নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কুমিল্লা শালবন বিহার এবং জাদুঘর

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

শালবন বিহারের ইতিহাসঃ

পূর্বে এই প্রত্নকেন্দ্রটি শালবন ' রাজার বাড়ি' নামে পরিচিত ছিল। প্রত্নতাত্ত্বিক খননে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ উন্মোচিত হওয়ায় একে শালবন বিহার নামে আখ্যায়িত করা হয়। এর আসল নাম ভবদেব মহাবিহার। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর মধ্যভাগ হতে অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত দেব বংশ এই অঞ্চল শাসন করেন এবং চতূর্থ রাজা ভবদেবই এই মহাবিহারের নির্মাতা ছিলেন। বর্গাকার বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট । চার বাহুতে সর্বমোট ১১৫ টি সন্ন্যাসকক্ষ , মধ্যভাগে একটি উন্নত মন্দির ও উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশালাকার তোরন এই বিহারের বিশেষ আকর্ষন।

কেন্দ্রীয় মন্দিরটিতে ৬ টি ও বিহারটিতে ৪ টি নির্মান যুগের প্রমান পাওয়া গিয়েছে। প্রথম ও দ্বিতীয় যুগের ধ্বংসাবশেষ তৃতীর, চতূর্থ ও পঞ্চম নির্মান যুগের ধ্বংসাবশেষের নিচে ঢাকা পড়েছে। ষষ্ঠ নির্মান যুগের মন্দির উপর হতে অপসারিত হয়েছে।

কেন্দ্রীয় মন্দিরটি তৃতীয় নির্মান যুগে ক্রুশাকৃতিরূপ পরিগ্রহ করে এবং ঐ সময়েই চতুরদিকসহ বিহার দ্বারা বেষ্টিত হয়ে একাই বিশাল প্রতিষ্ঠানে পরিনত হয়। নিকটবর্তী আনন্দ বিহার ও এর কেন্দ্রীয় মন্দির সম্ভবত এই বিহারের পূর্ব দৃষ্টান্ত।

খননে এই প্রত্নকেন্দ্র হতে বিপুল পরিমান প্রত্বসম্পদ পাওয়া গিয়েছে। যা স্থানীয় জাদুঘরে সঞ্চিত ও প্রদর্শিত আছে। এখানে আবিষ্কৃত প্রত্বসম্পদ ষষ্ঠ শতাব্দী হতে ত্রয়োদশ শতাব্দীর প্রাচীন বঙ্গ সমতটেরই অতীত স্মৃতি বহন করে।



শালবন বিহার


শালবন বিহার



শালবন বিহারের সব ছবিতেই আমি থাকাতে আর দিতে পারিলাম না। :P :P

আসুন দেখে নেই জাদুঘরের ভেতরের ছবি।


জাদুঘরের প্রবেশ পথ


প্রবেশ করার পরই এই ছবির অংশটা চোখে পড়বে। এটা মে বি কোন নকশা হবে।


জাদুঘর ঢুকার পর হাতের বাম পাশেই এই মুর্তিটি চোখে পড়বে


মাটির তৈরি বিভিন্ন জিনিস




জাদুঘরের ভেতরে কিছু কিছু অংশে একদম অল্প আলো ছিল


ধাতব মুদ্রা


মাটির তৈরি জিনিসপত্র


মাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম


মাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম


মাটির হাড়িপাতিল


চতূর্ভূজা শ্যামা তারা, অবলোকিতেশ্বর , বরদ মূদ্রায় অবলোকিতেশ্বর


এটা সংস্কৃত ভাষা কিনা জানিনা। সেই সময়ে এভাবেই লেখা হত।




এটা হচ্ছে ঘন্টা। বেশ বড় ঘন্টাটি।


অলংকার


অলংকার


জাদুঘরের ভেতরের অংশ এটা


এর অপর পাশেই শালবন বিহার।


উফ! ছবি আরো অনেক ছিল আপলোড করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। |-) |-)
জাদুঘরের ভেতরে সবাই ছবি তুলছিল কেউ কিছুই বলছিলনা। আমি ছবি তোলার পর দেখলাম একটা জায়গায় লেখা ছবি তোলা নিষেধ।
কিন্তু কি আর করা তখনত আমার ছবি তোলা শেষ। :P

