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৩

বর্ষন হোমস বলেছেন:
আচ্ছা সে যাক।আপনি ঘরের বাইরে ফেসবুক চালান না কেন সেই রহস্যের ;) সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেনি।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫

অপ্‌সরা বলেছেন: হা হা ঠিক ঠিক.......

সব রহস্য সমাধিত হয় না!!!!!!! :P

আমি করতেও চাই না!!!!!!!!!!! :)

৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: জেন রসি বলেছেন: পড়তে হবে। :)
আমিও ;) তবে রিভিউ না বই ই !

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

অপ্‌সরা বলেছেন: রিভিউ না পড়েই!!!!!!!!!!!!!!!


গুড গুড গুড!!!!!!!!!!!!!!! :)


তবে কেমনে পাবে বইগুলা আপুনি!!!!!!!!!!! :(

৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: রিভিউ তো পড়লাম :-*
তোমার থেকে নিব ;)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

অপ্‌সরা বলেছেন: নো প্রবলেমো!!!!!!!

ঠিকানা দাও পাঠিয়ে দেই!!!!!!!!!!:)

৯| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: 'আবার নিজের রুম ছাড়া কোথায় ফেসবুক গুঁতাগুঁতিও অপছন্দ আমার তাই সাথে নিয়ে নেই বই।

শাবাশ আপু!


আর একটা কথা, যে বইয়ের রিভিউ দিয়েছ সেগুলো রকমারিতে আছে কিনা একটু বলে দিও। লিংক দিলে অবশ্য সবাই বলবে এডভার্টাইজ করে দিচ্ছ :P

ব্লগারদের লেখা সংকলনটা মিস হয়ে গেছে কিনতে :(

আর রিভিউ এর কথা কিছু নাইবা বলি? :D

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫০

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক যাই এখুনি রকমারীর ঠিকানাটা নিয়ে আসি।

ব্লগারদের লেখা সংকলনটাও মনে হয় পাওয়া যাবে।

সেটারও খবর এনে দেবো! :)

১০| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: রিভিউ পড়লে লোভ লাগে ক্যান?????? সমস্যার সমাধান কি??

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২

অপ্‌সরা বলেছেন: সমস্যার সমাধান আমি বইগুলা তোমাকে গিফট করিবোক! :)

১১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৩

জাহিদ হাসান বলেছেন: বেশ তো! :)

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯

অপ্‌সরা বলেছেন: আসলেই মজার বইগুলা! :)

১২| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:

"
১.খুন ঝরালে হয় যদি কেউ খুনি
খুনীর খাতায় মশার তবে
নাম কেনো নেই শুনি!!! "

-আপনি বলছেন, কবিতার বইতে এ কথাগুলো আছে! আমি মনে করছিলাম, টং দোকানের সামনে বসা, মশার জ্বালায় অস্হির কোন ব্লগারের ফানী উক্তি!

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:২১

অপ্‌সরা বলেছেন: তুমি যে এত অদূর/সুদূরদৃষ্টিসম্পন্ন জানতাম না ভাইয়া!!!!!!!!!!!!!!!!!! #:-S


কেমনে জানলে ভাইয়া আসলেই মশার কামড় খেতে খেতে চা খাবার স্বাদ ভুলে এই কবিতা লিখেছিলো!!!!!!!!!

১৩| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: গৌরী সেনের সাথে দেখা করতে হবে...... ;)

রিভিউ ভালো লিখেছেন।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৭

অপ্‌সরা বলেছেন: হা হা ঠিক ভাইয়া তাহলে আর টাকার চিন্তা নেই!!!!!!!


আর অনেক অনেক থ্যাংকস!!!!!!! :)

১৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপু, আমার বইয়ের রিভিউ দেখে আনন্দে চোখে পানি এসে গেলো ! প্রিয়তে রাখলাম।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:০০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!

:) :) :)

১৫| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রথম ছড়ার শেষ লাইনটা দয়া করে বইয়ের অনুরূপ করে দিন। তারপর প্রতি লাইনের প্রথম অক্ষর ওপর থেকে নীচ পর্যন্ত পড়ে আসুন। তাহলেই এই অনুরোধের কারণটা বুঝতে পারবেন।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১১

অপ্‌সরা বলেছেন: ওকে ভাইয়া!!!!!!!! :)

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১৪

অপ্‌সরা বলেছেন: পেয়েছি!!!!!!!!!!!!!!!!!


