নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

সূরা আর-রহমান ( মানুষ কিভাবে পারে আল্লাহর নিয়ামত/ অনুগ্রহ কে অস্বীকার করতে?)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

১ ) করুনাময় আল্লাহ্।
২ ) শিক্ষা দিয়েছেন কোরআন,
৩ ) সৃষ্টি করেছেন মানুষ,
৪ ) তাকে শিখিয়েছেন বর্ণনা।
৫ ) সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
৬ ) এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
৭ ) তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
৮ ) যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
৯ ) তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
১০ ) তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
১১ ) এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
১২ ) আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
১৩ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
১৪ ) তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
১৫ ) এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
১৬ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
১৭ ) তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
১৮ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
১৯ ) তিনি পাশাপাশি দ্ইু দরিয়া প্রবাহিত করেছেন।
২০ ) উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
২১ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
২২ ) উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
২৩ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
২৪ ) দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
২৫ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
২৬ ) ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
২৭ ) একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
২৮ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
২৯ ) নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
৩০ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৩১ ) হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
৩২ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৩৩ ) হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তূ ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
৩৪ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৩৫ ) ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি¯ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
৩৬ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৩৭ ) যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
৩৮ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৩৯ ) সেদিন মানুষ না তার অপরাধ স¤পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
৪০ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৪১ ) অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অত:পর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
৪২ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৪৩ ) এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
৪৪ ) তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
৪৫ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৪৬ ) যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু'টি উদ্যান।
৪৭ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৪৮ ) উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
৪৯ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৫০ ) উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
৫১ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকারকরবে?
৫২ ) উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
৫৩ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৫৪ ) তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
৫৫ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৫৬ ) তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
৫৭ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৫৮ ) প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
৫৯ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৬০ ) সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
৬১ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৬২ ) এই দু'টি ছাড়া আরও দু'টি উদ্যান রয়েছে।
৬৩ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৬৪ ) কালোমত ঘন সবুজ।
৬৫ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৬৬ ) তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
৬৭ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৬৮ ) তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
৬৯ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৭০ ) সেখানে থাকবে সচচরিত্রা সুন্দরী রমণীগণ।
৭১ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৭২ ) তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
৭৩ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৭৪ ) কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
৭৫ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৭৬ ) তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
৭৭ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৭৮ ) কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

মাহমুদ ইমরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ অনুবাদটি দেয়ার জন্য।আপনি কি নিজে অনুবাদ করেছেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

লাবনী আক্তার বলেছেন: না ভাইয়া অনুবাদটি আমি নিজে করিনি।


পড়ার জন্য ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

খায়ালামু বলেছেন: +++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

লাবনী আক্তার বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

কয্ট বলেছেন: আল্লাহ আপনাকে নাস্তিক ব্লাগারদের দৃষ্টি থেকে মুক্ত রাখক

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

লাবনী আক্তার বলেছেন: আমিন!


আমার ব্লগে নাস্তিক না আসলেই খুশি হব। কারন আমি নাস্তিক পছন্দ করিনা।

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

অচিন.... বলেছেন: প্রিয়তে নিলাম

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

লাবনী আক্তার বলেছেন: অচিন. ভাই ধন্যবাদ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

জাকারিয়া মুবিন বলেছেন: +++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া!

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

জননেতা বলেছেন: ++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সুন্দর অনুবাদ.......পড়ে ভাল লাগল......ধন্যবাদ শেয়ার করার জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ভাই অনেক ধন্যবাদ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++ ভালো পোস্ট @লাবনী :)

ভালো থাকবেন সবসময় ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

লাবনী আক্তার বলেছেন: অপূর্ন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন সবসময়।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: আমিন!


আমার ব্লগে নাস্তিক না আসলেই খুশি হব। কারন আমি নাস্তিক পছন্দ করিনা।

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

ভাল হইছে.......এই ল ম্যালা পেলাচ

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

:D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

লাবনী আক্তার বলেছেন: আপনার মাথায় নিশ্চিত প্রবলেম আছে! আপনি তুই তুকারি করেন কেন? ভদ্রতা বলতে একটা শব্দ আছে সেটা আপনার জানা উচিত! দয়া করে শিখে নিবেন কোথায় কি ধরনের কমেন্ট করতে হয় এবং কি ধরনের শব্দ ব্যবহার করতে হয়।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

তুন্না বলেছেন: +++++++++++++++ রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

লাবনী আক্তার বলেছেন: তুন্না আপনাকে অনেক ধন্যবাদ! ভালো থাকুন সবসময়!

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo......kemon achhen?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১২

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ কবি সাহেব!

আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি! আপনি কেমন আছেন?

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কয্ট বলেছেন: আল্লাহ আপনাকে নাস্তিক ব্লাগারদের দৃষ্টি থেকে মুক্ত রাখুক

আমিন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

লাবনী আক্তার বলেছেন: আল্লাহ আমাদের হেদায়েত দান করুন । শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করুন। আমাদের ঈমান মজবুত করুন। আমিন।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

আমি তুমি আমরা বলেছেন: মহান আল্লাহপাক আমাদের সকলকে তার নেয়ামতের শুকরিয়া আদায় করার তওফীক দান করুন। আমিন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

লাবনী আক্তার বলেছেন: আমিন!

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

নেক্সাস বলেছেন: বাহ অনেক ধন্যবাদ লাবনী আপনাকে।

আমাদের সকল কে আল্লাহ তার পথে চলার তৌফিক দান করুক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

লাবনী আক্তার বলেছেন: আমিন!
কেমন আছেন নেক্সাস ভাই?

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: যখন কোন বিষয়ে কষ্ট পাই তখন সবসময় চেষ্টা করি এই আয়াত টা পড়তে

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?"

এবং পরম করুনাময় আল্লাহর অপার মহিমায় আমার মন ভাল হয়ে যায়।


(১০০% পরিক্ষীত)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

লাবনী আক্তার বলেছেন: সুবহানাল্লাহ! আপনার কথা শুনে ভালো লাগল।

আমিও পড়ি এই আরবি আয়াত

" ফাবি আয়্যি আলায়্যি রাব্বিকুমা তুকাজ্জীবান'

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

জাওয়াদ তাহমিদ বলেছেন: লাবনী আপুকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উপযুক্ত পুরস্কার দিন। আমীন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

লাবনী আক্তার বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুন, আমিন!

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

আত্নভোলা বলেছেন: সকল প্রশংসা আল্লাহর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

লাবনী আক্তার বলেছেন: হুম! সকল প্রশংসা আল্লাহর

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

েশখসাদী বলেছেন: সুন্দর পোষ্ট ।

৪১ ) অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অত:পর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
৪২ ) অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৪৩ ) এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
৪৪ ) তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

লালমিয়াভাই বলেছেন: কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

অনুবাদটি পড়ে অনেক ভালো লেগেছে।

জাজাকাল্লাহু খায়ের।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাই পোস্ট পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.