অনেকদিন পর পোস্ট দিলাম। সবাইকেই শুভেচ্ছা।

মন্তব্য ৭৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।

অনেক বার গিয়েছি, ছবিতে পরিচিত জায়গাগুলো দেখে বেশ নষ্টালজিক হয়ে গেলাম। গ্রামের বাড়িও ওখানে।




ভাল থাকুন নিরন্তন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই। :)



ভালো থাকবেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আসলেই অনেক দিন পর পোস্ট দিয়েছেন। শালবন বিহারের টুকিটাকি জানতে পাড়লাম। সাথে ছবি সেঁটে দিয়ে দেখারও সুযোগ করে দিয়েছেন। ছবি তোলা নিষেধ ছিল। কিন্তু নিষেধাজ্ঞা সম্বলিত নোটিশ পড়ার আগেই ছবি তোলা শেষ। আমাদের জন্য বরং ভালোই হয়েছে।
সুন্দর পোস্ট নিয়ে দীর্ঘ দিন হাজির হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো লাবনী আক্তার। নিরন্তর শুভ কামনাও রইলো।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

লাবনী আক্তার বলেছেন: আপনার কমেন্ট পেয়েও ভালো লাগল। অনেক সুন্দর করে আপনি সবসময় সবাইকে কমেন্ট করেন , আমার কাছে খুবই ভালো লাগে।


সামুকে মিস করি সবসময়। ইচ্ছে করে নিয়মিত হতে কিন্তু পারিনা ব্যস্ততার জন্য।


অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে হ্যাঁ! অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম। আশা করি ভালো আছেন। :)

ছবি ব্লগের জন্য ধন্যবাদ। :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ্‌! অনেক ভাল আছি।

ধন্যবাদ আপনাকেও।


ভাল থাকবেন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

লাবনী আক্তার বলেছেন: কেমন আছেন?

ধন্যবাদ পোস্ট দেখার জন্য।

পরিচিত সবার কমেন্ট পেয়ে ভাল লাগছে।

শুভেচ্ছা জানবেন।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

জাহিদ মজুমদার বলেছেন: স্মৃতি জাগানিয়া

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


ভাল থাকবেন।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছবি ব্লগ ৩য় ভালো লাগা রেখে গেলাম আপু । :) !:#P =p~

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

লাবনী আক্তার বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।


শুভেচ্ছা রইল।



৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ভাগ্যিস নোটিস আগে পড়েন নি....
তাহলে তো সুন্দর ছবিগুলো আমরা দেখতে পেতাম না।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

লাবনী আক্তার বলেছেন: :P

আসলেই, নোটিশ আগে চোখে পড়লে সত্যিই পিক তুলতাম না।

মাঈনউদ্দিন ভাই অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য আর কমেন্টের জন্য।

ভাল থাকবেন ভাই।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

অরুদ্ধ সকাল বলেছেন:

সব কুছ দেখিলুম কিন্তু ভগিনী আপনাকে কোথাও দেখিলুম না। যাহা হউক সুন্দর লাগিলো নয়নতারায়...আপনি বোধকরি জানেন না যে আমিই একসময় শাল রাজার বন্ধু ছিলাম :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

লাবনী আক্তার বলেছেন: ভগিনীকে দেখতে হইলে ভ্রাতা অন্তরচক্ষু লাগিবে। :P

যাহা হউক, আপনার নয়নতারায় যেই ভালোলাগা উপলব্ধি করিয়াছেন তাহা জানিতে পারিয়া প্রীত বোধ করিতেছি।

হায়! একি কথা শুনিলাম! আগে বলিবেনত, শাল রাজার বন্ধু আপনি। হে শাল রাজার বন্ধু! প্রনাম লইবেন।
কিছু ভুল বলিয়া থাকিলে মার্জনা করিবেন এই ভগিনী কে।

আপনার কুশল কামনা করছি।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

এমএম মিন্টু বলেছেন: দারুন ভালো লাগা জানবেন B-) :) ;) ভালো থাকবেন আপু

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালোলাগা পেয়ে ভাল লাগল অনেক।


ভাল থাকবেন আপনিও।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপু অনেকদিন পর ! আপনাকে সুস্বাগতম ব্লগে । এবার থেকে নিয়মিত হবেন আশা রাখছি ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

লাবনী আক্তার বলেছেন: জি কবি ভাই অনেকদিন পর আসলাম। নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। পারলে একদম হারিয়ে যাব। আর যদি লিখি তবে নিউ কোন আইডি থেকে লিখব যেখানে কেউ চিনবেনা। অনেক মজা হবে। দেখি মাঝে মাঝে লিখব হয়ত। :P

ভাল থাকবেন কবি ভাই।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

সকাল রয় বলেছেন:
দারুন পোষ্ট দিয়েছেন।
শালবনে কখনো যাইনি। আপনার ছবিতে কিছুটা দেখলাম। সময় নিয়ে একসময় যাবো।

আমি চরম অনিয়মিত ব্লগার তবুও বলবো নিয়মিত হোন

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

লাবনী আক্তার বলেছেন: হুম!