:) :) :)

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১৮

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তোমার রকমারীর লিঙ্ক খুঁজে পাইনা! দিয়ে যাও আমাকে এইখানে!

১৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:০৩

মুশি-১৯৯৪ বলেছেন:



ঘরের মেজেতে পড়ে গিয়েে ফেটেছে আমার মাথা ,
কিন্তু হায়!!!! ঘরের মেজেটার জন্যেই দেখি সবাই উদ্বিগ্ন ,
ঘুমাও, পিয়ে যাও আর খাও,
দিলখোশ সবার, মুখে মিঠা হাসি,
নিষ্ঠুরের জাত, দাও গড়াগড়ি দাও,
পচা কাদায়, আর দাও নিজের গলায় ফাঁসি।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:২০

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ!!!!!!!!!

তোমার কবিতাও এক্সসেলেন্টো ভাইয়া!!!!!!! :)

১৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ভাতের দু মুঠ চাল যে দেশের
বহুৎ ঘরেই নাহেংগা
মাত্র সাড়ে তিন লাখে যায়
সে দেশেরই লাহেংগা!!
ভাল লাগলো খুব।।
আর গৌরী সেনের খোজেই জীবনের দূর্বলতম স্থান গুলিকেও আজ ছেড়ে দিতে হচ্ছে!!

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:০৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

১৮| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো লেখকের উদার মনের পরিচয় পেয়ে। আপনার সাথে আমারও খুশি লাগছে।
দুটো বিশ্লেষণই দারুণ উপভোগ করলাম। কতটা মুগ্ধ হলে একজন পাঠক (আপনিও অবশ্য ভালো লেখক, আমার প্রিয় কবি) কোন লেখকের এতটা প্রশংসা করে থাকবেন সেটাই ভাবছি।

তিনজনের জন্যই শুভকামনা রইল।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ, থ্যাংক ইউ এ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া!

তিনজনের থেকেই থ্যাংকস দিয়ে দিলাম তোমাকে! :)

১৯| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪১

ধ্রুবক আলো বলেছেন: সময় ও সুযোগ পেলেই সংগ্রহ করে পড়া শুরু করবো।
পোষ্টের জন্য ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি।

রকমারীতে আমি খুঁজে পেলাম না মোস্তাফা ভাইয়াকে লিঙ্ক দিতে বলেছি। পেলেই জানাবো! :)

২০| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

বিলিয়ার রহমান বলেছেন: শায়মা হক,


রিভিউ একেবারে বাজে হয়েছে !!! কি লিখেছো এসব এমন করে কি কেউ রিভিউ লেখে!!!! X( আমাকে দেখো আমার কাছ থেকে শেখো কিভাবে রিভিউ লিখতে হয়!!!!!

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩১

অপ্‌সরা বলেছেন: এহ রে!!!!!!!!!!!!!


যা ভাগ!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((


আমি তো আমার ভালোবাসা দিয়ে লিখছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

এর উপরে কিচ্ছু নাই!!!!!!!!!!!!!!!!!! :) :) :)

বুঝছো বাচ্চা বিলি!!!!!!!!!!!

এখন আমার রিভিউ দেওয়া বইগুলো পলো!!!!!!!!!! :) :) :)

২১| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২২

বিলিয়ার রহমান বলেছেন: কি ভেবেছো ওগুলো আমার মনের কথা!!!


একেবারেই নয়!!!


ওগুলো তথাকথিত সমালোচদের কথা!! আর তুমিতো জানোই আমি সমালোচক নই! B-)


আমার এমন সৃজনশীল একজন আপিকে সমালোচনা কেন করবো আমিতো তাকে কেবল প্লাসই দেবো !!!



অবশ্য প্লাস দেয়ার আগে একটু বাজিয়ে নিলাম এই আরকি!:):):)

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬

অপ্‌সরা বলেছেন: দানি না নাকি!!!!!!!!!!!!!!! :) :) :)

আমি তো দানি ভাইয়া দানি তোমাল আছে তো হাত খানি!!!!!!!!!!

ওকে গানটাই শোনো


আর বলো তোমার লেখা চোরেরা কেমন আছে? :)

২২| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: গানটা ভীষণ রকমের সুন্দর ছিল!!:)

সুন্দর একটা গান শুনিয়ে দেয়ার জন্য ধন্যবাদ!!:)



আর একটা কথা তোমার ডিকশনারি থেকে আগত নতুন নতুন সকল শব্দকে কুর্ণিশ!!!! বাংলা ভাষা এর জন্য তোমার কাছে ঋণী হয়ে গেল আপি!:)

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা আসলেই মাঝে মাঝে আমিও হাসি......

ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!আপুনি!!!!!!!!!!!!!!!!!! আপুনিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!ছড়িতা!!!!!!!!!!! বড়িতা!!!!!!!!!!!! ছবিতা!!!!!!!!!!!!! কবিতা !!!!!!!!!!!!!!!!!!! আরও আরও আছে!!!!!!!!!!!!!!!! :)


আরও একটা গানা শোনো

২৩| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

নীলপরি বলেছেন: রিভিউ ভালো লাগলো ।

আর দুই কবির জন্যই অনেক শুভেচ্ছা রইলো ।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!

২৪| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: আমি কিন্তু আপুনি বা ছড়িতা অথবা বড়িতার কথা বলিনি!!


আমি বলেছি পলো,দানি, তোমাল ইত্যাদির কথা!:):)



গানের চ্যানেটাকি তোমার আপি???

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা

ওকে বুঝলাম এখন !!!!!!!!

তবে এই গান আমার না..... অন্য শিল্পীর গাওয়া আমি থোতো শিল্পী সে বড় শিল্পী!!!!!!!!

২৫| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: হাবীব কাইউম এর ৬ নং উপপদ্যটা পড়া শুরু করতেই আমার মনেও সেই দুঃসহ এবং বিরক্তিকর স্মৃতিটা উঁকি ঝুকি দিচ্ছিল, তার পরে পরেই দেখি আরও একজন সেটা স্মরণে রেখেছে! :) :) দ্রষ্টব্যঃ বইমেলার টুকিটাকি-৩
এই বুক রিভিউ সম্পর্কে আরো কিছু বলার আছে, সে কথায় একটু পরে আসছি।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভাইয়া এই উপপাদ্য পড়ে তোমার কথা মনে পড়লো বলেই তো ১১৯টা উপপাদ্য থেকে এটা বাছাই করলাম!!!!!!! হা হা হা হা হা হা


:P

২৬| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: নোয়াখালীতে থেকে কি করে অর্ডার করবো?

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১

অপ্‌সরা বলেছেন: মোস্তাফাভাইয়া বলে দিয়েছেন এই কমেন্টের পরের কমেন্টে ভাইয়া!

২৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: @ সায়মা আপু ও তৌহিদ ইসলাম রোবন - সামনের সপ্তাহ থেকে রকমারিতে যাবে ইনশাল্লাহ। তখন লিঙ্কটা দেবো। ভালো থাকবেন।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

অপ্‌সরা বলেছেন: ওকে ভাইয়া!!!!!! থ্যাংক ইউ !!!!!!!! :)

২৮| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

গেম চেঞ্জার বলেছেন: বাঃ ভালো! আমি তো পড়তেই সময় পাচ্ছি না!!!!!!! আর তাই ব্লগেও আসতে পারছি কম। :|

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

অপ্‌সরা বলেছেন: গেমুমনি!!!!!!!!!!!!!!

তুমি মনের দুঃখে কোন বনে গেছো!!!!!!!!! :((

২৯| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২

প্রাইমারি স্কুল বলেছেন: অসাধারন রিভিউ!

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!:)

৩০| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

গেম চেঞ্জার বলেছেন: দুঃখ কেন হবে!

কাজের চাপে আমি শেষ!!!!!!!!!!!! :(

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫

অপ্‌সরা বলেছেন: আমিও অনেক দুঃখে আছি!!!!!!!!! :((

৪ বছরের এক পিচ্চি আমাকে এমন নাচ নাচাবে আগে যদি জানতাম ....... :((

৩১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর রিভিউ। দুটো বইই ভালো পদ্যের সমাহার বলে মনে হলো। দুই কবিকে শুভেচ্ছা।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া! অনেক ভালো থাকো তুমি!!!!!!

৩২| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ

আমার ৩.৫ বছরের ভাগ্নীর দুষ্টমিস্টুতে আমি তো দারুণ মজায় আছহি!!! B-)

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১০

অপ্‌সরা বলেছেন: দুষ্টুমী আর সুষ্ঠুমীতে প্রভেদ আছে বাচ্চু! :((

৩৩| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১২

গেম চেঞ্জার বলেছেন: তবে দুঃখগুলোকে দিয়ে দিয়েছি ছুটি!!!!!!! :P :P :P

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা ছুটিতে থেকে আবার কবি হয়ে যেও না বাচ্চু!!!!!!!!!! :)

৩৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৭

গেম চেঞ্জার বলেছেন: দুঃখকে ছুটি দিলে কবিত্ব ঘুচে যায় শুনেছি। ;)

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক কথা সইত্য!!!!!!!!!!!