ধন্যবাদ দাদা। ভাল থাকবেন। নিয়মিত হতে চেষ্টা করব।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগলো ছবিতে শালবন।
আমিও কখনো যাই নি।
ছবির সৌন্দর্য এ মুগ্ধতা।
কখনো বাংলাদেশ ফিরলে ঘুরে আসার চেষ্টা করব।

ভাল থাকবেন আপু।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

লাবনী আক্তার বলেছেন: শালবন বিহার আসলেই অনেক সুন্দর। আমার কাছে ভাল লেগেছে অনেক।

আমিত পুরো বিহার জুতা হাতে নিয়ে শীতল ঘাসের উপর দিয়ে হেটেছি। অনেক মজা লেগেছে। কেউ কেউ হয়ত আমাকে পাগল ভেবেছে জুতা হাতে নেয়া দেখে। কারন শীতের বিকেল ছিল।

এনিওয়ে, দেশে ফিরলে ঘুরে আসবেন। আর অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য।

ভাল থাকবেন ভাই।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: অনন্য সাধারন ছবি
দেখতে লাগে ভালো
বিচিত্র ভাস্কর্য কত সুন্দর
আছে সবুজঘেরা আলো ।।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

লাবনী আক্তার বলেছেন: পরিবেশ ভাই সুন্দর করে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।


ভাল থাকবেন। শুভ রাত্রি।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিত পুরো বিহার জুতা হাতে নিয়ে শীতল ঘাসের উপর দিয়ে হেটেছি। অনেক মজা লেগেছে।

আমিও ট্রাই করব।
:D :D :D

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২২

লাবনী আক্তার বলেছেন: :D :D

হুম! খালি পায়ে হাটলেই ভাল কারন সব জায়গায় উঁচু নিচু জুতা পড়ে হাটতে কষ্ট হয়। :P :P

আমার তোলা ছবি পোস্ট এর একটা লিঙ্ক দিলাম ঘুরে আইসেন।

http://www.somewhereinblog.net/blog/Odhora/29857685

শুভ কামনা রইল।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

মি. ফেসবুকিস্ট বলেছেন: কুমিল্লা ভার্সিটিতে পরিক্ষা দিতে গিয়ে সেখানে ঘুরে আসার ভাগ্য হয়।
জাদুঘর ভালো লাগেনি!
তবে বা পাশের দাড়ানো কালো একটা মূর্তির দিকে তাকাতে পারছিলামনা!
কেমন জানি শিহরিত হচ্ছিলাম!

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০

লাবনী আক্তার বলেছেন: আসলে ভালোলাগাটা হচ্ছে নিজের উপর নির্ভর করে। সবার কাছে যে সব কিছু ভালো লাগবে এমন নয়।
শালবন বিহারের আগে কুমিল্লা ইউনিভার্সিটি ঘুরে এসেছি।

যাক,ধন্যবাদ

ভালো থাকবেন।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: অনেক দিন পর.....

শুভেচ্ছা।

আমিও এই রকম একটা পোস্ট দেব :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩২

লাবনী আক্তার বলেছেন: জি! অনেকদিন পর আসলাম। :)

অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য।


দিয়ে দেন এমন পোস্ট, অপেক্ষায় থাকলাম।

ভালো থাকবেন।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: আমি গিয়েছিলাম একদম ঝকঝকে রোদেলা দুপুরে ...
খুব ভাল লেগেছিল
আপনার পোস্ট এ ইতিহাস কিছু জানলাম
বেড়াতে যেয়ে তো খালি পায়ে হেটেছি দারুন সব ছবি তুলেছি :P


শুভ কামনা :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪

লাবনী আক্তার বলেছেন:
হুম খালি পায়ে হাটার মজাই আলাদা।

মনিরা আপার দারুন ছবিগুলো দেখতে ইচ্ছে করছে। B-) :P

ভালো থাকবেন আপা।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

এসিড ভাই ইমন বলেছেন: ami ai nidorshon dakhta 2 bar gasi . . . onek sundor.