দুঃখ ছাড়া কবিতার জন্ম হয়না!

দুঃখ হলো কবিতার মা আর কবি হলো বাবা! :P

৩৫| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫

গেম চেঞ্জার বলেছেন: তাহলে কবিতার প্রেমিক কি আমি? B-))

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭

অপ্‌সরা বলেছেন: সেটা আমি কি জানি!

তুমি তো বলো নাই কোনোদিন তিনার নাম কবিতা!!!!!!


আজই প্রথম জানলাম!!!!!!!! :)

৩৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

আজ ব্লগে একটু ঢুঁ মেরে গেলাম! :) সময় নিয়ে ঝামেলায় আছি! :|

এই মাসটা পুরাই দৌড়ের উপর আছি!!!!!!!!!

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪০

অপ্‌সরা বলেছেন: আমি পরের মাসেও!!!!!!!!!!!

যদিও আমার গলা খারাপ হয়ে আছে এখনও!!!!!!!!!:(

৩৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: সবাই আপনার রিভিউ এর এতটা প্রশংসা করে গেল এখানে! আমার রীতিমত দ্বিধা হচ্ছে আমার ইম্প্রেশনটা এখানে জানাতে। আমি জানি আপনি খুবই মনযোগী একজন পাঠক। আর সেটা জানি বলেই আমার মনে হচ্ছে আপনি রিভিউতে ফাঁকি দিয়েছেন। আরেকটু বিশদভাবে লেখা যেত, আরো কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি ও মন্তব্য সহ। আরেকটু বিশ্লেষণ সহ।
তবে নির্দ্বিধায় এটুকু বলতে পারি, উভয় কবির বই থেকে যেটুকু উদ্ধৃতি দিয়েছেন, তার সবই ভাল লেগেছে। উভয় কবির সাফল্য কামনা করছি, সেই সাথে আপনারও, লেখক হিসেবে।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮

অপ্‌সরা বলেছেন: না আরও অনেকেই বলেছে একটু ফাকিবাজী হয়ে গেলো এইখানে। একটা কথা বলে রাখি ভাইয়া আসলে দুইটা বই ই এক ফরমার। মানে খুব ছোট পরিসরের বই কাজেই এর বেশি লিখলে পুরো বই এখানেই লিখে দিতে হত তাই লিখিনি।


আর ইদানিং পুচকে এক আটলবাটুলকে নিয়ে মহা যন্ত্রনায় আছি! :(

৩৮| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা!
যাক, মন্তব্যটি পড়ে ঊনপঞ্চাশ বায়ুতে ধরেনি দেখে প্রীত হ'লাম।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৪

অপ্‌সরা বলেছেন: না না ভাইয়া এমনিতেই ৯৮ বায়ুতে উড়ছি!!!!!!!!!!!!!! :)

৩৯| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২২

জাহিদ অনিক বলেছেন: উপপাদ্য দেখে খাতা কম্পাস পেন্সিল জ্যামিতি বক্স নিয়ে পড়তে এসেছিলাম !!


ওমা ! এতো দেখি কবিতা !!! :-B

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অপ্‌সরা বলেছেন: যাক বাবা ভাগ্যিস বরযাত্রা দেখে টোপর পরে আসোনি!!!!!!!!!!!!!!!!!!!!! :P

৪০| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: ৩৯ নং মন্তব্য এবং প্রতিমন্তব্যঃ
যেমন বুলো ওল, তেমন বাঘা তেতুল! :)

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৬

অপ্‌সরা বলেছেন: হা হা তাই তো !!!!!!!!!! ঠিক বলিনি নাকি ভাইয়া!!!!!!!!!!!!!!!

৪১| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: বুলো< বুনো :) :)

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯

অপ্‌সরা বলেছেন: হা হা বুঝেছি!!!!!!

৪২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




যদিও আমি রিভিউ জাতীয় কিছু তেমন একটা পড়িনে তবে কেন যেন মনে হলো এটা পড়ে দেখি ।
বই ছোট হোক , তবুও মনে হলো অনেকটা ফাঁকি দিয়েছেন । কবিতা তুলে ধরেছেন তেমন কোনও বিশ্লেষণ ছাড়াই । এটাকে কি ঠিক রিভিউ বলা যাবে ? জানিনে , আমারও ভুল হতে পারে !

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২২

অপ্‌সরা বলেছেন:
যাবে ভাইয়া!!!!!!!

রিভিউ লিখে দিলেই রিভিউ হয়ে যায়! নিউ ট্রেন্ড!!!!!! :)

তবে বইগুলা তো এক ফর্মার তাই বেশি কিছু বলতে পারিনি।:( আচ্ছা ঠিক আছে নেক্সট বুক রিভিউ আমি ঠিক ঠিক মনের মত বিশ্লেষনে লিখবো!!!!!!!!! সেটা হবে সত্যিকারের জাত বুক রিভিউ ওকে!!!!!! :)

আর একটা কথা আমার মনে হচ্ছে তোমার বাড়ি যশোর খুলনা বা কুষ্টিয়ার ঐ দিকে!!!!!!!! :) :) :)

৪৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




বলুনতো, কেন মনে হলো আমার বাড়ী যশোর খুলনা বা কুষ্টিয়ার ঐ দিকে ? বাংলাদেশে কি আর জায়গা নেই ? :(

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০

অপ্‌সরা বলেছেন: আমার কিছু অপার্থীবো আলৌকিকো সহজাতীয়ো শক্তি আছে সেই শক্তি বলেই বুঝলাম ভাইয়া তুমি ঐদিকেরই হবে!

হা হা হা

সেদিনের ছবির মত সালমান খানের ছবি বলে উড়িয়ে দিওনা! সত্যি বলেছি কিনা বলো!!!!!!! :)

৪৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




এইবার অপ্সরীয় শক্তিতেও কাজ হলোনা । ম্যাজিক ওয়ান্ড বদলাতে হবে । হকার্স মার্কেটে খুঁজলে পেলেও পেতে পারেন । :P

এই রহস্যটি না হয় অপার্থীবো আলৌকিকো" হয়ে থাক ! ;)

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬

অপ্‌সরা বলেছেন:

আবারও সালমান খান!!!!!!!!!! :(


আগেরটা হকার্রসের ম্যাজিক ওয়ান্ড ছিলো এবার যমুনা ফিউচার পার্ক থেকে আনতে যাচ্ছি। :)

৪৫| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন: হা হা হা ভাগ্যিস সেটা দেখি নি !!!!!


৪০ নং খায়রুল আহসান সাহেবের মন্তব্যে ভাললাগা

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১২

অপ্‌সরা বলেছেন: সেই তো তখন তো বই থেকে তোমাকে টিকলী আর টায়রা পরা টিয়াকেই বউ বানিয়ে বিয়ে দিতে হত!!!!!!!!!!!!

৪৬| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

খায়রুল আহসান বলেছেন: সেটা হবে সত্যিকারের জাত বুক রিভিউ ওকে!!!!!![/sb-- জাত বুক রিভিউ পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমানো!!! :)

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

অপ্‌সরা বলেছেন: জাঁত বুক রিভিউ এর কয়েক গোত্র আছে ভাইয়া!!!!!!!!
কেবলি দু/এক গোত্রীয় লিখেছি!!!!!!!!!

উচ্চ গোত্রে উঠতে সাধনা ও ধ্যান প্রয়োজন!!!!!!!

এখনও মেনকা নৃত্যে ধ্যান ভঙ্গ হয় বার বার !!!!!!!

উচ্চমার্গে উঠে গেলেই উচ্চ গোত্রীয় লিখিবো অবশ্য!!!!!!!! :)


৪৭| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

সালমা অক্তার বলেছেন: খুবই সুন্দর লিখেছেন

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!

৪৮| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

জুন বলেছেন: এটি এম কামাল এর অনেক লেখাই ব্লগে পড়েছি শায়মা । যেমন ওনাদের লেখা তেমনি তোমার অসাধারন রিভিউ । সত্যি তোমার মত গুনী দশভুজা ব্লগে কমই দেখা যায় :)

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

অপ্‌সরা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কি হলো আজ তোমার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তুমি তো দেখি হঠাৎ আমার প্রেমে পড়ে গেলে আপুনিমনি!!!!!!!!!!!!!!!!!!!


লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!! :) :) :)

৪৯| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫০

জাহিদ অনিক বলেছেন: টিকলী আর টায়রা পরা টিয়াকেই বউ বানিয়ে বিয়ে দিতে হত!!!!!!!!!!!!