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

লাবনী আক্তার বলেছেন: আচ্ছা, ভালইত।

আসলে এসব জায়গা দেখতে হলে একটু সময় নিয়েই বের হতে হয় তানাহলে অদেখাই রয়ে যায় অনেক কিছু। কখনো সময় পেলে আমারও ইচ্ছে আবার যাবার।


ধন্যবাদ, ভালো থাকবেন।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

হামিদ আহসান বলেছেন: আমি একদিন গিয়েছিলাম। সেদিন জাদুঘরের সাপ্তাহিক বন্ধ ছিল। ছবিগুলি দেখে ভাল লাগল .............

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪১

লাবনী আক্তার বলেছেন: আবার একদিন গিয়ে ঘুরে আসুন।


ধন্যবাদ আহসান ভাই।

ভালো থাকবেন।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৪

মাহবু১৫৪ বলেছেন: ব্লগারদের ভ্রমণ কাহিনি পড়তে অনেক ভাল লাগে।

অনেক ভাল লাগা এই পোস্টে

ছবিগুলো আর একটু সাদা হলে ঠিকমত বোঝা যেত। কারণ কিছু কিছু ছবিতে আলো কম এসেছে।

++++

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩

লাবনী আক্তার বলেছেন: হুম! জাদুঘরের ভেতরে আলো কম ছিল। আর আমিও এডিট করিনি ছবি।


অনেক ধন্যবাদ।


ভালো থাকবেন।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯

জাফরুল মবীন বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোস্ট।

খুব ভাল লাগল :)

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ মবীন ভাই।



ভালো থাকবেন।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি আর বর্ণনায় মুগ্ধ আমি------ অসাধারণ

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপু।


ভালো থাকবেন।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

জুন বলেছেন: বেশ কয়েক বছর আগে দেখা এই শালবন আর মিউজিয়াম । আবার দেখলাম খুটিয়ে খুটিয়ে লাবনীর চোখে । নাহ ঠিক তেমনটিই আছে :)
অনেক ভালোলাগলো
+

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

লাবনী আক্তার বলেছেন: হুম! আপু আপনিত অনেক ভ্রমন করেন।


ভালোলাগা পেয়ে আমি খুশি। :P


অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

ঢাকাবাসী বলেছেন: ছবি সহ চমৎকার পোস্ট।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাবিনী ভালো লাগবে যে, কারন ছবিগুলো একটু অন্ধকার আসছে।


ভালো থাকবেন ঢাকাবাসী ভাই।

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

সোহেল মাহমুদ বলেছেন:
সুন্দর তথ্যবহুল পোস্ট।+++

আপনার পোস্টের মাধ্যমে শালবন বিহার ঘুরে এলাম। :)

শুভকামনা জানাই।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।


ভালো থাকবেন।

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

এসএমফারুক৮৮ বলেছেন: অনেক সুন্দর তো !

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

লাবনী আক্তার বলেছেন: পরিচিত সবার কমেন্ট পেয়েত আমার খুব ভালো লাগছে। :D :D


ফারুক ভাই অনেক ধন্যবাদ।


ভালো থাকবেন।

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

নেক্সাস বলেছেন: লাবনী দেখি মেলা দিন পর। ভ্রমণ পোষ্ট ভাল হইছে। কুমিল্লা থেকে আমাগো বাড়ি ঘুরে আসলে ভাল হইতো। B-) B-) B-)

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

লাবনী আক্তার বলেছেন: লাবনী ব্যাক করেছে( সাময়িকের জন্য) :P :P

আগে বলবেনত ভাইয়া আপনার বাড়ি কুমিল্লায়। ওকে আরেকদিন গেলে আপনার বাড়িতে আমার দাওয়াত। :D :P


ভালো থাকবেন ভাইয়া।

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা রইলো সুন্দর পোষ্টে । কিন্তু কথা হলো জাদুঘরে ছবি উঠালেন কি করে , আমি যতবার চেয়েছি বাধাগ্রস্থ হয়েছি ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

লাবনী আক্তার বলেছেন: কেমন আছ অভি?