হাঃহাঃহাঃ

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬

অপ্‌সরা বলেছেন: টিয়ে পাখির বিয়ে
জাহিদ ভায়া বর সেজেছে
টোপর মাথায় দিয়ে
আসছে কনে নাও বেয়ে তাই
তল্পি তল্পা নিয়ে!!!!!!

৫০| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮

জাহিদ অনিক বলেছেন: হা হা হা একেবারে সরকারী দল বানিয়ে দিলে !!!

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:০২

অপ্‌সরা বলেছেন: কি আর করবে বৌমা সুজন সখী.......

৫১| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

জুন বলেছেন: আমিতো সব সময়েই তোমার প্রেমে দিশেহারা B-)
তুমি বুঝতে পারলে না বলো কি :-*

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!!!!!!!!!!!

আজ বেশি মুগ্ধ হচ্ছ বলেই তো একটু চিন্তায় পড়লাম আপুনিমনি!!!!!!

৫২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




হুমমমম.... এবারও সালমান খান !!!!!!!!!!!!!!!!!!

সে্‌ই যে ম্যাজিক ওয়ান্ড আনতে যমুনা ফিউচার পার্কে গেলেন আর ফিরে আসার নাম নেই । :P

যাক , এবারে রিভিউ সম্পর্কে বলি । কোনও বই রিভিউ করতে হলে তার লেখকের সম্পর্কে জানাটা অত্যাবশ্যকীয় । নইলে লেখকের কোন বক্তব্যটি কোন আঙিকে এসেছে ,তার অর্থই বা কি হতে পারে বা না পারে; তা বিশ্লেষণ দুরূহ হয়ে ওঠে । তাই রিভিউটি বস্তু নির্ভর হয়না । ব্লগে এরকম রিভিউয়ের অভাব প্রকট ।
তাই প্রথম মন্তব্যে এমনটা বলতে হয়েছে " ----- কবিতা তুলে ধরেছেন তেমন কোনও বিশ্লেষণ ছাড়াই । এটাকে কি ঠিক রিভিউ বলা যাবে ? " আশা করি মনে কিছু নেবেন না ।

শুভেচ্ছান্তে ।

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

অপ্‌সরা বলেছেন: কে বলেছে আসিনি ভাইয়া!!!!!!!!!!

কতবার এলাম গেলাম, গান গেলাম !!!!!!!!!

আমি এলেম তারই দ্বারে
তুমি তো দেখলে না, জানলেও না.....


আর রিভিউ সম্পর্কে যা বলেছো তাতে আমি কি কিছু মনে করতে পারি ভাইয়া!!!!! তাও তুমি বললে!!!!!! :(

এভাবেই তো সেই ছোট থেকে এতখানি হলাম!!!!!! রিভিউ শিরোনামে লিখেছি বলেই কি সেটা রিভিউ হবে বরং এই যে বললে, আমি ভাবলাম, এই থেকেই ভাবতে ভাবতে রিভিউ শুধু না একদিন রিভিউ এর দাদা হয়ে যাবে নিশ্চয়ই আমি বড়ই আশাবাদী এবং হার্ড ওয়ার্কিং এবং উদ্যমী মানুষ সে নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো!!!!!

মোটেও মনে করা তো দূরের কথা তোমার কথায় আমি বরং খুশিই হই এই ভেবে যে সেটা আমাকে আরও ভাবতে শেখায়!!!!!!

অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!!

৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: রকমারির লিংকটা নিচ্ছে না যে আপু। বরযাত্রা আর সুখ নাম দিয়ে সার্চ দিলে ছবি আসে।

৫৪| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

৫৫| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩

অপ্‌সরা বলেছেন: ওকে ভাইয়া!!!!!!!!!!!

থ্যাংকস আ লট!!!!!!

৫৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৯

হাবীব কাইউম বলেছেন: দ্যাখো, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে আর এখানে আমিই নেই! থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ অল। (এত দিন পর! বেকুব কোথাকার!)

২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়ামনি! :)


কোথায় তুমি?

৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বইগুলো যে রষবোধের রিভিউতেই টের পাওয়া গেল। বইগুরোর বিপুল বিপণন কামনা করছি। নিজেও পড়ার আগ্রহ রাখছি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৪

অপ্‌সরা বলেছেন: পড়েছিলে শেষমেষ ভাইয়ামনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.