হুম! ছবি তুলতে পেরেছি কারন ২০১৪ সাল আমার জন্য লাকি বছর ছিল কিনা? B-) B-) :D


২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩১

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।



ভালো থাকবেন।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

মুহিব জিহাদ বলেছেন: অনেক দিনের আশা কুমিল্লা ঘুড়ে দেখার, যাক না যেতে পারলেও দু:খ নেই। এমন আরো ২/৪ টা পোস্ট পেলে আশা করি না গেলে ও অনেক কিছু ঘড়ে বসে দেখতে পারবো। :D

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

লাবনী আক্তার বলেছেন: হুম! সময় করে ঘুরে আসুন। ভাল লাগবে।


ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

রিপন ঘোষ বলেছেন: তথ্যবহুল পোস্ট।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


ব্লগে স্বাগতম।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

উইন্ডো বলেছেন: ha..ha..I used to live there beside the Museum around Three and half a years, but never visited the Museum...! :/
It is the sign that life was busy there...!

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

লাবনী আক্তার বলেছেন: মক্কার মানুষ হজ্জ পায় না। :P :P


ধন্যবাদ।

ভাল থাকবেন।

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ । গিয়েছিলাম একবার ।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ।


শুভকামনা রইল।

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪০

সায়েম মুন বলেছেন: একবার গিয়েছিলাম এখানে। ভাল লাগলো আপনার ছবিপোস্ট। :)

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর এলেন সায়েম ভাই। কেমন আছেন?

ভালোলাগা পেয়ে ভালো লাগল।

ভালো থাকবেন। আর নতুন নতুন কবিতা দিবেন। :)

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

সায়েম মুন বলেছেন: ভাল আছি লাবনী। আশা রাখি আপনিও ভাল আছেন। ব্যস্ততার জন্য ইদানীং কবিতা তেমন লেখা হচ্ছে। আশা করি কিছুদিন পর ছুটি পাবো। ভাল থাকবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ! আমিও ভাল আছি।

নতুন কবিতার আশায় রইলাম।


৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

মাহমুদ০০৭ বলেছেন: চমতকার । ভাল লাগা রইল ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৮

লাবনী আক্তার বলেছেন: মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ।



ভালো থাকবেন।

৩৭| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

মীর সজিব বলেছেন: জাদুঘর এর বাতাসেই মনে হয় যৌবন টা শেষ হয়ে যাবে। শালবন বিহারের সব কিছুই আমার ভালো লাগে। যখন মন খারাপ হয়। তখনই ছুটে যাই শালবনে।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৩

লাবনী আক্তার বলেছেন: হুম!

মন্তব্যর জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন।

৩৮| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৬:৫৫

(একজন নিশাদ) বলেছেন: দেখা হয়নাই, দেখলাম, বেশ লাগল।

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৬

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

৩৯| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: একবার মায়ের চোখ ফাকি দিয়ে ঈদের দিন রাতে পালিয়ে গিয়েছিলাম ট্রেনে চরে কুমিল্লা।
পালানোর উদ্দেশ্য এই কুটবাড়ি, কুমিল্লা শালবন বিহার।
পুরো দিনটা একা একা গুরে গুরে কাটিয়েছি এই বিহারে।
সন্ধারাতে কোন ট্রেন না থাকায় রাত তিনটার দিকে আবার রওয়ানা দিলাম আপন গন্তব্যে।

প্রায়ই এরকম পালিয়ে যেতাম মাঝে মাকে ফাকী দিয়ে।
আর এই পালানোর পিছনে একটাই উদ্দেশ্য ছিল প্রাচীন স্থাপত্য আর দৃষ্টি নন্দন স্থান সমূহ পদর্শন করা।

লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ময়নামতি বিহার, ঈশা খা"র জঙ্গল বাড়ি, পানাম নগর, সোনার গাঁ, চট্টগ্রাম, কক্সবাজার,
জাফলং, জইন্তারাণীর বাস ভবন, নারায়ন গঞ্জ তাজ মহল, মেরি আন্ডারসন, বাম্মনবাড়িয়ার অবকাশ, মেঘনা নদীর ব্রিজ
সহ আরো অনেক প্রাচীন স্থাপত্য আর দৃষ্টি নন্দন স্থানে ঘুরে বেড়িয়েছি।

এখন আর আগের মতো পালিয়ে যেতে পারিনা।
তার একমাত্র কারন আমার আর্থিক অস্বচ্ছলতা।
যদি আবার আমার সু-দিন আসে তবে আমি আবার ডানপিটে / বাউন্ডেলে হবো।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

লাবনী আক্তার বলেছেন: সুদিনগুলো ফিরে আসুক আবার।


ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.